Advertisement
১১ মে ২০২৪
Sports News

কোহালিকে স্বীকৃতি আইসিসি দিল না, ক্রিকেট অস্ট্রেলিয়া দিল

আইসিসি তাদের বর্ষসেরা টেস্ট টিমে বিরাট কোহালিকে রাখেনি। ক্রিকেট অস্ট্রেলিয়া তার চব্বিশ ঘণ্টা পরে প্রকাশিত নিজেদের বর্ষসেরা টেস্ট টিমে কোহালিকে শুধু রাখলই না, রাখল অধিনায়ক হিসেবে।

শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৬ ০৩:৪৬
Share: Save:

আইসিসি তাদের বর্ষসেরা টেস্ট টিমে বিরাট কোহালিকে রাখেনি। ক্রিকেট অস্ট্রেলিয়া তার চব্বিশ ঘণ্টা পরে প্রকাশিত নিজেদের বর্ষসেরা টেস্ট টিমে কোহালিকে শুধু রাখলই না, রাখল অধিনায়ক হিসেবে।

১৪ সেপ্টেম্বর ২০১৫ থেকে ২০ সেপ্টেম্বর ২০১৬— এই সময়সীমায় পারফরম্যান্সের ভিত্তিতে টেস্ট টিম তৈরি করেছে আইসিসি। অস্ট্রেলীয় বোর্ড অবশ্য ক্যালেন্ডার বছরে টেস্ট পারফরম্যান্স দেখে তাদের টিম তৈরি করেছে। মজার হল, স্টিভ স্মিথকে সেই টিমে অধিনায়ক না করে বিরাট কোহালিকে ক্যাপ্টেন করে দেওয়া। আইসিসি টিমে দ্বাদশ ব্যক্তি ছিলেন স্মিথ। ক্রিকেট অস্ট্রেলিয়া স্বভাবতই তাঁকে প্রথম এগারোয় রেখেছে। তবে চলতি বছর টেস্টে ধারাবাহিকতা না থাকা ডেভিড ওয়ার্নার টিমে নেই। আইসিসির জোড়া পুরস্কার পাওয়া রবিচন্দ্রন অশ্বিনও টিমে রয়েছেন। এ দিন তাদের ওয়েবসাইটে প্রকাশিত এই টিমে আইসিসি টিম থেকে ছ’টা বদল করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা টেস্ট টিম এ রকম: আজহার আলি (পাকিস্তান), জো রুট (ইংল্যান্ড), স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া), বিরাট কোহালি (ভারত, অধিনায়ক), বেন স্টোকস (ইংল্যান্ড), জনি বেয়ারস্টো (ইংল্যান্ড), কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা, উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন (ভারত), রঙ্গনা হেরাথ (শ্রীলঙ্কা), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Virat Kohli ICC Cricket Australia
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE