Advertisement
২৬ এপ্রিল ২০২৪

বারো বছর পরে ফের চার বলে চার শিকার

তাঁর গতির ঝড়ের সামনে দাঁড়াতে পারেনি  নিউজ়িল্যান্ড। শ্রীলঙ্কার ১২৫-৮ তাড়া করতে গিয়ে ১৬ ওভারে ৮৮ রানেই শেষ হয়ে যায় ইনিংস। মালিঙ্গার বোলিং পরিসংখ্যান দাঁড়ায় ৪-১-৬-৫।

হুঙ্কার: মালিঙ্গা-গোলায় বিধ্বস্ত নিউজ়িল্যান্ড। শুক্রবার। এএফপি

হুঙ্কার: মালিঙ্গা-গোলায় বিধ্বস্ত নিউজ়িল্যান্ড। শুক্রবার। এএফপি

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০১৯ ০৫:৪১
Share: Save:

চার বলে চার উইকেট! ৩৬ বছরের লাসিথ মালিঙ্গার গতির সামনে খড়কুটোর মতো উড়ে গেল নিউজ়িল্যান্ড।

শুক্রবার পাল্লেকেলে স্টেডিয়ামে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ফের নতুন কীর্তি গড়লেন শ্রীলঙ্কার ডান হাতি পেসার। নিজের দ্বিতীয় ওভারের শেষ চার বলে তিনি ফিরিয়ে দেন কলিন মুনরো, হামিশ রাদারফোর্ড, কলিন ডি গ্র্যান্ডহোম ও রস টেলরকে। আন্তর্জাতিক ক্রিকেটে এই নিয়ে দ্বিতীয় বার চার বলে চার উইকেট। এর আগে ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচে চার বলে চার উইকেট নেন তিনি। পাশাপাশি এ দিনই টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম বোলার হিসেবে ১০০ উইকেটও নিলেন মালিঙ্গা। কলিন মুনরোকে ফিরিয়ে উইকেট-সেঞ্চুরি পূর্ণ করেন।

তাঁর গতির ঝড়ের সামনে দাঁড়াতে পারেনি নিউজ়িল্যান্ড। শ্রীলঙ্কার ১২৫-৮ তাড়া করতে গিয়ে ১৬ ওভারে ৮৮ রানেই শেষ হয়ে যায় ইনিংস। মালিঙ্গার বোলিং পরিসংখ্যান দাঁড়ায় ৪-১-৬-৫। শুধু তাই নয়। অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে তৃতীয় ক্রিকেটার হিসেবে পেলেন পাঁচ উইকেট। তাঁর একান্ত ভক্ত, ভারতীয় পেসার যশপ্রীত বুমরা টুইট করেছেন, ‘‘ইতিহাসের কারিগর মালিঙ্গা সত্যিই অসাধারণ।’’ ম্যাচের সেরা মালিঙ্গা বলেছেন, ‘‘শেষ দুই ম্যাচে আমরা ভাল খেলতে পারিনি। তাই দর্শকরা আমাদের থেকে এমন ক্রিকেটই আশা করছিলেন।’’ নিজের হ্যাটট্রিক নিয়ে মালিঙ্গার মন্তব্য, ‘‘তেমন কিছু মনে হচ্ছে না। যেমন ভাবে বল করি, সেটাই ধরে রেখেছিলাম। তবে মুহূর্তটা অবশ্যই আনন্দের।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE