Advertisement
১০ মে ২০২৪
Luis Suarez

মেসির পর এ বার কি রোনাল্ডোর সঙ্গে জুটি বাঁধবেন সুয়ারেজ?

এক মিনিটের একটা ফোন কলেই বার্সেলোনায় প্রাক্তন হয়ে যান সুয়ারেজ।

সুয়ারেজের জার্সির রং জানা যাবে কয়েকদিনের মধ্যেই। —ফাইল চিত্র।

সুয়ারেজের জার্সির রং জানা যাবে কয়েকদিনের মধ্যেই। —ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
বার্সেলোনা শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২০ ১৯:২৮
Share: Save:

এতদিন লিয়োনেল মেসির সঙ্গে খেলেছেন। এ বার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে জুটি বাঁধতে পারেন লুইস সুয়ারেজ। ফুটবলমহলে এমনটাই শোনা যাচ্ছে।

চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের কাছে হারের পরে কোচের চেয়ার ছাড়তে হয় সেতিয়েনকে। দায়িত্ব দেওয়া হয় হল্যান্ডের প্রাক্তন ফুটবলার রোনাল্ড কোম্যানকে।

বার্সার রিমোট হাতে নিয়েই কোম্যান বাতিলের তালিকায় ফেলে দেন সুয়ারেজকে। এক মিনিটের একটা ফোন কলেই বার্সেলোনায় প্রাক্তন হয়ে যান উরুগুয়ান তারকা।

আরও পড়ুন: নির্বাসন কাটিয়ে ফিরে অধিনায়কত্ব পাচ্ছেন না সাকিব

সেই সুয়ারেজকে নিয়েই ট্রান্সফার মার্কেটে এখন জোর আলোচনা। শোনা যাচ্ছে ইতালির ক্লাব জুভেন্তাসের পথে তিনি। ভিসা নিয়ে জটিলতা না থাকলে চুক্তিও সেরে ফেলতে পারতেন সুয়ারেজ, এমন কথা শোনা যাচ্ছে ফুটবলমহলে। শেষ-মেষ সুয়ারেজ যদি জুভেন্তাসে সই করেন, তা হলে তিনি হবেন ১৪ তম ফুটবলার, যিনি আধুনিক সময়ের দুই মহাতারকা মেসি ও রোনাল্ডোর সঙ্গে খেলেছেন।

শেষপর্যন্ত সুয়ারেজ কী করেন, সেই দিকেই তাকিয়ে বিশ্বফুটবল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Luis Suarez Juventus Barcelona
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE