Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Cricket

উইনিং কম্বিনেশন ভেঙে দলে কি একটি বদল? দেখে নিন হ্যামিল্টনে ভারতের সম্ভাব্য একাদশ

বুধবার হ্যামিল্টনে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচের বল গড়াচ্ছে। ভারত অধিনায়ক বিরাট কোহালি আগের ম্যাচের দলে কি বদল আনবেন? নাকি উইনিং কম্বিনেশন ভাঙবেন না? কেমন হতে পারে ভারতের প্রথম একাদশ। দেখে নেওয়া যাক ভারতের সম্ভাব্য একাদশ।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২০ ০৯:১৩
Share: Save:
০১ ১২
পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে ইতিমধ্যেই ২-০ এগিয়ে গিয়েছে ভারত। বুধবার হ্যামিল্টনে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচের বল গড়াচ্ছে। ভারত অধিনায়ক বিরাট কোহালি আগের ম্যাচের দলে কি বদল আনবেন? নাকি উইনিং কম্বিনেশন ভাঙবেন না? কেমন হতে পারে ভারতের প্রথম একাদশ। দেখে নেওয়া যাক ভারতের সম্ভাব্য একাদশ।

পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে ইতিমধ্যেই ২-০ এগিয়ে গিয়েছে ভারত। বুধবার হ্যামিল্টনে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচের বল গড়াচ্ছে। ভারত অধিনায়ক বিরাট কোহালি আগের ম্যাচের দলে কি বদল আনবেন? নাকি উইনিং কম্বিনেশন ভাঙবেন না? কেমন হতে পারে ভারতের প্রথম একাদশ। দেখে নেওয়া যাক ভারতের সম্ভাব্য একাদশ।

০২ ১২
রোহিত শর্মা— প্রথম ও দ্বিতীয় টি টোয়েন্টিতে ব্যাট হাতে সফল হননি ‘হিটম্যান’। প্রথম টি টোয়েন্টিতে করেছিলেন সাত রান। দ্বিতীয় টি টোয়েন্টিতে রোহিতের ব্যাট থেকে আসে ৮ রান। রোহিতের কাছ থেকে রান চাইছে টিম ম্যানেজমেন্ট। তৃতীয় টি টোয়েন্টিতে কি ঝলসে উঠবে ‘হিটম্যান’-এর ব্যাট?

রোহিত শর্মা— প্রথম ও দ্বিতীয় টি টোয়েন্টিতে ব্যাট হাতে সফল হননি ‘হিটম্যান’। প্রথম টি টোয়েন্টিতে করেছিলেন সাত রান। দ্বিতীয় টি টোয়েন্টিতে রোহিতের ব্যাট থেকে আসে ৮ রান। রোহিতের কাছ থেকে রান চাইছে টিম ম্যানেজমেন্ট। তৃতীয় টি টোয়েন্টিতে কি ঝলসে উঠবে ‘হিটম্যান’-এর ব্যাট?

০৩ ১২
লোকেশ রাহুল— টানা দু’টি টি টোয়েন্টি ম্যাচে হাফ সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড গ়ডেছেন রাহুল। কিপিংয়ের পাশাপাশি ওপেন করছেন তিনি। দুটো টি টোয়েন্টিতেই রোহিত দ্রুত ফিরে যাওয়ায় রাহুল ভারতের ইনিংস সামলেছেন। তৃতীয় টি টোয়েন্টিতে রাহুলের দিকে তাকিয়ে কোহালি।

লোকেশ রাহুল— টানা দু’টি টি টোয়েন্টি ম্যাচে হাফ সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড গ়ডেছেন রাহুল। কিপিংয়ের পাশাপাশি ওপেন করছেন তিনি। দুটো টি টোয়েন্টিতেই রোহিত দ্রুত ফিরে যাওয়ায় রাহুল ভারতের ইনিংস সামলেছেন। তৃতীয় টি টোয়েন্টিতে রাহুলের দিকে তাকিয়ে কোহালি।

০৪ ১২
বিরাট কোহালি — প্রথম টি টোয়েন্টিতে দুর্দান্ত ক্যাচে তাঁকে ফেরান মার্টিন গাপ্টিল। দ্বিতীয় টি টোয়েন্টিতে অবশ্য রান পাননি কোহালি। ১২ বলে ১১ রান করেন তিনি। বুধবার জিতলেই টি টোয়েন্টি সিরিজ ভারতের। কিউয়িদের মাঠে সিরিজ জিততে হলে কোহালিকে জ্বলে উঠতেই হবে।

বিরাট কোহালি — প্রথম টি টোয়েন্টিতে দুর্দান্ত ক্যাচে তাঁকে ফেরান মার্টিন গাপ্টিল। দ্বিতীয় টি টোয়েন্টিতে অবশ্য রান পাননি কোহালি। ১২ বলে ১১ রান করেন তিনি। বুধবার জিতলেই টি টোয়েন্টি সিরিজ ভারতের। কিউয়িদের মাঠে সিরিজ জিততে হলে কোহালিকে জ্বলে উঠতেই হবে।

০৫ ১২
শ্রেয়স আইয়ার — দুটো টি টোয়েন্টিতেই ব্যাট হাতে সফল শ্রেয়াস আইয়ার। প্রথম টি টোয়েন্টিতে কোহালি ও লোকেশ রাহুল ফিরে যাওয়ার পরেও ভারত-ভক্তদের মনে প্রশ্ন ঘোরাফেরা করছিল, পারবে কি ভারত ম্যাচ বের করতে? এ রকম পরিস্থিতিতে শ্রেয়স আইয়ার ২৯ বলে ৫৮ রান করে জ্বলে ওঠেন। দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে কিউয়িরা ১৩২ রান করে। শ্রেয়াস ফের জ্বলে ওঠেন। ৩৩ বলে ৪৪ রান করেন তিনি। চার নম্বর ব্যাটিং পজিশনে নিজেকে প্রতিষ্ঠা করেছেন শ্রেয়াস আইয়ার।

শ্রেয়স আইয়ার — দুটো টি টোয়েন্টিতেই ব্যাট হাতে সফল শ্রেয়াস আইয়ার। প্রথম টি টোয়েন্টিতে কোহালি ও লোকেশ রাহুল ফিরে যাওয়ার পরেও ভারত-ভক্তদের মনে প্রশ্ন ঘোরাফেরা করছিল, পারবে কি ভারত ম্যাচ বের করতে? এ রকম পরিস্থিতিতে শ্রেয়স আইয়ার ২৯ বলে ৫৮ রান করে জ্বলে ওঠেন। দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে কিউয়িরা ১৩২ রান করে। শ্রেয়াস ফের জ্বলে ওঠেন। ৩৩ বলে ৪৪ রান করেন তিনি। চার নম্বর ব্যাটিং পজিশনে নিজেকে প্রতিষ্ঠা করেছেন শ্রেয়াস আইয়ার।

০৬ ১২
শিবম দুবে — দ্রুত রান তুলতে পারেন। কিউয়িদের বিরুদ্ধে চলতি সিরিজে এখনও পর্যন্ত অবশ্য ব্যাট হাতে বিস্ফোরণ ঘটানোর সুযোগ পাননি।  বল হাতে দ্বিতীয় ম্যাচে একটি উইকেট নেন দুবে। এই বছরেই রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে দুবেকে প্রমাণ করতে হবে।

শিবম দুবে — দ্রুত রান তুলতে পারেন। কিউয়িদের বিরুদ্ধে চলতি সিরিজে এখনও পর্যন্ত অবশ্য ব্যাট হাতে বিস্ফোরণ ঘটানোর সুযোগ পাননি। বল হাতে দ্বিতীয় ম্যাচে একটি উইকেট নেন দুবে। এই বছরেই রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে দুবেকে প্রমাণ করতে হবে।

০৭ ১২
মণীশ পাণ্ডে — মণীশ পাণ্ডের ব্যাটের হাত ভাল। কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে খুব বেশি সুযোগ পাননি তিনি। ইডেন পার্কের প্রথম টি টোয়েন্টিতে দলের প্রয়োজনে শ্রেয়স আইয়ারের সঙ্গে জুটি বাঁধেন। ম্যাচ শেষ করেন শ্রেয়স। দ্বিতীয় ম্যাচে ব্যাট করার সুযোগই পাননি মণীশ।

মণীশ পাণ্ডে — মণীশ পাণ্ডের ব্যাটের হাত ভাল। কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে খুব বেশি সুযোগ পাননি তিনি। ইডেন পার্কের প্রথম টি টোয়েন্টিতে দলের প্রয়োজনে শ্রেয়স আইয়ারের সঙ্গে জুটি বাঁধেন। ম্যাচ শেষ করেন শ্রেয়স। দ্বিতীয় ম্যাচে ব্যাট করার সুযোগই পাননি মণীশ।

০৮ ১২
রবীন্দ্র জাডেজা— দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে তিনি নেন দু’টি উইকেট। জাডেজা বিরাট কোহালির দলের ‘থ্রি-ডি’ ক্রিকেটার। ব্যাটিং, বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংও দারুণ করেন তিনি। রান আটকে রাখার পাশাপাশি উইকেটও নিচ্ছেন জাডেজা। তৃতীয় ম্যাচে বাঁ হাতি অলরাউন্ডারের দিকে তাকিয়ে দল।

রবীন্দ্র জাডেজা— দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে তিনি নেন দু’টি উইকেট। জাডেজা বিরাট কোহালির দলের ‘থ্রি-ডি’ ক্রিকেটার। ব্যাটিং, বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংও দারুণ করেন তিনি। রান আটকে রাখার পাশাপাশি উইকেটও নিচ্ছেন জাডেজা। তৃতীয় ম্যাচে বাঁ হাতি অলরাউন্ডারের দিকে তাকিয়ে দল।

০৯ ১২
নবদীপ সাইনি — শার্দুল ঠাকুরের জায়গায় কোহালি তৃতীয় টি ২০-তে দেখে নিতে পারেন নবদীপ সাইনিকে। দুরন্ত গতিতে বল করতে পারেন তিনি। প্রাক্তন ক্রিকেটাররা তাঁর উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। প্রথম ম্যাচে শার্দুল একটি উইকেট নেন। ৩ ওভারে ৪৪ রান দেন শার্দুল। দ্বিতীয় ম্যাচেও একটি উইকেট নেন তিনি। দু’ ওভারে ২১ রান খরচ করেন শার্দুল। তৃতীয় ম্যাচে সাইনি খেললে বোলিং বিভাগ আরও শক্তিশালী হবে। কিউয়িদের পিচে সিম বোলাররা সাহায্য পান। সাইনি বলকে কথা বলাতে পারেন।

নবদীপ সাইনি — শার্দুল ঠাকুরের জায়গায় কোহালি তৃতীয় টি ২০-তে দেখে নিতে পারেন নবদীপ সাইনিকে। দুরন্ত গতিতে বল করতে পারেন তিনি। প্রাক্তন ক্রিকেটাররা তাঁর উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। প্রথম ম্যাচে শার্দুল একটি উইকেট নেন। ৩ ওভারে ৪৪ রান দেন শার্দুল। দ্বিতীয় ম্যাচেও একটি উইকেট নেন তিনি। দু’ ওভারে ২১ রান খরচ করেন শার্দুল। তৃতীয় ম্যাচে সাইনি খেললে বোলিং বিভাগ আরও শক্তিশালী হবে। কিউয়িদের পিচে সিম বোলাররা সাহায্য পান। সাইনি বলকে কথা বলাতে পারেন।

১০ ১২
যুজবেন্দ্র চহাল— কোহালির হাতের অন্যতম তাস চহাল। কিউয়িদের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টিতে একটি উইকেট নেন। দ্বিতীয় টি টোয়েন্টিতে উইকেট নিতে পারেননি তিনি। নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা আক্রমণের রাস্তা নেন তাঁর বিরুদ্ধে। তৃতীয় ম্যাচে চহালের কাছ থেকে উইকেট চাইছেন কোহালি।

যুজবেন্দ্র চহাল— কোহালির হাতের অন্যতম তাস চহাল। কিউয়িদের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টিতে একটি উইকেট নেন। দ্বিতীয় টি টোয়েন্টিতে উইকেট নিতে পারেননি তিনি। নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা আক্রমণের রাস্তা নেন তাঁর বিরুদ্ধে। তৃতীয় ম্যাচে চহালের কাছ থেকে উইকেট চাইছেন কোহালি।

১১ ১২
মহম্মদ শামি— ঘরের মাঠে আগুন জ্বালিয়েছেন। নিউজিল্যান্ডের সিম বোলিং সহায়ক পিচে শামি কিন্তু একেবারেই নজর কাড়তে পারেননি প্রথম দু’টি টি টোয়েন্টিতে। প্রথম ম্যাচে ৪ ওভারে দেন ৫৩ রান। দ্বিতীয় টি টোয়েন্টিতে চার ওভারে খরচ করেন ২২ রান। একটি উইকেটও নিতে পারেননি তিনি। তৃতীয় ম্যাচে বাংলার পেসার কি জ্বলে উঠতে পারবেন?

মহম্মদ শামি— ঘরের মাঠে আগুন জ্বালিয়েছেন। নিউজিল্যান্ডের সিম বোলিং সহায়ক পিচে শামি কিন্তু একেবারেই নজর কাড়তে পারেননি প্রথম দু’টি টি টোয়েন্টিতে। প্রথম ম্যাচে ৪ ওভারে দেন ৫৩ রান। দ্বিতীয় টি টোয়েন্টিতে চার ওভারে খরচ করেন ২২ রান। একটি উইকেটও নিতে পারেননি তিনি। তৃতীয় ম্যাচে বাংলার পেসার কি জ্বলে উঠতে পারবেন?

১২ ১২
যশপ্রীত বুমরা— ইডেন পার্কের প্রথম টি টোয়েন্টিতে বুমরা একটি উইকেট নেন। দ্বিতীয় টি টোয়েন্টিতেও একটি উইকেট নেন। বুমরা এখনও পুরনো ছন্দ ফিরে পাননি। তৃতীয় টি টোয়েন্টিতে বুমরার দিকে লক্ষ্য রাখবেন ভারতের ক্রিকেটপ্রেমীরা।

যশপ্রীত বুমরা— ইডেন পার্কের প্রথম টি টোয়েন্টিতে বুমরা একটি উইকেট নেন। দ্বিতীয় টি টোয়েন্টিতেও একটি উইকেট নেন। বুমরা এখনও পুরনো ছন্দ ফিরে পাননি। তৃতীয় টি টোয়েন্টিতে বুমরার দিকে লক্ষ্য রাখবেন ভারতের ক্রিকেটপ্রেমীরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE