Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Cricket

ম্যাঞ্চেস্টারে ঋদ্ধির কাঁধে অস্ত্রোপচার চলল তিন ঘণ্টা

এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত যখন সিরিজের প্রথম টেস্ট খেলতে নামল, তখনই ম্যাঞ্চেস্টারে অস্ত্রোপচার চলল ঋদ্ধিমানের। যা সফল হয়েছে। ভাল আছেন ঋদ্ধি।

শেষ আপডেট: ০১ অগস্ট ২০১৮ ২০:০৪
Share: Save:

ঋদ্ধিমান সাহার কাঁধের অস্ত্রোপচার সফল। বুধবার সকালে ম্যাঞ্চস্টারের এক হাসপাতালে তাঁর কাঁধে অস্ত্রোপচার করলেন বিশিষ্ট শল্যচিকিত্সক লেনার্ড ফ্রাঙ্ক। এদিনই তাঁকে ছেড়ে দেওয়ার কথা।

অস্ত্রোপচারের পুরো প্রক্রিয়া চলে তিন ঘণ্টারও বেশি। অস্ত্রোপচারের ঘণ্টাখানেকর পরে জ্ঞান ফিরে পান ঋদ্ধি। খাওয়া-দাওয়া করেছেন। কথাও বলেছেন স্ত্রী রোমির সঙ্গে। আনন্দবাজার ডিজিটালকে বুধবার বিকেলে রোমি বললেন, “খুব টেনশনে ছিলাম। অনেকক্ষণ কোনও খবর পাচ্ছিলাম না। সবার মোবাইল বন্ধ ছিল। তারপর ফিজিয়ো যোগেশ আমাকে ফোন করে জানায় অস্ত্রোপচার সফল। জ্ঞান আসার দশ মিনিট পর কথাও হল ঋদ্ধির সঙ্গে। বলল, ভালই সবকিছু হল। জিজ্ঞাসা করলাম, শরীরে কোনও অস্বস্তি নেই তো? বমি হয়নি তো? ও বলল, সব ঠিক আছে। ভাল খবর হল, বুধবার রাতের মধ্যেই ওঁকে ছেড়ে দেওয়া হবে।”

প্রসঙ্গত, কাঁধের চোটের জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম তিন টেস্টের দলে তাঁকে রাখা হয়নি। অস্ত্রোপচারের পরেও সময় লাগবে। কিছুদিন বিশ্রামের পর শুরু হবে রিহ্যাব। সব মিলিয়ে ঋদ্ধি কবে মাঠে ফিরবেন তা নিশ্চিত নয়। তবে অস্ত্রোপচার সফল হওয়া স্বস্তি এনেছে ঋদ্ধির ঘনিষ্ঠ মহলে। আপাতত আর কয়েকদিন ইংল্যান্ডে থাকতে হবে তাঁকে। তারপর ধরবেন দেশে ফেরার উড়ান।

আরও পড়ুন: এ বার শামির বিরুদ্ধে বয়স ভাঁড়ানোর অভিযোগ আনলেন হাসিন জাহান

আরও পড়ুন: 'শুরুতে কেউ পাত্তা দেয়নি, কিন্তু আমরা হারিয়ে ফিরেছিলাম ইংল্যান্ডকে'​

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE