Advertisement
১০ মে ২০২৪

মারের ‘না’

নিরপেক্ষ ভেনুতে ডেভিস কাপ ফাইনাল হওয়ার প্রস্তাব নিয়ে খুব একটা উৎসাহী নন অ্যান্ডি মারে। আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের পরিকল্পনা অনুযায়ী, ভবিষ্যতে ডেভিস কাপ এবং ফেড কাপ ফাইনালের কেন্দ্র আগে থেকে ঠিক করা থাকবে।

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৬ ০৪:০৫
Share: Save:

নিরপেক্ষ ভেনুতে ডেভিস কাপ ফাইনাল হওয়ার প্রস্তাব নিয়ে খুব একটা উৎসাহী নন অ্যান্ডি মারে। আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের পরিকল্পনা অনুযায়ী, ভবিষ্যতে ডেভিস কাপ এবং ফেড কাপ ফাইনালের কেন্দ্র আগে থেকে ঠিক করা থাকবে। বর্তমান নিয়মে দুই ফাইনালিস্টের মধ্যে যে কোনও একটি দেশে ফাইনাল হয়। যেটা ঠিক হয় ওই দু’দেশ নিজেদের মধ্যে শেষ সাক্ষাতে কোথায় খেলেছে তার ভিত্তিতে। শেষ বার যে দেশে তারা খেলেছিল, এ ক্ষেত্রে তার অন্য দেশে খেলা হয়ে থাকে। তবে ডেভিসে ম্যাচ সংখ্যা কমানোর প্রস্তাবে তাঁর সমর্থন আছে বলেই জানিয়েছেন বর্তমান উইম্বলডন চ্যাম্পিয়ন মারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Andy Murray Neutral Venue Davis cup
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE