Advertisement
০৮ মে ২০২৪
Cricket

ম্যাচ পিছু মেসি-রোনাল্ডোর দ্বিগুণেরও বেশি দৌড়ন কোহালি!

কোহালি দারুণ ফিট একজন ক্রিকেটার। দেশের অন্য ক্রীড়াবিদরা নিজেদের ফিট রাখার জন্য কোহালি-মডেল অনুসরণ করে থাকেন।

দৌড়ে মেসি-রোনাল্ডোকেও ছাপিয়ে গিয়েছেন কোহালি। —ফাইল চিত্র।

দৌড়ে মেসি-রোনাল্ডোকেও ছাপিয়ে গিয়েছেন কোহালি। —ফাইল চিত্র।

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২০ ১৫:৪২
Share: Save:

পুরোদস্তুর একটা ফুটবল ম্যাচে লিয়োনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা যতটা দৌড়ন, বাইশ গজে ভারত অধিনায়ক বিরাট কোহালি তার থেকেও বেশি দৌড়ন! ভারতীয় ক্রিকেটের নির্বাচকমণ্ডলীর চেয়ারম্যান এমএসকে প্রসাদের দাবি অন্তত তেমনই।

হিসেব করে দেখা গিয়েছে ৯০ মিনিটে আর্জেন্টাইন মহাতারকা ৭.৬ কিলোমিটার দৌড়ন। ‘সিআর সেভেন’ প্রায় ৮.৩৮ কিলোমিটার দৌড়ে থাকেন। প্রসাদ এক সাক্ষাৎকারে দাবি করেছেন, বড় ইনিংস খেলার সময়ে বাইশ গজে কোহালি প্রায় ১৭ কিলোমিটার দৌড়ন।

বিসিসিআই-এর সঙ্গে চুক্তিবদ্ধ প্রতিটি ক্রিকেটার সম্পর্কে এ রকমই সব তথ্য পাওয়া সম্ভব। জিপিএস ট্র্যাক করে ক্রিকেটাররা কতটা দৌড়ন, তা জেনে নেওয়া যায়। এক সাক্ষাৎকারে প্রসাদ বলেছেন, ‘‘প্র্যাকটিস সূচি দেখলেই বোঝা যাবে প্রতিটি ক্রিকেটারকে কতটা ওয়ার্ক লোড নিতে হয়। বড় ইনিংস খেলার সময়ে কোহালিই তো ১৭ কিলোমিটার দৌড়য়।’’

আরও পড়ুন: সায় নেই ফ্র্যাঞ্চাইজিদের, প্রশ্নের মুখে সৌরভের প্রস্তাবিত অল স্টার ম্যাচের ভবিষ্যৎ

কোহালি দারুণ ফিট একজন ক্রিকেটার। দেশের অন্য ক্রীড়াবিদরা নিজেদের ফিট রাখার জন্য কোহালি-মডেল অনুসরণ করে থাকেন। বাইশ গজের ভিতরে এক রানকে দু’রানে পরিণত করতে পারেন কোহালি। ফিল্ডিং করার সময়েও দারুণ ক্ষিপ্র তিনি। নিউজিল্যান্ডে অস্বাভাবিক সব রান আউট করতে দেখা গিয়েছে তাঁকে। কোহালি নিজেকে নিয়ে গিয়েছেন অন্য এক উচ্চতায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Virat Kohli Cristiano Ronaldo Lionel Messi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE