Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Sports News

টি২০ দিয়ে ক্রিকেটে ফিরতে পারেন স্মিথ

স্মিথ হয়ত ফিরছেন কানাডায় টি২০ গ্লোবাল টুর্নামেন্ট দিয়ে। ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথকে গ্রেড ক্রিকেট খেলার ছাড়পত্র দেওয়া হয়েছে। যার ফলে দু’জনেই সিডনিতে যাঁর যাঁর ক্লাবের হয়ে খেলতে পারবেন।

স্টিভ স্মিথ। —ফাইল চিত্র।

স্টিভ স্মিথ। —ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
সিডনি শেষ আপডেট: ১৮ মে ২০১৮ ১৮:২২
Share: Save:

তাঁকে ক্রিকেট অস্ট্রেলিয়া ১২ মাসের জন্য নির্বাসিত করেছেন। কারণ, অবশ্যই তাঁর নেতৃত্বে এবং তাঁদেরই নির্দেশে দক্ষিণ আফ্রিকার মাটিতে একটি টেস্ট ম্যাচে বল বিকৃতির ঘটনা ঘটেছিল। তার পরই নির্বাসিত করা হয় তাঁকে। কিন্তু এ বার একে একে সকলেই ফিরছেন ক্রিকেটে। তবে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা হচ্ছে না কারও।

স্মিথ হয়ত ফিরছেন কানাডায় টি২০ গ্লোবাল টুর্নামেন্ট দিয়ে। ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথকে গ্রেড ক্রিকেট খেলার ছাড়পত্র দেওয়া হয়েছে। যার ফলে দু’জনেই সিডনিতে যাঁর যাঁর ক্লাবের হয়ে খেলতে পারবেন। এখন যা খবর প্রাক্তন অস্ট্রেলিয়া অধিনায়ক এক মাসের মধ্যেই ক্রিকেটে ফিরবেন। টুর্নামেন্টের আয়োজকরাই স্মিথকে খেলার জন্য আবেদন জানিয়েছেন। ক্রিকেট অস্ট্রেলিয়া খেলার ছাড়পত্র দিয়েছে।

ব্যানক্রফট ও ওয়ার্নার আগেই ক্লাব ক্রিকেট খেলার ছাড়পত্র পেয়ে গিয়েছিলেন। প্রাক্তন সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার ইতিমধ্যেই সিডনির ক্লাব র‌্যান্ডউইক পিটারশামের হয়ে খেলার কথা জানিয়ে দিয়েছেন। স্মিথ ও ওয়ার্নারের আইপিএল খেলার কথা থাকলেও নির্বাসনের জন্য সেই সময় তাঁদের দল থেকে বাদ দেওয়া হয়।

আরও পড়়ুন
‘স্পাইডারম্যান’ ডিভিলিয়ার্সে মুগ্ধ কোহালি, প্লে-অফের দৌড়ে আরসিবি

ছয় দলের গ্লোবাল টি২০ কানাডা টুর্নামেন্টটি হবে ২৮ জুন থেকে ১৬ জুলাই। ছ’টি দলের মধ্যে রয়েছে ক্যারিবিয়ান অল-স্টার, টরোন্টো ন্যাশনালস, মন্ট্রিয়াল টাইগার্স, ওটাওয়া রয়্যালস, ভ্যানকুভার নাইটস ও উইনিপেগ হকস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE