Advertisement
১১ মে ২০২৪
Rishabh Pant

বিশ্বকাপের আশা এখনও বেঁচে পন্থ-রায়ুডুর, জেনে নিন কীভাবে 

ঘটনাপ্রবাহে মোড়। বিশ্বকাপের আশা এখনও বেঁচে রয়েছে রায়ুডু ও পন্থের।

আশা বেঁচে রয়েছে পন্থের। ছবি: এপি।

আশা বেঁচে রয়েছে পন্থের। ছবি: এপি।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০১৯ ১৯:৫৭
Share: Save:

বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার ক্ষীণ সম্ভাবনা এখনও রয়েছে ঋষভ পন্থ ও অম্বাতি রায়ুডুর।

ভারতের বিশ্বকাপ দল ঘোষণার পরে দুই ক্রিকেটারকে নিয়ে প্রবল আলোড়ন তৈরি হয় ভারতীয় ক্রিকেটে। এ দিন দু’ জনকে স্ট্যান্ড বাই হিসেবে রাখার কথা ঘোষণা করা হয়েছে। চোটের জন্য ঘোষিত দলের কেউ যদি শেষ মুহূর্তে ছিটকে যান, তা হলে ভাগ্য খুলে যেতে পারে পন্থ বা রায়ুডুর। নবদীপ সাইনিকেও স্ট্যান্ড বাই হিসেবে রেখে দেওয়া হয়েছে। অর্থাৎ পন্থ ও রায়ুডুর আশা পুরোদস্তুর শেষ হয়ে যাচ্ছে না।

বিশ্বকাপের দল থেকে রায়ুডু ও পন্থ ছিটকে যাওয়ার পরে প্রাক্তন ক্রিকেটাররা দল নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে দেন। রায়ুডু নিজেও সোশ্যাল মিডিয়ায় নির্বাচকদের ঘুরিয়ে কটাক্ষ করেন। তার পরেই ঘটনাপ্রবাহে মোড়। বোর্ডের এক সিনিয়র আধিকারিক জানান, ‘‘আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মতো তিন জনকে স্ট্যান্ড বাই হিসেবে ভাবা হয়েছে। ঋষভ পন্থ ও অম্বাতি রায়ুডু প্রথম ও দ্বিতীয় স্ট্যান্ড বাই। সাইনিও রয়েছে তালিকায়। কেউ যদি চোট পায় তাহলে ওদের মধ্যে থেকে একজন ঢুকে যাবে মূল দলে।’’

আরও পড়ুন: রায়ুডুর বাদ পড়া কি ভুল সিদ্ধান্ত? পরিসংখ্যান কিন্তু অন্য কথা বলছে

আরও পড়ুন: বিশ্বকাপের দলে নেই রায়ুডু, ভারতের দল নির্বাচন নিয়ে প্রশ্ন আইসিসি-র

শেষ মুহূর্তে তিন জন স্ট্যান্ড বাইয়ের আশা পূরণ হয় কিনা, সেটাই এখন দেখার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rishabh Pant Ambati Rayudu World Cup
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE