Advertisement
১১ মে ২০২৪

ভারতের স্থায়ী কোচ টি২০ বিশ্বকাপের পর

ভারতের কোচ সমস্যা কাটতে চলেছে এই বছরই। তবে টি২০ বিশ্বকাপের পর। এমনটাই জানিয়ে দিলেন বিসিসিআই সচিব অনুরাগ ঠাকুর। তবে পুরো সিদ্ধান্তটাই নির্ভর করবে উপদেষ্টা কমিটির উপর।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০১৬ ১৪:০০
Share: Save:

ভারতের কোচ সমস্যা কাটতে চলেছে এই বছরই। তবে টি২০ বিশ্বকাপের পর। এমনটাই জানিয়ে দিলেন বিসিসিআই সচিব অনুরাগ ঠাকুর। তবে পুরো সিদ্ধান্তটাই নির্ভর করবে উপদেষ্টা কমিটির উপর। এই উপদেষ্টা কমিটিতে রয়েছেন দেশের তিন প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায় ও ভিভিএস লক্ষ্মন। তিনি বলেন, ‘‘টি২০ বিশ্বকাপের আগেও কোচ নিয়ে সিদ্ধান্ত হয়ে যেতে পারে। কিন্তু দায়িত্ব দেওয়া হবে টি২০ বিশ্বকাপের পরই। আমরা আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম বিশ্বকাপ পর্যন্ত রবি শাস্ত্রীই দলের দায়িত্ব সামলাবেন। এর মধ্যে কিছু বদল আনতে চাই না। তবে ভবিষ্যতের কথাও ভাবতে হবে।’’

আরও খবর: ভারতের সামনে ৩৪৯ রানের লক্ষ্য, লাইভ স্কোর

পাশাপাশি অস্ট্রেলিয়ায় দলের হার ও অধিনায়ক ধোনির খারাপ ফর্মের সমালোচনার বিরোধিতা করেছেন সচিব। ধোনির পাশেই যে তিনি আছেন তাও জানিয়ে দিয়েছেন। বলেন, ‘‘ধোনি ভারতের সব থেকে সফল অধিনায়ক। ধোনির অধিনায়কত্বে আমরা ২০০৭ ও ২০১১র বিশ্বকাপ জিতেছি। আট বছর ধরে টানা সাফল্য এসেছে ওঁর হাত ধরে। একটা খারাপ সিরিজের জন্য একজনকে দায়ী করা উচিৎ নয়।’’ যুবরাজ সিংহর খেলা নিয়েও আত্মবিশ্বাসী অনুরাগ ঠাকুর। তিনি বলেন, ‘‘যুবরাজ, হরভজন, নেহরারা অভিজ্ঞ ক্রিকেটার। ওদের অস্ট্রেলিয়ায় গিয়ে খেলতে দিন। আমার বিশ্বাস সকলেই খেলে জবাব দেবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

anurag cricket coach bcci
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE