Advertisement
২৭ এপ্রিল ২০২৪
কাঁধের চোটে মুম্বইয়ের বিরুদ্ধে হয়তো নেই কেদার

হারলেও চেন্নাই দুর্গে প্লে-অফের বরাত মাহিদের

৩৬ বলে ৭১ রানের দুর্দান্ত ইনিংসে শেষ ম্যাচে কিংস ইলেভেন পঞ্জাবকে জয় উপহার দিলেন কে এল রাহুল। কিন্তু হেরেও স্বস্তির হাসি সেই মহেন্দ্র সিংহ ধোনির মুখেই।

সাক্ষাৎ: ম্যাচের পরে পরাজিত ধোনির সঙ্গে দেখা বিজয়ী কিংস ইলেভেন পঞ্জাবের প্রীতি জিন্টার।  পিটিআই

সাক্ষাৎ: ম্যাচের পরে পরাজিত ধোনির সঙ্গে দেখা বিজয়ী কিংস ইলেভেন পঞ্জাবের প্রীতি জিন্টার। পিটিআই

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৬ মে ২০১৯ ০১:৫৬
Share: Save:

৩৬ বলে ৭১ রানের দুর্দান্ত ইনিংসে শেষ ম্যাচে কিংস ইলেভেন পঞ্জাবকে জয় উপহার দিলেন কে এল রাহুল। কিন্তু হেরেও স্বস্তির হাসি সেই মহেন্দ্র সিংহ ধোনির মুখেই।

রবিবার হারের পরেও নেট রানরেটে (+০.১৩১) চেন্নাই সুপার কিংস দুই নম্বর দল হিসেবে প্রথম কোয়ালিফায়ারে চিদাম্বরম স্টেডিয়ামে খেলা নিশ্চিত করে ফেলে। নেট রানরেটে (+০.৪২১) এগিয়ে থেকে এক নম্বরে উঠে যায় মুম্বই ইন্ডিয়ান্স। ম্যাচের পরে যা নিয়ে ধোনি বলেছেন, ‘‘ঘরের মাঠে কোয়ালিফায়ারে খেলা যাতে নিশ্চিত করতে পারি, সেই চিন্তা অবশ্যই ছিল। প্রথম দুই দলের মধ্যে থাকা নিশ্চিত হয়ে যাওয়ায় আমার মনে হয়েছে, এ বার আমাদের এখনও পর্যন্ত সার্বিক পারফরম্যান্স নিয়ে পর্যালোচনা করার প্রয়োজন রয়েছে। তাতে প্লে-অফের আগে সামগ্রিক পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার কাজ অনেক সহজ হয়ে যাবে।’’

তবে সেখানেই শেষ নয়। রবিবার শেষ ম্যাচে হারের দিনে সিএসকে শিবিরের উদ্বেগ বাড়ালেন কেদার যাদব। ফিল্ডিং করার সময়ে তাঁর বাঁ কাঁধে চোট লাগে। তাঁর চোটের স্ক্যান হবে সোমবার। কোচ স্টিভন ফ্লেমি‌ং যে ইঙ্গিত দিয়েছেন, তাতে কোয়ালিফায়ারে কেদারের খেলার সম্ভাবনা নেই বললেই চলে। ফ্লেমিং বলেছেন, ‘‘আশা করি, কেদার দ্রুত সুস্থ হয়ে উঠবে। তবে মনে হচ্ছে না, কোয়ালিফায়ারে ওকে আমরা পাব। সোমবার ওর চোটের স্ক্যান হবে। তার পরেই ছবিটা স্পষ্ট হবে।’’

রবিবার মোহালিতে আগে ব্যাট করতে নামা সিএসকে শিবিরে সুরেশ রায়না (৩৮ বলে ৫৩) এবং ফাফ ডু্প্লেসি ( ৫৫ বলে ৯৬) ছাড়া কেউই দাগ কাটতে পারেননি। শেন ওয়াটসন ফের রানের খরায় আক্রান্ত। কেদার যাদবও শূন্য রানে ফেরেন। অম্বাতি রায়ডুর অবস্থাও সুখকর নয়। ফলে প্রথম কোয়ালিফায়ারে মুম্বইয়ের বিরুদ্ধে খেলতে নামার আগে এই পারফরম্যান্স কিছুটা হলেও চিন্তায় রাখছে সিএসকে অধিনায়ককে।

একই অবস্থা বোলিংয়ের। চেন্নাই ছেড়ে অন্য মাঠে গেলেই বেরিয়ে পড়ছে দলের স্পিন বিভাগের দু্র্বলতা। যেমন এ দিনই মোহালির উইকেটে পাওয়ারপ্লে-তে হরভজন সিংহ প্রথম দুই ওভারেই খরচ করে ফেললেন ৪১ রান! তাঁর নামের পাশে তিন উইকেট লেখা থাকলেও হরভজন চার ওভারে দিয়ে ফেললেন ৫৭ রানও! ইমরান তাহিরও চার ওভারে ৩৬ রান দিলেন। কিন্তু পেলেন না উইকেট। ধোনি বলছেন, ‘‘এই ফর্ম্যাটের ক্রিকেটে প্রথম পাঁচ ওভার খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে। আমাদের বোলিং কিন্তু প্রথম সাত ওভারে অত্যন্ত খারাপ ছিল। সে ভাবে দেখতে গেলে ম্যাচে মাত্র আট ওভার আমাদের বোলাররা ভাল বল করেছে। এই ব্যাপারটা নিয়ে আমাদের ভাবতে হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

IPL 2019 Chennai Super Kings Kings Xi Punjab
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE