Advertisement
২৬ এপ্রিল ২০২৪

হ্যাট্রিকের স্বপ্ন ভঙ্গ হল সুশীল কুমারের

আজ সুশীল কুমারের মামলা খারিজ করে দিল আদালত। ৭৪ কেজি বিভাগে নরসিংহ যাদবের সঙ্গে ট্রায়াল বাতিল হয়ে যাওয়ায় রিও অলিম্পিক্সে আর যাওয়া হচ্ছে না সুশীল কুমারের। তাঁর বদলে রিওতে ভারতের প্রতিনিধিত্ব করবেন নরসিংহ যাদব।

স্বপন সরকার
নয়াদিল্লি শেষ আপডেট: ০৬ জুন ২০১৬ ১৭:১৫
Share: Save:

আজ সুশীল কুমারের মামলা খারিজ করে দিল আদালত। ৭৪ কেজি বিভাগে নরসিংহ যাদবের সঙ্গে ট্রায়াল বাতিল হয়ে যাওয়ায় রিও অলিম্পিক্সে আর যাওয়া হচ্ছে না সুশীল কুমারের। তাঁর বদলে রিওতে ভারতের প্রতিনিধিত্ব করবেন নরসিংহ যাদব।

সুতরাং সুশীল কুমারের পরপর তিনটে অলিম্পিক্স পদক জেতার স্বপ্নও চুরমার হয়ে গেল আজ। বেজিং ও লন্ডন অলিম্পিক্সে পদক জিতে সুশীল কুমারই প্রথম ভারতীয় খেলোয়াড় যিনি পরপর দুটো অলিম্পিক্স পদক জিতে নেন।

কুস্তি ফেডারেশনের কাছে ট্রায়াল দিতে চেয়ে বিফল হবার পর সুশীল কুমার বাধ্য হয়ে দিল্লি হাইকোর্টের দারস্থ হন এই আশা নিয়ে যে হাইকোর্ট তাঁর সপক্ষে রায় দেবেন।

কিন্তু দিল্লির উচ্চ আদালতও সুশীলের কেস খারিজ করে দেয়। বিচারপতি মনমোহন বলেন ‘‘সুশীলের কেসে আমরা কোনও মেরিট দেখতে না পেয়ে কেসটি খারিজ করে দিচ্ছি।’’

ভারতের জন্য ৭৪কেজি বিভাগে রিওর ছাড়পত্র আগেই পেয়েছিলেন নরসিংহ যাদব গতবছর লাস ভেগাসে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জিতে।

সুশীল কুমারের বক্তব্য ছিল নরসিংহ লাস ভেগাসে পদক জিতে রিও অলিম্পিক্সের ছাড়পত্র পেয়েছিল দেশের জন্য। নিজের জন্য নয়। সুতরাং ফেডারেশনের উচিৎ ছিল দুজনের মধ্যে ট্রায়াল করিয়ে যে সেরা তাঁকে রিওতে পাঠানো। কিন্তু ফেডারেশন সুশীলের এই দাবীকে খারিজ করে দেওয়ায় সুশীল বাধ্য হয়ে দিল্লি হাইকোটের্র দ্বারস্থ হয়েছিলেন।

এর মধ্যে দিল্লি হাইকোটের্র বিচারপতি মনমোহন সরাসরি সুশীলের উকিলকে প্রশ্ন করেছিলেন ২০১৪ পর প্রায় দেড়বছর সুশীল কোনও প্রতিযোগিতায় কেন অংশগ্রহন করেননি। তা হলে কী ভাবে তিনি নরসিংহর সঙ্গে ট্রায়ালের দাবী করছেন?

অন্যদিকে ফেডারেশনের উকিল কোর্টকে জানান যে এই বছর জর্জিয়ায় ফেডারেশন ভারতীয় কুস্তিগীরদের ট্রেনিং করতে একটি ট্রেনিং সেন্টারে পাঠিয়েছিলেন। সে‌ই দলে সুশীলও ছিলেন। কিন্তু সুশীল ভারতীয় কুস্তিগীরদের সঙ্গে সেই সেন্টারে অনুশীলন না করে চলে গিয়েছিলেন অন্য একটি শিবিরে। ফেডারেশন সুশীলের এই ব্যাবহার ভাল চোখে দেখেনি। ফলে কোনও কিছুই সুশীলের পক্ষে যায়নি।

আরও খবর

সুশীল-নরসিংহর লড়াইয়ে সমস্যায় সব কুস্তিগীররা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE