Advertisement
২৬ এপ্রিল ২০২৪

ইতালিতে মেসি এ রকম পেনাল্টি নিলে সমস্যা হতো, তোপ আন্সেলোত্তির

লিওনেল মেসির অভাবনীয় পেনাল্টি নিয়ে এটাই মতামত কার্লো আন্সেলোত্তির। ইতালির অন্যতম সেরা কোচ নিজেও বার্সেলোনা-সেল্টা ভিগো ম্যাচটা দেখেছিলেন। মেসির ‘পেনাল্টি পাস’ দেখে তিনি নিজেও হতভম্ব হয়ে যান। রিয়ালের প্রাক্তন কোচ আন্সেলোত্তি বলছেন, ‘‘আমি অবাক হয়ে গিয়েছিলাম। এটা অবশ্য নিয়ম মেনেই করা হয়েছে। কিন্তু স্পেনই বলে মেসি ছাড়া পেয়ে গেল। ইতালিতে এ ভাবে গোল করলে সমস্যা হলেও হতে পারত। যদিও সব কিছু নিয়ম মেনেই হয়েছে।’’

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ০৩:৪১
Share: Save:

স্পেন বলে এত বাহবা।

ইতালি হলে শুনতে হত কটাক্ষ।

লিওনেল মেসির অভাবনীয় পেনাল্টি নিয়ে এটাই মতামত কার্লো আন্সেলোত্তির। ইতালির অন্যতম সেরা কোচ নিজেও বার্সেলোনা-সেল্টা ভিগো ম্যাচটা দেখেছিলেন। মেসির ‘পেনাল্টি পাস’ দেখে তিনি নিজেও হতভম্ব হয়ে যান। রিয়ালের প্রাক্তন কোচ আন্সেলোত্তি বলছেন, ‘‘আমি অবাক হয়ে গিয়েছিলাম। এটা অবশ্য নিয়ম মেনেই করা হয়েছে। কিন্তু স্পেনই বলে মেসি ছাড়া পেয়ে গেল। ইতালিতে এ ভাবে গোল করলে সমস্যা হলেও হতে পারত। যদিও সব কিছু নিয়ম মেনেই হয়েছে।’’

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম পর্বে মঙ্গলবার রাতে মুখোমুখি হবে আন্সেলোত্তির দুই প্রাক্তন ক্লাব চেলসি ও প্যারিস সাঁ জাঁ। দু’পর্ব মিলিয়ে এগিয়ে কে? আন্সেলোত্তির মতে দ্বিতীয় পর্বের আগে ম্যাচের ভাগ্য ঠিক হবে না। ‘‘আমার তো মনে হয় চেলসি খুব রক্ষণাত্মক খেলবে। কাউন্টারে সমস্যায় ফেলার চেষ্টা করবে বিপক্ষকে। প্যারিস সাঁ জাঁ প্রথম পর্বে আক্রমণাত্মক খেলবে। কারণ ওরা ঘরের মাঠে খেলছে। সাঁ জাঁর সুযোগ ভাল জেতার। কিন্তু হিডিঙ্কের দলের বিরুদ্ধে কাজটা সহজ হবে না,’’ বলছেন আন্সেলোত্তি।

রিয়াল ছেড়েছেন কয়েক মাস হয়ে গেল। এখনও মনে করেন, রিয়াল মাদ্রিদ ১১ নম্বর খেতাব জিতলে তিনি অবাক হবেন না। ‘‘এই মুহূর্তে বার্সেলোনা দুর্দান্ত খেলছে। কিন্তু কয়েক মাস পরে সেটা পাল্টাতে পারে। সেই সময়ে চ্যাম্পিয়ন্স লিগ সবথেকে গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছয়। রিয়াল কিন্তু তখন ভয়ঙ্কর হয়ে উঠবে। বার্সেলোনা, প্যারিস সাঁ জাঁর মতোই লড়াকু মানসিকতা রিয়ালের,’’ বলছেন তিন বার চ্যাম্পিয়ন্স লিগ জয়ী কোচ।

এক দিকে রিয়ালকে যেমন ফেভারিট বলছেন, আবার এটাও মানছেন, বার্সেলোনাও টানা দু’বার জেতার ইতিহাস গড়তে পারে। ‘‘বার্সেলোনা অবশ্যই এগিয়ে সবার থেকে। ওরা এই ফর্ম ধরে রাখলে জিততে পারে চ্যাম্পিয়ন্স লিগ।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

ancelotti messi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE