Advertisement
১১ মে ২০২৪
Football

কোমানের সঙ্গে বৈঠক তবু জল্পনা মেসি নিয়ে

নতুন ম্যানেজার কথা বলতে চাওয়ায় ছুটি কাটছাঁট করে বার্সেলোনায় ফেরেন লিয়ো। তিনি নাকি পরিষ্কার জানিয়েছেন, ক্লাব প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তোমেউয়ের উপরে ভরসা নেই।

চর্চায়: থাকবেন না যাবেন? বিশ্বের নজর মেসির দিকে। ফাইল চিত্র

চর্চায়: থাকবেন না যাবেন? বিশ্বের নজর মেসির দিকে। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২২ অগস্ট ২০২০ ০৬:৩২
Share: Save:

বার্সেলোনায় আদৌ আর থাকতে চান কি না, তা বুঝে উঠতে পারছেন না লিয়োনেল মেসি। নিজের দ্বিধার কথা জানিয়েও দিয়েছেন নতুন ম্যানেজার রোনাল্ড কোমানকে।

নতুন ম্যানেজার কথা বলতে চাওয়ায় ছুটি কাটছাঁট করে বার্সেলোনায় ফেরেন লিয়ো। তিনি নাকি পরিষ্কার জানিয়েছেন, ক্লাব প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তোমেউয়ের উপরে ভরসা নেই। এবং আদৌ বার্সায় থাকবেন কি না, সেটাই এখন ভাবছেন। তিনি কোমানকে বলেছেন, ‘‘আমার মন এখন ক্লাবের ভিতরে নয়, বাইরেই বেশি।’’

স্পেনের প্রচারমাধ্যমের খবর সত্যি হলে মেসি তাঁর এতদিনের প্রিয় ক্লাব ছাড়ার জন্য মানসিক প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু মেসির সঙ্গে বার্সার চুক্তির মেয়াদ শেষ হয়নি। বাকি আরও এক মরসুম। বর্তমান চুক্তি অনুয়ায়ী ক্লাব ছাড়লে বার্সাকে দিতে হবে প্রায় ৬ হাজার ১৮২ কোটি টাকা (রিলিজ ক্লজ)। মেসির নিজস্ব পারিশ্রমিক ছাড়াই অতিরিক্ত এই বিপুল টাকা কোনও ক্লাবই সম্ভবত দিতে পারবে না। বার্সায় প্রতি মাসে তিনি পান প্রায় ৭২ কোটি ৪২ হাজার টাকা। তাই রিলিজ ক্লজ মিটিয়ে মেসিকে নেওয়া খুবই কঠিন। যে কারণে শেষ পর্যন্ত ইচ্ছের বিরুদ্ধেই হয়তো তাঁকে বার্সায় আরও এক মরসুম থেকে যেতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Football Lionel Messi Barcelona
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE