Advertisement
২৬ এপ্রিল ২০২৪

ধর্মশালা থেকে ম্যাচ সরে যাওয়াটা একটা দুর্ঘটনা: সৌরভ গঙ্গোপাধ্যায়

ধর্মশালা থেকে ম্যাচ চলে এসেছে কলকাতায়। খুশি সৌরভ গঙ্গোপাধ্যায়। কিন্তু নিরাপত্তার কারণে এভাবে ভেন্যু বদলে যাওয়াটাকে দুঃখজনকই বলছেন সৌরভ। পাশাপাশি ম্যাচ আয়োজন করতে যে তাঁদের কোনও অসুবিধে নেই সেটাও আগেই জানিয়ে দিয়েছিলেন তিনি। বুধবার এই ম্যাচ নিয়ে তিনি যা বললেন...

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ মার্চ ২০১৬ ২২:২৭
Share: Save:

ধর্মশালা থেকে ম্যাচ চলে এসেছে কলকাতায়। খুশি সৌরভ গঙ্গোপাধ্যায়। কিন্তু নিরাপত্তার কারণে এভাবে ভেন্যু বদলে যাওয়াটাকে দুঃখজনকই বলছেন সৌরভ। পাশাপাশি ম্যাচ আয়োজন করতে যে তাঁদের কোনও অসুবিধে নেই সেটাও আগেই জানিয়ে দিয়েছিলেন তিনি। বুধবার এই ম্যাচ নিয়ে তিনি যা বললেন...

ইডেনের ম্যাচ আয়োজন

আমরা তৈরি। আমার মনে হয় না এই ম্যাচ আয়োজন করাটা কোনও বাড়তি সমস্যা হবে। এটা শুধু একটা অন্য দল আসবে, খেলবে আর চলে যাবে। আমাদের দায়িত্ব ম্যাচটাকে আয়োজন করা। নিরাপত্তা ব্যবস্থা কঠোর থাকবে।

ধর্মশালাতে ম্যাচ করতে না পারা

এটা একটা দুর্ঘটনা, দুঃখজনক। হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন ও অনুরাগ ঠাকুরের কথা ভেবে খারাপ লাগছে। খারাপ লাগছে হিমাচলের মানুষের কথা ভেবেও। এটা দেশের সেরা স্টেডিয়াম যেখানে খুব সহজেই ম্যাচ করা যেত। অবশ্য ২০১১ সালেও আমরা ম্যাচ হারিয়েছিলাম।

বিসিসিআইকে ধন্যবাদ

এই ম্যাচটি আমাদের দেওয়ায় ধন্যবাদ। আমরা বিসিসিআইকে অনুরোধ করেছিলাম আমরা কোনও ভারতের ম্যাচ পাইনি। সেদিক থেকে দেখতে গেলে বাকি বাকি সাতটি ভেন্যুই ভারতের ম্যাচ পেয়েছে। বিসিসিআই সব সময় বলেছে তোমাদের কাছে ফাইনাল আছে।

ইডেন নিয়ে

আমরা বিশ্বের সেরা স্টেডিয়ামগুলির মধ্যে একটি। মাঠও দারুণ। শুধু ইডেন কেন পুরো ভারতে ২০টি ভেন্যু রয়েছে যেখানে বিশ্বকাপের ম্যাচ হতে পারে। সারা দেশে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম রয়েছে।

নতুন ম্যাচের পরিকল্পনা

পরিকল্পনা আর প্রস্তুতি কোনও কঠিন কাজ নয়। সব ম্যাচের জন্যই পরিকল্পনা থাকে। আমারা চেষ্টা করব সব ম্যাচেই যাতে সেরা ব্যবস্থা দেওয়া যায়। আসল কাজ পুরো ব্যবস্থাটা ভাগাবাগি করে নেওয়া। যেটা আমাদের করতে হবে।

আরও খবর

প্রশাসক সৌরভের অভিষেকেই সেঞ্চুরি

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sourav Ganguly Eden Garden India Pakistan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE