Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Football

হায়দরাবাদ এফসি-র হেড কোচ হলেন রোকা

এই মুহূর্তে আইএসএল-এর পয়েন্ট তালিকায় সবার নীচে রয়েছে হায়দরাবাদ। ফিল ব্রাউনের কোচিংয়ে দল ঠিকঠাক পারফর্ম করতে না পারায় হায়দরাবাদ কর্তারা হাল সিটির প্রাক্তন ম্যানেজারকে ছেড়ে দেন।

বেঙ্গালুরুকে এএফসি কাপের ফাইনালে তুলেছিলেন রোকা।

বেঙ্গালুরুকে এএফসি কাপের ফাইনালে তুলেছিলেন রোকা।

সংবাদ সংস্থা
হায়দরাবাদ শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২০ ১৯:৪০
Share: Save:

আইএসএল-এর নতুন ফ্র্যাঞ্চাইজি হায়দরাবাদ এফসি-র হেড কোচ করা হল আলবার্তো রোকাকে। শনিবারই ফিল ব্রাউনের সঙ্গে সম্পর্ক শেষ করে দিয়েছে হায়দরাবাদ এফসি। রবিবার রোকার সঙ্গে দু’ বছরের চুক্তি করল তারা।

এই মুহূর্তে আইএসএল-এর পয়েন্ট তালিকায় সবার নীচে রয়েছে হায়দরাবাদ। ফিল ব্রাউনের কোচিংয়ে দল ঠিকঠাক পারফর্ম করতে না পারায় হায়দরাবাদ কর্তারা হাল সিটির প্রাক্তন ম্যানেজারকে ছেড়ে দেন।

এই মরসুমের বাকি ম্যাচে দলের সাপোর্ট স্টাফকে পরামর্শ দেবেন রোকা। পরের মরসুমের শুরু থেকেই দলের হাল ধরবেন স্প্যানিশ কোচ। রোকা বলেছেন, ‘‘আইএসএল-এ ফিরতে পেরে ভাল লাগছে। সামনের রাস্তা খুবই চ্যালেঞ্জিং। পরের মরসুমে হায়দরাবাদকে শক্তিশালী করে গড়ে তুলব।’’

অতীতে বেঙ্গালুরু এফসি-কে কোচিং করিয়েছেন রোকা। তাঁর কোচিংয়ে এএফসি কাপের ফাইনালে পৌঁছেছিল বেঙ্গালুরু এফসি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Albert Roca Hyderabad Fc ISL
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE