Advertisement
২৬ এপ্রিল ২০২৪

হেরেও শ্রীকান্ত থাকলেন হৃদয়ে

বুধবার ভোর রাতে ব্যাডমিন্টনে বিশ্বের দু’নম্বরকে হারিয়ে পিভি সিন্ধু মহিলাদের সিঙ্গলসে সেমিফাইনালে যাওয়ার পর গোটা দেশ স্বপ্ন দেখতে শুরু করেছিল তাঁকে নিয়েও। কিন্তু সিন্ধু পারলেও কিদম্বি শ্রীকান্ত পারলেন না পুরুষদের সিঙ্গলসে কোয়ার্টার ফাইনালের বাধা টপকাতে। সকালে সিন্ধুর সেমিফাইনালে যাওয়ার আনন্দ তাই কিছুটা ম্লান বিকেলে শ্রীকান্তের হারের পর।

সংবাদ সংস্থা
রিও দে জেনেইরো শেষ আপডেট: ১৮ অগস্ট ২০১৬ ০৪:০৭
Share: Save:

বুধবার ভোর রাতে ব্যাডমিন্টনে বিশ্বের দু’নম্বরকে হারিয়ে পিভি সিন্ধু মহিলাদের সিঙ্গলসে সেমিফাইনালে যাওয়ার পর গোটা দেশ স্বপ্ন দেখতে শুরু করেছিল তাঁকে নিয়েও। কিন্তু সিন্ধু পারলেও কিদম্বি শ্রীকান্ত পারলেন না পুরুষদের সিঙ্গলসে কোয়ার্টার ফাইনালের বাধা টপকাতে। সকালে সিন্ধুর সেমিফাইনালে যাওয়ার আনন্দ তাই কিছুটা ম্লান বিকেলে শ্রীকান্তের হারের পর।

অন্ধ্রপ্রদেশের গুন্টুরের ছেলে এ দিন হারলেন চিনের দু’ বারের অলিম্পিক্স চ্যাম্পিয়ন ও বিশ্বের তিন নম্বর ব্যাডমিন্টন খেলোয়াড় লিন ডানের কাছে। ম্যাচের ফল ২১-৬, ১১-২১ ও ২১-১৮। অভিনব বিন্দ্রা যেমন টুইট করেছেন—‘রেসপেক্ট, রেসপেক্ট, রেসপেক্ট শ্রীকিদম্বি। তোমার জন্য রইল আমার শ্রদ্ধা।’ শুধু রিওতে যাওয়া ভারতের অলিম্পিক্স টিমের সদস্যরাই নন, শ্রীকান্তের মরিয়া লড়াইয়ের প্রশংসা করেছেন অমিতাভ বচ্চন, সচিন তেন্ডুলকররাও। শ্রীকান্তকে উল্লেখ করে অমিতাভের টুইট, ‘শ্রীকিদম্বি কী অসাধারণ ম্যাচ খেললে তুমি। অসাধারণ সাহস ও দৃঢ় মনোভাব। দেশকে গর্বিত করলে তুমি। আমার কাছে তুমিই চ্যাম্পিয়ন।’ আর সচিন তেন্ডুলকর ম্যাচের পরেই টুইট করে শ্রীকান্তকে শুভেচ্ছা জানিয়ে, ‘কঠিন লড়াই হল রিওতে। দু’বারের চ্যাম্পিয়নের বিরুদ্ধে। ভাগ্য খারাপ! তুমি সত্যিই ভাল খেলেছো। আমরা তোমার জন্য গর্বিত কিদম্বি।’ শ্রীকান্তের ম্যাচের আগেই তাঁকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছিলেন গৌতম গম্ভীর। ম্যাচের পর তিনিও টুইটে শ্রীকান্তের মরিয়া লড়াই নিয়ে উচ্ছ্বসিত। তিনি লিখেছেন, ‘তরুণ কিদম্বি শ্রীকান্তের লড়াই দেখার পর মুখের ভাষা হারিয়ে ফেলেছি। ম্যাচ হারলেও তুমি হৃদয় জিতেছ।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Srikanth Kidambi Rio Oympics
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE