Advertisement
১০ মে ২০২৪

জার্মানিতে প্রস্তুতি সফরে অপরাজিত মেরি কম

বার্লিনে তিনটি বাউটে ইউক্রেন, জার্মানি এবং নরওয়ের প্রতিপক্ষকে হারান মেরি। তিনটি বাউটেই প্রতিপক্ষদের দাঁড়াতেই দেননি তিনি। ৫-০ জেতেন তিনি।

অপ্রতিরোধ্য: তিনটি ম্যাচেই ৫-০ জিতলেন মেরি। ফাইল চিত্র

অপ্রতিরোধ্য: তিনটি ম্যাচেই ৫-০ জিতলেন মেরি। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৮ মার্চ ২০১৯ ০৪:১৯
Share: Save:

ছ’বারের বিশ্ব চ্যাম্পিয়ন মেরি কম ৪৮ কেজি থেকে ৫১ কেজি বিভাগে প্রত্যাবর্তনের পরেও দুরন্ত ছন্দে আছেন। বার্লিনে প্রশিক্ষণ সফরে তিনটি বাউটেই প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে দিয়েছেন তিনি। গত নভেম্বরে খেলোয়াড় জীবনের ছ’নম্বর বিশ্ব চ্যাম্পিয়নশিপ খেতাব জয়ী মেরি দ্বিতীয় অলিম্পিক্স পদক জয়ের লক্ষ্যে আছেন। ৪৮ কেজি বিভাগ অলিম্পিক্সে আর না থাকাতেই ২০১২ অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ী মেরি ৫১ কেজি বিভাগে লড়াই করার প্রস্তুতি নিচ্ছেন।

বার্লিনে তিনটি বাউটে ইউক্রেন, জার্মানি এবং নরওয়ের প্রতিপক্ষকে হারান মেরি। তিনটি বাউটেই প্রতিপক্ষদের দাঁড়াতেই দেননি তিনি। ৫-০ জেতেন তিনি। বার্লিন থেকে সংবাদ সংস্থা পিটিআইকে মেরি বলেছেন, ‘‘স্কোরলাইনে যতটা মনে হচ্ছে বাউটগুলো ততটা সোজা ছিল না। তবে যে ভাবে আমি খেলছি তাতে খুশি। দেখা যাক এর পরে কী হয়।’’ ৩৬ বছর বয়সি কিংবদন্তি ভারতীয় বক্সার তাঁর এই ছন্দের জন্য কোচ ছোটে লাল যাদবকে কৃতিত্ব দিচ্ছেন। যিনি জাতীয় দলেও সহকারী কোচের দায়িত্বে আছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Boxing Mary Kom Germany
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE