Advertisement
২৬ এপ্রিল ২০২৪

হার নোভাক, ওসাকার

জোকোভিচ এমন প্রতিপক্ষের বিরুদ্ধে তৃতীয় রাউন্ডে হারলেন যাঁকে এর আগে আট বার হারিয়েছিলেন। ফিলিপ কোলস্রাইবার।

 হতাশ: দ্রুত হার ভুলে যেতে চান নোভাক জোকোভিচ। এএফপি

হতাশ: দ্রুত হার ভুলে যেতে চান নোভাক জোকোভিচ। এএফপি

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৪ মার্চ ২০১৯ ০৪:৪৪
Share: Save:

সচরাচর এমন দেখা যায় না। একই দিনে ইন্ডিয়ান ওয়েলস টেনিস প্রতিযোগিতা থেকে ছিটকে গেলেন এই মুহূর্তে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে দুই সেরা খেলোয়াড় নোভাক জোকোভিচ এবং নেয়োমি ওসাকা।

জোকোভিচ এমন প্রতিপক্ষের বিরুদ্ধে তৃতীয় রাউন্ডে হারলেন যাঁকে এর আগে আট বার হারিয়েছিলেন। ফিলিপ কোলস্রাইবার। জার্মান তারকার বিশ্ব র‌্যাঙ্কিং ৩৯। এই প্রথম তিনি জোকোভিচকে হারালেন। পাঁচ বারের চ্যাম্পিয়নকে কোলস্রাইবার জিতলেন ৬-৪, ৬-৪। জোকোভিচ যে হারের পরে বলেন, ‘‘হার কেউই পছন্দ করে না। আমিও করি না। এমন দিন কখনও কখনও চলে আসে। খুব দ্রুত ভুলে যেতে চাই এই ম্যাচটা। আমার ফোকাস এখন মায়ামি মাস্টার্স।’’

মেয়েদের সিঙ্গলসে ওসাকাকে ছিটকে দেন ৬-৩, ৬-১ ফলে সুইৎজারল্যান্ডের তারকা বেলিন্দা বেনচিচ। তবে হারলেও নিজের প্রচেষ্টায় খুশি ওসাকা। যুক্তরাষ্ট্র ওপেন ও অস্ট্রেলীয় ওপেন জেতার পরে সদ্য যিনি বিশ্বের এক নম্বরে আসনে বসেছেন। কয়েক দিন আগে তাঁর কোচকেও ছেঁটে ফেলেছিলেন ওসাকা। তাঁর নতুন কোচ এ দিন উপস্থিত ছিলেন। ওসাকা বলেন, ‘‘সাপোর্ট স্টাফে পরিবর্তন করলে তার একটা প্রভাব তো পড়বেই। তবে নতুন দলের জন্য প্রথম প্রতিযোগিতা হিসেবে আমরা খারাপ করে দেখাইনি। সেটাই সব চেয়ে বড় প্রাপ্তি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE