Advertisement
২৬ এপ্রিল ২০২৪
hockey

এক বছর পর ভারতের মহিলা হকি দল অবশেষে খেলার সুযোগ পাচ্ছে

আর্জেন্টিনায় পৌঁছে ভারতীয় দলকে কোয়রানটিনে থাকতে হবে না।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২০ ২২:১৭
Share: Save:

স্বস্তি ভারতের মহিলা হকি দলের। অবশেষে অলিম্পিকের প্রস্তুতি শুরু করতে পারবেন রানি রামপালরা। আগামী সপ্তাহে আর্জেন্টিনা উড়ে যাচ্ছে ভারতীয় দল। করোনার জন্য বিশ্বের সব প্রতিযোগিতা বতিল হয়ে যায়। ফলে গত এক বছরে এটাই ভারতের মহিলা হকি দলের প্রথম সফর।

মোট ২৫ জন খেলোয়া়ড় ও ৭ জন সাপোর্ট স্টাফ নিয়ে ভারতীয় দল ৩ জানুয়ারি আর্জেন্টিনা যাবে। সেখানে আর্জেন্টিনার বিরুদ্ধে মোট ৮টি ম্যাচ খেলবেন রানিরা। প্রথম ম্যাচ ১৭ জানুয়ারি। দুটি দলই বায়ো বাবলে থাকবে। হোটেলে তার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। প্রতি ঘরে দুজন করে থাকবেন। গোটা সফরে রুম পার্টনার একজনই থাকবেন।

তবে আর্জেন্টিনায় পৌঁছে ভারতীয় দলকে কোয়রানটিনে থাকতে হবে না। কিন্তু ভারত এবং আর্জেন্টিনা সরকারের নির্দেশ মতো দলের প্রত্যেককে কঠোর নিয়মের মধ্যে থাকতে হবে। হোটেলে খাওয়া, টিম মিটিং সবই বায়ো বাবল পরিবেশে হবে। দলের সদস্য ছাড়া আর কারও সঙ্গে দেখা করা যাবে না।

আরও পড়ুন: পোষ্যদের সঙ্গে ধওয়নের নাচ, দেখে হেসে খুন কে এল রাহুল

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

hockey Argentina India Women Team
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE