Advertisement
২৬ এপ্রিল ২০২৪
IPL

পারলেন না পাণ্ড্য, ইডেনে রাসেল-রাজ

কেকেআর-এর পাহাড়প্রমাণ রান তাড়া করতে নেমে হার্দিক পাণ্ড্যর ব্যাটে স্বপ্ন দেখছিল মুম্বই ইন্ডিয়ান্স। ৩৪ বলে ৯১ রানের অসাধারণ ইনিংস খেলেন হার্দিক।

রাসেল ঝড় ইডেনে। ছবি: পিটিআই।

রাসেল ঝড় ইডেনে। ছবি: পিটিআই।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০১৯ ২০:৩০
Share: Save:

কথা রেখেছেন আন্দ্রে রাসেল। মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের বল গড়ানোর আগে নাইট-অলরাউন্ডার বলেছিলেন, ‘‘আমি কোনও বোলারকে ভয় পাই না। বোলাররাই আমাকে ভয় পায়।’’ সেটাই দেখা গেল রবিবারের ইডেন গার্ডেন্সে।

ইডেনে তখন চলছে রাসেল-রাজ। মুম্বই ইন্ডিয়ান্স দলের মালকিন নীতা অম্বানির চোয়াল শক্ত। অধিনায়ক রোহিত শর্মার হাত মাথায়। রাসেল কেকেআরকে পৌঁছে দিলেন রানের শিখরে। ২০ ওভারের শেষে কেকেআর করল ২ উইকেটে ২৩২ রান। চলতি মরসুমের সর্বোচ্চ রান।

কেকেআর-এর পাহাড়প্রমাণ রান তাড়া করতে নেমে হার্দিক পাণ্ড্যর ব্যাটে স্বপ্ন দেখছিল মুম্বই ইন্ডিয়ান্স। ৩৪ বলে ৯১ রানের অসাধারণ ইনিংস খেলেন হার্দিক। পায়ে টান নিয়ে পাণ্ড্য প্রায় অসম্ভবকে সম্ভব করে ফেলেছিলেন। ভাগ্য এ দিন তাঁর সহায় ছিল না। তাই শতরান মাঠে রেখেই ডাগ আউটে ফিরতে হল তাঁকে। হার্দিক ফিরতেই মুম্বইও থমকে গেল। শেষমেশ কলকাতা ৩৪ রানে ম্যাচ জিতে লিগ তালিকায় পাঁচ নম্বরে পৌঁছে গেল।

আরও পড়ুন: আউট হয়ে ফিরছেন বিখ্যাত দাদা, নাচছেন চিয়ারলিডার বোন!

খাদের কিনারায় দাঁড়িয়ে থাকা একটা দল ফিরে এল দামামা বাজিয়ে। টানা ছ’ ম্যাচ হেরে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল কেকেআর-এর। টুর্নামেন্টে বেঁচে থাকতে হলে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে বড় ব্যবধানে জিততেই হবে। তার পরেও রয়েছে অসংখ্য পারমুটেশন-কম্বিনেশন। এরকম দমবন্ধ করা পরিবেশে জ্বলে উঠল নাইটরা।

এ দিন টস জিতে কলকাতাকে ব্যাট করতে পাঠায় মুম্বই ইন্ডিয়ান্স। মুম্বইয়ে রয়েছেন লাসিথ মালিঙ্গা, যশপ্রীত বুমরার মতো বোলার। তবুও দমেনি নাইটরা। শুরু থেকেই আক্রমণের রাস্তা নেয় কেকেআর। নাইট ঝড়ে স্রেফ উড়ে গেলেন মুম্বই বোলাররা। আজ নাইটদের ব্যাটিং সুপারহিট। শুবমান গিল ও ক্রিস লিন ৯৬ রান তুললেন। লিন ২৯ বলে ৫৪ রান করেন।

এতদিন পর্যন্ত আন্দ্রে রাসেলকে পাঠানো হত ব্যাটিং অর্ডারে নীচের দিকে। তার জন্য রাসেল রাগে গজগজও করেছিলেন। এ দিন ‘ক্যারিবিয়ান দৈত্য’ নামেন তিন নম্বরে। তাঁকে পেয়ে গিলও তাণ্ডব শুরু করে দেন ইডেনে। গিল খেলেন ৪৫ বলে ৭৬ রানের ঝকঝকে ইনিংস। ৬টি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারিতে সাজানো ছিল তাঁর ইনিংস।

অন্য দিকে রাসেল তাঁর স্বভাবসিদ্ধ ব্যাটিং করেন। মাত্র ৪০ বলে ৮০ রান করেন তিনি। তাঁর নামের পাশে লেখা রইল ৬টি বাউন্ডারি ও ৮টি ছক্কা। তাঁকে থামানোর কোনও অস্ত্রই ছিল না মুম্বই বোলারদের কাছে। নাইটদের বিশাল রান তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত শর্মা, কুইন্টন ডি’ কক, লিউয়িস, পোলার্ডরা ব্যর্থ। মুম্বই যখন ধুঁকছে, ঠিক তখনই হার্দিক পাণ্ড্য পাল্টা মারের খেলা শুরু করেন। নাইট বোলারদের ইডেনের যত্র তত্র ছুড়ে ফেলে দিলেন। হার্দিকের ব্যাটে জয়ের গন্ধও পেতে শুরু করেছিল মুম্বই। কিন্তু মোক্ষম সময়ে গার্নি ফেরান পাণ্ড্যকে। নাইট ভক্তরাও তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেন।

সংক্ষিপ্ত স্কোর

কেকেআর: (২০ ওভার) ২৩২/২

মুম্বই ইন্ডিয়ান্স (২০ ওভার) ১৯৮/৭

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

IPL IPL 2019 KKR MI
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE