Advertisement
১০ মে ২০২৪

পরিবেশের ফায়দা তুলবে ইশান্তরাও, বলছেন হগ

বারো উইকেট। ভারতীয় বোলারদের অ্যাডিলেড টেস্টে দু’ইনিংস মিলিয়ে সাফল্যের সংখ্যা। তাও অস্ট্রেলিয়া দু’বারই ইনিংস ছেড়ে দেয়। সিরিজের প্রথম টেস্টে মাত্র ৪৮ রানে হারার পিছনে তাই সিংহভাগ কৃতিত্ব দাবি করতে পারেন ভারতীয় ব্যাটসম্যানরা। বিশেষ করে বিরাট কোহলি আর মুরলী কার্তিক। কেন অজি ব্যাটসম্যানদের দাপট রুখতে ব্যর্থ হল ভারতীয় বোলাররা। ব্রিসবেন টেস্টে নামার আগে এই প্রশ্নটাই এখন বড় হয়ে উঠেছে।

চেতন নারুলা
ব্রিসবেন শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৪ ০৩:১৫
Share: Save:

বারো উইকেট। ভারতীয় বোলারদের অ্যাডিলেড টেস্টে দু’ইনিংস মিলিয়ে সাফল্যের সংখ্যা। তাও অস্ট্রেলিয়া দু’বারই ইনিংস ছেড়ে দেয়। সিরিজের প্রথম টেস্টে মাত্র ৪৮ রানে হারার পিছনে তাই সিংহভাগ কৃতিত্ব দাবি করতে পারেন ভারতীয় ব্যাটসম্যানরা। বিশেষ করে বিরাট কোহলি আর মুরলী কার্তিক। কেন অজি ব্যাটসম্যানদের দাপট রুখতে ব্যর্থ হল ভারতীয় বোলাররা। ব্রিসবেন টেস্টে নামার আগে এই প্রশ্নটাই এখন বড় হয়ে উঠেছে।

“আমার মনে হয় ভারতের মিডিয়াম পেসাররা অ্যাডিলেডের পরিবেশের সঙ্গে ঠিক মানিয়ে নিতে পারেনি। শর্ট বল যেমন দিয়েছে রানও বিলিয়েছে প্রচুর। তাই অজি ব্যাটসম্যানদের চাপে ফেলতে পারেনি,” বলে দেন প্রাক্তন অস্ট্রেলীয় বোলার ব্র্যাড হগ। তবে অ্যাডিলেডে ব্যর্থ হলেও ব্রিসবেনে কিন্তু ইশান্ত শর্মাদের ভাল পারফরম্যান্সের সম্ভাবনা রয়েছে বলে মনে করেন তিনি। “ভারতীয় বোলারদের এই গ্রুপটা বেশ ভাল। ওদের ব্রিসবেনের পরিবেশের ফায়দা তোলার চেষ্টা করতে হবে। গাব্বার পরিবেশটা ওদের ভালই লাগবে বলে মনে হয়। তাই অ্যাডিলেডের থেকে ব্রিসবেনে সেটা আরও ভাল করে কাজে লাগাতে পারবে ওরা।”

ফিল হিউজের দুর্ঘটনার শোক কাটিয়ে আবার অজি শিবিরকে চেনা ছন্দে ফিরতে দেখেও খুশি হগ। মাঠে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে অজিদের তর্কাতর্কির চেনা ছবিও তো দেখা গিয়েছে অ্যাডিলেডে। হগ বলে দেন, “মাঠে দুটো টিমেরই উৎসাহ আর উদ্দীপনা দেখে দারুণ লাগল। গত দু’সপ্তাহে যা ঘটেছে তার পর আবার ক্রিকেটে ফিরে আসাটা জরুরি ছিল। তাই ভাল লেগেছে মাঠে প্লেয়ারদের আবার রেষারেষি করতে দেখে।” সঙ্গে তিনি অবশ্য বলতে ভোলেননি, “তবে এটাও বলব এই আবেগটা যেমন ভাল তেমনই দেখতে হবে এতে যেন ম্যাচের কোনও ক্ষতি না হয় বা খেলার গতি কমে না যায়।”

অ্যাডিলেডে কর্ণ শর্মা অভিষেক টেস্টে খুব একটা ছাপ ফেলতে পারেননি বলে সমালোচনা হলেও হগ কিন্তু তা মানতে রাজি নন, “প্রথম টেস্ট হিসেবে কর্ণ পারফর্ম মন্দ করেনি। আসলে ব্যাপারটা ওর জন্য খুব দ্রুত ঘটে গিয়েছে। আইপিএলে খেলার পরই আন্তর্জাতিক ক্রিকেটে নামা তার পর একেবারে অস্ট্রেলিয়ায় টেস্টে নেমে পড়া।” সঙ্গে তিনি আরও বলেন, ‘‘কখনও কখনও প্রথম শ্রেণির ক্রিকেটের ভাল অভিজ্ঞতা না থাকলে একটা ফর্ম্যাট থেকে আর একটা ফর্ম্যাটে নিজেকে মানিয়ে নেওয়াটা খুব সহজ হয় না।”

কর্ণের বদলে অভিজ্ঞ রবিচন্দ্রন অশ্বিনকে অ্যাডিলেডে না নামিয়ে ভারত ভুল করেছে সেটাও মানছেন না প্রাক্তন রাজস্থান রয়্যালস বোলার। “স্পিনার বাছার কাজটা কিন্তু কঠিন। তার উপর দেশের বাইরে গত কয়েকটা ম্যাচে অশ্বিনের রেকর্ড খুব ভাল নয়।” ভারতীয় টিম ম্যানেজমেন্টের প্রথম টেস্টে দু’জন স্পিনার খেলানো উচিত ছিল সেই যুক্তিও উড়িয়ে দেন তিনি। বলে দেন, “দু’জন স্পিনার খেলাতে হলে কাদের বাছা হত? কর্ণর সঙ্গে অশ্বিন বা জাডেজা? তা ছাড়া অস্ট্রেলিয়ায় স্পিনাররা খুব একটা প্রভাব ফেলতে পারে না। যেটা বিরাট বড় ব্যাপার। তাই এখানে দু’জন স্পিনার খেলানোটা কোনও কথা নয়।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE