Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Sports News

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনুশীলন ম্যাচে খেলবেন শ্রীবৎসরা

ভারতীয় ক্রিকেটের চেনা মুখদের নিয়ে তৈরি করা হল বোর্ড প্রেসিডেন্ট একাদশ দল। যাঁরা আপাতত নেই ভারতীয় দলে। সেই তালিকায় রয়েছেন রাহুল ত্রিপাঠী, নীতিশ রানা ও ওয়াশিংটন সুন্দর। এমএ চিদাম্বরম স্টেডিয়ামে ১২ সেপ্টেম্বর হবে এই অনুশীলন ম্যাচ।

অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ছবি: সংগৃহীত।

অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০১৭ ১৭:৪১
Share: Save:

ভারতে খেলতে আসছে অস্ট্রেলিয়া। বাংলাদেশ থেকে দু’ভারে ৮ ও ৯ সেপ্টেম্বর দু’ভাগে ভারতে এসে পৌঁছবে অস্ট্রেলিয়া দলের প্লেয়াররা। মূল সিরিজ শুরুর আগে একটি অনুশীলন ম্যাচও খেলবে অস্ট্রেলিয়া। বোর্ড প্রেসিডেন্ট একাদশে জায়গা করে নিয়েছেন একঝাঁক আইপিএল এর চেনা মুখ। যাঁরা আপাতত নেই ভারতীয় দলে। সেরকমই ভারতীয় ক্রিকেটের চেনা মুখদের নিয়ে তৈরি করা হল বোর্ড প্রেসিডেন্ট একাদশ দল। সেই তালিকায় রয়েছেন রাহুল ত্রিপাঠী, নীতিশ রানা ও ওয়াশিংটন সুন্দর। এমএ চিদাম্বরম স্টেডিয়ামে ১২ সেপ্টেম্বর হবে এই অনুশীলন ম্যাচ।

আরও পড়ুন

বিরাটের রানের খিদে দেখে মুগ্ধ ক্রিকেট বিশ্ব

আইসিসির নতুন নিয়মের আওতায় পড়ছে না ভারত-অস্ট্রেলিয়া সিরিজ

এর পর ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। চিপকে ১৭ সেপ্টেম্বর প্রথম ম্যাচ খেলতে নামবে দুই দল। তার আগে অনুশীলন ম্যাচে বড় নামদের পাওয়া মুশকিল। কারণ ভারতের সিনিয়র ক্রিকেটাররা ব্যস্ত হয়ে যাবেন দলীপ ট্রফিতে। যে কারণে একঝাঁক নতুন মুখকে নিয়ে এই দল গড়েছে বিসিসিআই । অস্ট্রেলিয়ার মতো দলের বিরুদ্ধে খেলে আত্মবিশ্বাসও অনেকটা বেড়ে যাবে জুনিয়র ক্রিকেটারদের। এই দলের কোচের দায়িত্ব দেওয়া হয়েছে প্রাক্তন ভারত ক্রিকেটার হেমাঙ্গ বাদানিকে।

বোর্ড প্রেসিডেন্ট একাদশ দল: রাহুল ত্রিপাঠী, মায়াঙ্ক অগ্রবাল, শিবম চৌধুরী, নীতিশ রানা, গোবিন্দ পোদ্দার, গুরকিরাত মান, শ্রীবৎস গোস্বীমী, অক্ষয় কারনেওয়ার, কুলওয়ান খেজরোলিয়া, ক্রুশাং পটেল, আবেশ খান, সন্দীপ শর্মা, ওয়াশিংটন সুন্দর, রাহিল শাহ।

কোচ: হেমাঙ্গ বাদানি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE