Advertisement
১১ মে ২০২৪

ফেসবুকে ভক্তদের বার্তা বিরাটের

তিনি ব্যথিত, হতাশ। কিন্তু হাল ছেড়ে দিতে রাজি নন। পরের টেস্টে ঘুরে দাঁড়ানোর চেষ্টা যে ছাড়বেন না, সেই প্রতিশ্রুতি দিয়ে দেশের ক্রিকেটপ্রেমীদের কাছে দলের ওপর ভরসা রাখার আবেদন জানালেন বিরাট কোহালি। 

বিরাট কোহালি। ছবি: রয়টার্স।

বিরাট কোহালি। ছবি: রয়টার্স।

নিজস্ব প্রতিবেদন 
শেষ আপডেট: ১৫ অগস্ট ২০১৮ ০৬:১৪
Share: Save:

তিনি ব্যথিত, হতাশ। কিন্তু হাল ছেড়ে দিতে রাজি নন। পরের টেস্টে ঘুরে দাঁড়ানোর চেষ্টা যে ছাড়বেন না, সেই প্রতিশ্রুতি দিয়ে দেশের ক্রিকেটপ্রেমীদের কাছে দলের ওপর ভরসা রাখার আবেদন জানালেন বিরাট কোহালি।

চলতি সফরে বার্মিংহামে হারের পরে লর্ডসে দ্বিতীয় টেস্টে আরও শোচনীয় ভাবে হারে ভারত। শনিবার থেকে তৃতীয় টেস্টে ভারত ঘুরে দাঁড়াতে না পারলে সিরিজ হারতে হতে পারে তাঁদের। এ দিকে কোহালিকে ভোগাচ্ছে পিঠের ব্যথা। সব মিলিয়ে বেশ কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছেন ভারত অধিনায়ক। সেই জন্যই ফেসবুকে এক আবেগপূর্ণ বার্তা দিয়েছেন ভক্তদের। ভারত অধিনায়ক লিখেছেন, ‘‘কখনও আমরা জিতি। অন্য সময় শিখি। আমাদের উপর থেকে আস্থা হারাবেন না। আমরাও সব সময় আপনাদের উপর আস্থা রেখে যাব। এগিয়ে যেতে হবে।’’

লর্ডসে হারের পরে কোহালি বলেছিলেন, ‘‘আমরা যা যা ভুল করেছি, সেগুলো থেকেই শিক্ষা নিতে হবে আমাদের। আর সেই শিক্ষাগুলোই আমাদের ঘুরে দাঁড়াতে সাহায্য করতে পারে।’’ শনিবার টেস্ট শুরু হলে থেকে বোঝা যাবে, সেই ভুলগুলো শুধরে নিতে পারলেন কি না ভারতীয় ব্যাটসম্যানেরা।

বয়কটের সমালোচনা: ভারতীয় ব্যাটিংয়ের প্রবল সমালোচনা করলেন এ বার প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক জেফ্রি বয়কট। চলতি ইংল্যান্ড সফরে ০-২ পিছিয়ে থাকা ভারতীয় দলের ব্যাটিং নিয়ে ব্রিটিশ মিডিয়ায় নিজের কলামে বয়কট লিখেছেন, ‘‘সিরিজে এখনও পর্যন্ত ভারতীয় ক্রিকেটারেরা তাদের সমর্থকদের হতাশই করে চলেছে। ভারতের ব্যাটিং ভীষণ কাঁচা, দায়িত্বজ্ঞানহীন। প্রায় নির্বোধের মতো ব্যাটিংই বলা যায়। আউটসুংইয়ের ফাঁদে পড়ে যে ভাবে ড্রাইভ করতে ব্যাট বাড়িয়ে দিচ্ছে তা চিন্তা-ভাবনা না করে খেলার লক্ষণ।’’ বয়কট আরও বলেছেন, ‘‘সোজাসুজি আসা আউটসুইং‌ মিডউইকেটের দিকে মারতে গিয়ে ব্যাটসম্যানের বোল্ড হয়ে যাওয়া বা স্লিপে ক্যাচ দিয়ে বসাটা নির্বুদ্ধিতা। এই সময় প্যাড বাড়িয়ে সামনের দিকে শট

নিতে যেতেই নেই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE