Advertisement
২৬ এপ্রিল ২০২৪

অনুশীলনে কাতসুমি, চোটে ডং

অবশেষে নতুন মরসুমের প্রথম বিদেশি হিসেবে মোহনবাগান অনুশীলনে নেমে পড়লেন কাতসুমি ইউসা। আর কাতসুমি মাঠে নামার দিনই ইস্টবেঙ্গল শিবির বিব্রত ডু ডংয়ের কুঁচকির চোট নিয়ে। বাগান সূত্রে খবর, সোমবার ফুটবলারদের জিম এবং তাঁবুতে ‘কোর এক্সারসাইজ’ হয়েছে। কাতসুমি পাশাপাশি হাল্কা জগিংও করেন টিমের সঙ্গে। কোচ সঞ্জয় সেন অনুশীলনের পর বলে যান, ‘‘টিমের সঙ্গে পুরো সময়ই অনুশীলন করেছে কাতসুমি। প্রথম দিন দেখে মনে হল পুরনো ছন্দেই রয়েছে।’’

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২১ জুলাই ২০১৫ ০৩:১৬
Share: Save:

অবশেষে নতুন মরসুমের প্রথম বিদেশি হিসেবে মোহনবাগান অনুশীলনে নেমে পড়লেন কাতসুমি ইউসা। আর কাতসুমি মাঠে নামার দিনই ইস্টবেঙ্গল শিবির বিব্রত ডু ডংয়ের কুঁচকির চোট নিয়ে।
বাগান সূত্রে খবর, সোমবার ফুটবলারদের জিম এবং তাঁবুতে ‘কোর এক্সারসাইজ’ হয়েছে। কাতসুমি পাশাপাশি হাল্কা জগিংও করেন টিমের সঙ্গে। কোচ সঞ্জয় সেন অনুশীলনের পর বলে যান, ‘‘টিমের সঙ্গে পুরো সময়ই অনুশীলন করেছে কাতসুমি। প্রথম দিন দেখে মনে হল পুরনো ছন্দেই রয়েছে।’’
বাগানে ট্রায়াল দিতে মঙ্গলবারই শহরে আসছেন মার্কিন মুলুকে খেলা ভারতীয় বংশোদ্ভূত স্ট্রাইকার কেন লুইস এবং মণিপুরের ফুটবলার রবিনসন সিংহ। মঙ্গলবার শহরে একটি রাজনৈতিক দলের কর্মসূচি থাকায় এগিয়ে আনা হয়েছে বাগান অনুশীলনের সময়। সবুজ-মেরুন শিবির সূত্রে খবর, কলকাতা লিগে তাদের কিছু ম্যাচ রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে স্থানান্তরিত হতে পারে। যদিও আইএফএ সচিব উৎপল গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, এ রকম কোনও খবর তাঁর জানা নেই।
এ দিকে, লালরিন্দিকার পর এ দিন লাল-হলুদ শিবিরে নতুন আশঙ্কা জমাট বাঁধল তাঁদের নবাগত কোরিয়ান ফুটবলার ডংয়ের কুঁচকির চোট নিয়ে। ক্লাব সূত্রে খবর, রবিবারই অনুশীলনে কুঁচকিতে চোট পেয়েছিলেন তিনি। সোমবার সকালে অনুশীলন করতে নেমে ব্যথা অনুভব করায় কোচ বিকেলে সিচুয়েশন প্র্যাকটিসে নামতে দেননি তাঁকে। কল্যাণী থেকে ফোনে ইস্টবেঙ্গল কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য বললেন, ‘‘ডংয়ের রিহ্যাব চলছে। মঙ্গলবার সকালে ওর চোট দেখে পরের সিদ্ধান্ত নেব।’’ মঙ্গলবারই পিয়ারলেসের বিরুদ্ধে নতুন মরসুমের প্রথম প্র্যাকটিস ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল। ডং খেলবেন কি? বিশ্বজিৎ বললেন, ‘‘বর্ষার মাঠে ঝুঁকি নিতে যাব না।’’

লিগে মোহনবাগানের প্রথম প্রতিপক্ষ মহমেডান। আর ইস্টবেঙ্গলের টালিগঞ্জ অগ্রগামী। এ দিনই কল্যাণীতে সুবোধ কুমার, অসীম বিশ্বাস, দীপেন্দুদের নিয়ে আবাসিক শিবির শুরু করেছে টালিগঞ্জ। কোচ রঞ্জন চৌধুরী বলছেন, ‘‘দলগত সংহতি আর টিমের কম্বিনেশন বাড়াতেই এই উদ্যোগ। কলকাতা লিগে যা কাজে দেবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE