Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Sachin Tendulkar

এখন খেললে ১.৩ লক্ষ রান করত সচিন: শোয়েব

সব ধরনের ক্রিকেট মিলিয়ে ৬৬৪টি ম্যাচ খেলে সচিন মোট ৩৪,৩৫৭ আন্তর্জাতিক রান করেছেন।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২২ মে ২০২০ ০২:৩৯
Share: Save:

শোয়েব আখতার বলে দিলেন, সচিন তেন্ডুলকরের সঙ্গে বিরাট কোহালির তুলনা করা উচিত নয়, কারণ অনেক কঠিন সময়ে ক্রিকেট খেলেও দুরন্ত সব নজির গড়েছেন সচিন। ‘‘সব চেয়ে কঠিন এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সময়ে সচিন ক্রিকেট খেলেছে। এখন খেললে সচিন হয়তো ১.৩০ লক্ষ রান করত। তাই সচিনের সঙ্গে বিরাট কোহালির তুলনা করা কখনওই ঠিক নয়,’’ একটি ভিডিয়ো কথোপকথনে বলেছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। যাঁর সঙ্গে সচিনের দ্বৈরথ ছিল তাঁদের সময়ে ক্রিকেটের অন্যতম সেরা আকর্ষণ।

সব ধরনের ক্রিকেট মিলিয়ে ৬৬৪টি ম্যাচ খেলে সচিন মোট ৩৪,৩৫৭ আন্তর্জাতিক রান করেছেন। সঙ্গে ১০০টি শতরানের মালিক। কোহালির এখনও পর্যন্ত ৪১৬ ম্যাচে সংগ্রহ ২১,৯০১ রান। শোয়েবের ‘এক লক্ষ তিরিশ হাজার রান’ জাতীয় মন্তব্য তাই বাস্তবে হয়তো অসম্ভব ছিল। তবে তাঁর মতো অনেকেই মানেন, সচিনের সময়ে প্রতিপক্ষ বোলারের গুণগত মান এখনকার তুলনায় অনেক ভাল ছিল।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE