Advertisement
২৬ এপ্রিল ২০২৪

ম্যাক্সওয়েলের সেঞ্চুরিতে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিল অস্ট্রেলিয়া

প্রথম টি-টোয়েন্টিতে শেষ বলে তিন উইকেটে জিতেছিল ফিঞ্চের দল। এদিন কিন্তু ম্যাক্সওয়েলের সেঞ্চুরির সুবাদে ১৯.৪ ওভারেই জিতে গেল অস্ট্রেলিয়া (১৯৪/৪)।

দুরন্ত শতরান করে অস্ট্রেলিয়া কে জেতালেন গ্লেন ম্যাক্সওয়েল।—ছবি এপি।

দুরন্ত শতরান করে অস্ট্রেলিয়া কে জেতালেন গ্লেন ম্যাক্সওয়েল।—ছবি এপি।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০১৯ ২২:৫৮
Share: Save:

গ্লেন ম্যাক্সওয়েলের দুরন্ত সেঞ্চুরির দাপটে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-০ ফলে জিতল অস্ট্রেলিয়া। বুধবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে বিরাট কোহালির দলকে দুই বল বাকি থাকতে সাত উইকেটে হারাল অস্ট্রেলিয়া।

প্রথম টি-টোয়েন্টিতে শেষ বলে তিন উইকেটে জিতেছিল ফিঞ্চের দল। এদিন কিন্তু ম্যাক্সওয়েলের সেঞ্চুরির সুবাদে ১৯.৪ ওভারেই জিতে গেল অস্ট্রেলিয়া (১৯৪/৪)।

জেতার জন্য ১৯১ রান করতে হত অস্ট্রেলিয়াকে। শেষ ওভারে দরকার ছিল ৯ রান। গ্লেন ম্যাক্সওয়েল চতুর্থ বলেই ছিনিয়ে আনলেন জয়। ৫৫ বলে তিনি অপরাজিত থাকলেন ১১৩ রানে। যাতে থাকল নয়টি ছয় ও সাতটি চার।

আরও পড়ুন: ভারত সফর থেকে ছিটকে গেলেন অজি পেসার কেন রিচার্ডসন

টস হেরে ব্যাট করতে নেমে চার উইকেটে ১৯০ তোলে ভারত। অধিনায়ক বিরাট কোহালি ৩৮ বলে অপরাজিত থাকেন ঝোড়ো ৭২ করে। তাঁর ইনিংসে ছিল ছয়টি ছক্কা ও দুটো চার। ২৬ বলে ৪৭ করেন ওপেনার লোকেশ রাহুল। যাতে ছিল চারটি ছয় ও তিনটি চার। মহেন্দ্র সিংহ ধোনি প্রথম টি-টোয়েন্টির মন্থর ব্যাটিং ভুলিয়ে দিয়ে ২৩ বলে করেন ৪০। যাতে ছিল তিনটি ছয় ও তিনটি চার।

আরও পড়ুন: নাইটহুড পেলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক অ্যালিস্টার কুক

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE