Advertisement
১১ মে ২০২৪

প্রিমিয়ার লিগ জিতলে ক্লাব ফুটবল থেকেও অবসর: ইব্রা

ইতালির সেরি এ। স্পেনের লা লিগা। ডাচ এরিডিভিসি। ফরাসি লিগ ওয়ান। ক্লাব ফুটবলের প্রায় প্রতিটা সেরা লিগের ট্রফি রয়েছে তাঁর ক্যাবিনেটে। বাকি শুধু প্রিমিয়ার লিগ। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে সেটা জিততে পারলে এই মরসুমের শেষেই হয়তো ক্লাব ফুটবল থেকেও অবসর নেবেন তিনি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১০ নভেম্বর ২০১৬ ০৪:০৩
Share: Save:

ইতালির সেরি এ। স্পেনের লা লিগা। ডাচ এরিডিভিসি। ফরাসি লিগ ওয়ান।

ক্লাব ফুটবলের প্রায় প্রতিটা সেরা লিগের ট্রফি রয়েছে তাঁর ক্যাবিনেটে। বাকি শুধু প্রিমিয়ার লিগ। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে সেটা জিততে পারলে এই মরসুমের শেষেই হয়তো ক্লাব ফুটবল থেকেও অবসর নেবেন তিনি। তিনি— জ্লাটান ইব্রাহিমোভিচ। যিনি এক সাক্ষাৎকারে বলেছেন, ‘‘যদি প্রিমিয়ার লিগ জিততে পারি তা হলে পরের দিনই আমি অবসর নেব। আশা করছি আমি জিততে পারব।’’

বিশ্বফুটবলের বরাবরই বিস্ফোরক সমস্ত মন্তব্য করার জন্য বিখ্যাত ইব্রা। তবে সুইডিশ মহাতারকার এই মন্তব্যেকে ঠাট্টা হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা। কারণ ইউনাইটেডের যা অবস্থা তাতে লিগ জেতা যথেষ্ট কঠিন হয়ে দাঁড়িয়েছে। এগারো ম্যাচ খেলে লিগ টেবলের ছ’নম্বরে বসে রয়েছে জোসে মোরিনহোর দল। যদিও ইব্রা মনে করছেন, দলের এখনও অনেক সুযোগ রয়েছে উঠে দাঁড়ানোর। ‘‘কয়েকটা ম্যাচে আমরা খুব খারাপ খেলেছি। কিন্তু দলের মধ্যে বিশ্বাস আছে। আর বিশ্বাস থাকলে সব কিছুই সম্ভব।’’

ইউরোর পরে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন সুইডিশ স্ট্রাইকার। কিন্তু ক্লাব ফুটবলে অবশ্য ইব্রা নতুন চ্যালেঞ্জের জন্য প্রিমিয়ার লিগে ইউনাইটেডে সই করার সিদ্ধান্ত নেন। শেষ ম্যাচে জোড়া গোল করলেও ইব্রা ধারাবাহিকতা হারিয়েছেন। সেটা নিজেও মানছেন ইউনাইটেডের ন’নম্বর। আগামী কয়েক সপ্তাহে আরও উন্নতি করতে চাইছেন ইব্রাহিমোভিচ। ‘‘আমি জানি অনেক সহজ সহজ সুযোগ নষ্ট করেছি। কিন্তু এখানে ফুটবলের স্টাইলটা অন্য রকম,’’ বলছেন প্রাক্তন বার্সেলোনা স্ট্রাইকার।

শেষ ম্যাচে সোয়ানসি সিটির বিরুদ্ধে ৩-১ জয়। কিন্তু আগামী ম্যাচে ইউনাইটেডের সামনে অপেক্ষা করছে আর্সেনালের মতো শক্ত লড়াই। সতীর্থদের এক প্রকার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে ইব্রা বলছেন, ‘‘আমায় যেমন আরও উন্নতি করতে হবে। দলকে আরও ভাল খেলতে হবে। আমরা এমন একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি বলেই হয়তো একে অপরকে আরও ভাল করে জানতে পারছি। আমাদের লক্ষ্য লিগ টেবলের শীর্ষে যাওয়া।’’

ইব্রাহিমোভিচ যাই বলুন না কেন, ক্লাবের অন্দরমহলে বিতর্ক ও ঝামেলার ছবি। শোনা যাচ্ছে, লুক শ ও ক্রিস স্মলিংয়ের মতো ফুটবলারদের সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন মোরিনহো। সোয়ানসির বিরুদ্ধে দুই ফুটবলার চোটের কারণে দল থেকে নাম তুলে নেন। ম্যাচ শেষে মোরিনহো বলে দেন, ‘‘এমন অনেক ফুটবলার আছে দলে যারা খেলতে চায়নি। তাতে দলে সমস্যা হচ্ছে।’’ যদিও শ-য়ের পরিবার থেকে জানানো হয়েছে চোট এতটাই খারাপ ছিল যে ইংলিশ সাইডব্যাক খেলতে পারেননি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

ibrahimovic zlatan Football retirement
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE