Advertisement
২০ এপ্রিল ২০২৪

ইপিএলে আর্সেনালকে হারাল চেলসি, সিটিকে তোপ মোরিনহোর

শনিবার ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচের ন’মিনিটেই গোল করে চেলসিকে এগিয়ে দেন পেদ্রো রদ্রিগেস। ২০ মিনিটে দ্বিতীয় গোল করেন আলভারো মোরাতা।

খুশি: গোল করার আনন্দে মোরাতা। স্ট্যামফোর্ড ব্রিজে। ছবি: রয়টার্স।

খুশি: গোল করার আনন্দে মোরাতা। স্ট্যামফোর্ড ব্রিজে। ছবি: রয়টার্স।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ অগস্ট ২০১৮ ০৪:৪৪
Share: Save:

চেলসি ৩ • আর্সেনাল ২

রুদ্ধশ্বাস লন্ডন ডার্বিতে নাটকীয় জয় চেলসির। ইংলিশ প্রিমিয়ার লিগে পর পর দু’ম্যাচ হেরে বিপর্যস্ত আর্সেনাল।

শনিবার ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচের ন’মিনিটেই গোল করে চেলসিকে এগিয়ে দেন পেদ্রো রদ্রিগেস। ২০ মিনিটে দ্বিতীয় গোল করেন আলভারো মোরাতা। কিন্তু প্রথমার্ধ শেষ হওয়ার আগেই দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়ায় আর্সেনাল। ৩৭ মিনিটে ব্যবধান কমান হেনরিক মাখিতারিয়ান। ৪১ মিনিটে আলেক্স ইয়োবি। কিন্তু শেষরক্ষা হয়নি। খেলা শেষ হওয়ার ন’মিনিট আগে গোল করে ছবিটা বদলে দেন চেলসির মার্কোস আলোন্সো মেন্দোসা। এ দিন ঘরের মাঠে এভার্টন ২-১ হারিয়েছে সাউদাম্পটনকে। টটেনহ্যাম হটস্পার ৩-১ হারিয়েছে ফুলহ্যামকে। লেস্টার সিটি ২-০ জিতেছে উল‌্‌ফের বিরুদ্ধে। ওয়েস্ট হ্যাম ইউনাইটেড অবশ্য ১-২ হেরে গিয়েছে বোর্নমুথের বিরুদ্ধে।

তবে লন্ডন ডার্বির দিনেও শিরোনামে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ম্যানেজার জোসে মোরিনহো! চব্বিশ ঘণ্টা আগেই গত মরসুমে ম্যাঞ্চেস্টার সিটির ইপিএল জয় নিয়ে আট পর্বের তথ্যচিত্র প্রকাশ হয়েছে। যার দ্বিতীয় পর্বে রয়েছে ইপিএলে গত বছরের ডিসেম্বরে ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাঞ্চেস্টার ডার্বিতে মোরিনহোর দলকে হারানোর ক্লিপিংস। তা দেখিয়ে বলা হয়েছে, ‘‘আরও এক বার পেপ গুয়ার্দিওলা বনাম মোরিনহো দ্বৈরথ। আরও এক বার বল দখল বনাম রক্ষণের লড়াই। আরও এক বার আক্রমণাত্মক ফুটবল বনাম পার্ক দ্য বাস!’’ এখানেই শেষ নয়। দেখানো হয়েছে, ম্যান সিটির সমর্থকেরা প্রতিপক্ষকে বিদ্রুপ করেছেন ‘পার্ক দ্য বাস’ স্লোগান দিয়ে। যা নিয়ে ক্ষিপ্ত মোরিনহো।

ইপিএলের দ্বিতীয় ম্যাচে আজ, রবিবার ব্রাইটনের বিরুদ্ধে নামবে ম্যান ইউনাইটেড। ম্যাচের আগে ক্ষুব্ধ মোরিনহো বলেছেন, ‘‘কাউকে অসম্মান না করেও কিন্তু সুন্দর তথ্যচিত্র বানানো যায়। তবে প্রমাণ হয়ে গেল, অর্থের জোরে বিশ্বের সেরা ফুটবলারদের কেনা যায় ঠিকই। কিন্তু আভিজাত্য কখনও কেনা যায় না।’’

ম্যান সিটির ইপিএল জয়ের তথ্যচিত্র নিয়ে ক্ষোভ উগরে দিলেও চনমনে মেজাজেই রয়েছেন মোরিনহো। তাঁর স্বস্তির অন্যতম কারণ, ব্রাইটন ম্যাচের আগে দলে চোট আঘাতের কোনও সমস্যা নেই। তিনি বলেছেন, ‘‘আন্তোনিয়ো ভ্যালেন্সিয়া ও নেমানইয়া মাতিচ দলের সঙ্গে অনুশীলন করছে। আগামী সপ্তাহ থেকে ওরা খেলার মতো জায়গায় চলে আসবে। দুরন্ত ছন্দে রয়েছে পল পোগবা। ও আগের চেয়ে আরও ধারালো হয়েছে।’’ তিনি যোগ করেছেন, ‘‘দু’বছর এবং কয়েক মাস পোগবা আমার সঙ্গে রয়েছে। কিন্তু ওকে নিয়ে এত খুশি কখনও হইনি। পোগবা যে রকম খেলছে, তাতে ওর কাছ থেকে বাড়তি কিছু চাওয়ার নেই।’’

ইপিএলের প্রথম ম্যাচেই হেরেছে ব্রাইটন। তা সত্ত্বেও প্রতিপক্ষকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন মোরিনহো। তাঁর কথায়, ‘‘প্রথম ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে উঠতে মরিয়া হয়ে খেলবে ব্রাইটনের ফুটবলারেরা। ফলে ম্যাচটা একেবারেই সহজ হবে না।’’

ম্যান সিটি শিবিরের ছবিটা অবশ্য সম্পূর্ণ উল্টো। ইপিএলে এই মরসুমে ঘরের মাঠে প্রথম ম্যাচে নামার আগে একেবারেই স্বস্তিতে নেই গুয়ার্দিওলা। আজ, রবিবার হাডার্সফিল্ডের বিরুদ্ধে মাঝমাঠের প্রধান ভরসা কেভিন দে ব্রুইনকে ছাড়াই খেলতে হবে সিটিকে। অনুশীলনে হাঁটুতে চোট পাওয়ায় আপাতত তিন মাস মাঠের বাইরে থাকতে হবে বেলজিয়ান তারকাকে। তবে দাভিদ সিলভার প্রথম দলে ফেরার সম্ভাবনা প্রবল। গুয়ার্দিওলা বলেছেন, ‘‘কেভিনের ছিটকে যাওয়াটা দলের পক্ষে বিরাট ক্ষতি। আশা করছি, সুস্থ হয়ে দুর্দান্ত ভাবেই ও ফিরে আসবে।’’

রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগে

ম্যাঞ্চেস্টার সিটি বনাম হাডার্সফিল্ড (সন্ধে, ৬.০০)
ম্যাঞ্চেস্টার ইউনাইটেড বনাম ব্রাইটন (রাত, ৮.৩০)।
সব ম্যাচ স্টার স্পোর্টস সিলেক্ট ওয়ান ও সিলেক্ট এইচডি ওয়ান চ্যানেলে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Football Alvaro Morata Chelsea EPL
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE