Advertisement
২৬ এপ্রিল ২০২৪

রিয়ালকে সূচি নিয়ে বিঁধলেন বার্সার কোচ

রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ সান্তিয়াগো বের্নাবাউ-তে গিয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের হারানোর পর লা-লিগার দৌড়ে প্রবল ভাবে ঢুকে গিয়েছে তাঁর টিম বার্সেলোনা। আর তার পরেই বোমাটি ফাটিয়েছেন মেসিদের কোচ লুইস এনরিকে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০১৭ ০৪:১৯
Share: Save:

রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ সান্তিয়াগো বের্নাবাউ-তে গিয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের হারানোর পর লা-লিগার দৌড়ে প্রবল ভাবে ঢুকে গিয়েছে তাঁর টিম বার্সেলোনা। আর তার পরেই বোমাটি ফাটিয়েছেন মেসিদের কোচ লুইস এনরিকে।

রিয়ালের ক্রীড়াসূচিকে বিঁধে বার্সেলোনা কোচ বলে দিলেন, ‘‘রিয়াল মাদ্রিদের মতো ক্রীড়াসূচি যদি আমরা পেতাম, তা হলে এখনও চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকত বার্সেলোনা। একটু বিশ্রাম দরকার ছিল আমাদের। কিন্তু সেটা পাওয়া গেল কোথায়!’’

লা লিগায় ৩৩ ম্যাচের পর বার্সেলোনার পয়েন্ট এই মুহূর্তে ৭৫। সেখানে বার্সেলোনার চেয়ে এক ম্যাচ কম খেলে রিয়াল মাদ্রিদের পয়েন্টও ৭৫। তবে গোল পার্থক্যে লিগ টেবলের শীর্ষে রয়েছে বার্সেলোনাই। রিয়াল মাদ্রিদ এই মুহূর্তে দ্বিতীয় স্থানে। চ্যাম্পিয়ন্স লিগেও রিয়ালের সেমিফাইনাল ম্যাচ বাকি রয়েছে আটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে।

সে কথা মনে করিয়ে বার্সেলোনা কোচ এনরিকে বলছেন, ‘‘বার্সেলোনাকে এখনও কয়েকটা কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে হবে।’’ সঙ্গে নিজেদের লা লিগা চ্যাম্পিয়ন হওয়া সম্পর্কে এনরিকে এটাও জুড়ে দেন, ‘‘তার মানে এটা নয় যে এ বারের লা লিগা জয়ের দৌড়ে এগিয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ। এটা ঠিক যে এই মুহূর্তে রিয়াল আমাদের চেয়ে এক ম্যাচ কম খেলেছে। কিন্তু এই পরিস্থিতিতে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ— দুই দলের কাছেই চ্যাম্পিয়ন হওয়ার পথ বেশ কঠিন। আর সেখানে অবাক করা কিছু ফল হতেই পারে।’’

লা লিগায় বার্সেলোনার পরবর্তী প্রতিপক্ষ ওসাসুনা। যে প্রসঙ্গে এনরিকে বলছেন, ‘‘লিগ টেবলে নীচের দিকে থাকা টিমগুলোর বিরুদ্ধে গোটা মরসুম সমস্যার সামনে পড়তে হয়েছে আমাদের। কাজেই ওসাসুনাকে হাল্কা ভাবে নেওয়ার কোনও প্রশ্ন-ই নেই। ওরা যথেষ্ট লড়াকু প্রতিপক্ষ।’’

তবে এল ক্ল্যাসিকোয় জিতে ফেরায় বার্সেলোনা মনোবল যে বাড়বে তা স্পষ্ট করেছেন মেসিদের কোচ। তাঁর কথায়, ‘‘এটা ঠিক রিয়ালকে তাদের ঘরের মাঠে হারানোয় ফুটবলারদের মনোবল বাড়বে। যা এই জায়গা থেকে সফল ভাবে মরসুম শেষ করতে বার্সাকে বাড়তি অনুপ্রেরণা জোগাবে। এই জায়গা থেকে লা লিগা জিততে গেলে একটাই দাওয়াই। ধারাবাহিকতা বজায় রাখতে হবে। পুরনো ভুলগুলো আর করা চলবে না কোনও মতেই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Luis Enrique Barcelona El Clasico Football
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE