Advertisement
১৮ এপ্রিল ২০২৪
Five Wickets in an innings

ফের পাঁচে পাঁচ অশ্বিনের, সামনে আর যারা রইলেন

রবিচন্দ্রন অশ্বিনের মুকুটে নতুন পালক। কলম্বো টেস্টের প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার সুবাদে, টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক পাঁচ উইকেট শিকারির তালিকার প্রথম দশে ঢুকে পড়লেন ভারতের এই অফস্পিনার।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৫ অগস্ট ২০১৭ ১৬:০২
Share: Save:
০১ ০৮
মুথাইয়া মুরলীধরণ: টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড আছে মরলীর দখলেই। ১৩৩টি টেস্টে ৬৭ বার পাঁচ উইকেট নিয়েছেন এই শ্রীলঙ্কান কিংবদন্তি। ছবি: এএফপি।

মুথাইয়া মুরলীধরণ: টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড আছে মরলীর দখলেই। ১৩৩টি টেস্টে ৬৭ বার পাঁচ উইকেট নিয়েছেন এই শ্রীলঙ্কান কিংবদন্তি। ছবি: এএফপি।

০২ ০৮
শেন ওয়ার্ন: মুরলীর ঠিক পরেই ১৪৫ ম্যাচে ৩৭ বার পাঁচ বা তার বেশি উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন শেন ওয়ার্ন। ছবি: এএফপি।

শেন ওয়ার্ন: মুরলীর ঠিক পরেই ১৪৫ ম্যাচে ৩৭ বার পাঁচ বা তার বেশি উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন শেন ওয়ার্ন। ছবি: এএফপি।

০৩ ০৮
রিচার্ড হ্যাডলি: ৮৬ ম্যাচে ৩৬ বার পাঁচ উইকেট নিয়ে তিন নম্বরে রয়েছেন এই কিউই কিংবদন্তি। ছবি: সংগৃহীত।

রিচার্ড হ্যাডলি: ৮৬ ম্যাচে ৩৬ বার পাঁচ উইকেট নিয়ে তিন নম্বরে রয়েছেন এই কিউই কিংবদন্তি। ছবি: সংগৃহীত।

০৪ ০৮
অনিল কুম্বলে: ভারতীয়দের মধ্যে প্রথম পাঁচে এক মাত্র জায়গা করে নিয়েছেন অনিল কুম্বলে। ১৩২টি ম্যাচে মোট ৩৫ বার পাঁচ উইকেট নিয়েছেন কিংবদন্তি এই লেগ স্পিনার। ছবি: এএফপি।

অনিল কুম্বলে: ভারতীয়দের মধ্যে প্রথম পাঁচে এক মাত্র জায়গা করে নিয়েছেন অনিল কুম্বলে। ১৩২টি ম্যাচে মোট ৩৫ বার পাঁচ উইকেট নিয়েছেন কিংবদন্তি এই লেগ স্পিনার। ছবি: এএফপি।

০৫ ০৮
রঙ্গনা হেরাথ: সর্বাধিকবার পাঁচ উইকেট সংগ্রহকারীদের তালিকায় পাঁচ নম্বরে আছেন হেরাথ। ৮৩টি টেস্টে ৩১ বার পাঁচ উইকেট নিয়েছেন তিনি। ছবি: এএফপি।

রঙ্গনা হেরাথ: সর্বাধিকবার পাঁচ উইকেট সংগ্রহকারীদের তালিকায় পাঁচ নম্বরে আছেন হেরাথ। ৮৩টি টেস্টে ৩১ বার পাঁচ উইকেট নিয়েছেন তিনি। ছবি: এএফপি।

০৬ ০৮
গ্লেন ম্যাকগ্রা: ১২৪টি টেস্ট ২৯ বার পাঁচ উইকেট নেওয়ার নজির গড়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন এই ফাস্ট বোলার। ছবি: এএফপি।

গ্লেন ম্যাকগ্রা: ১২৪টি টেস্ট ২৯ বার পাঁচ উইকেট নেওয়ার নজির গড়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন এই ফাস্ট বোলার। ছবি: এএফপি।

০৭ ০৮
ইয়ান বোথাম: ১০২ ম্যাচে ২৭ বার পাঁচ উইকেট নিয়েছেন নাইট উপাধিতে ভূষিত প্রাক্তন ব্রিটিশ অলরাউন্ডার বোথাম। ছবি: এএফপি।

ইয়ান বোথাম: ১০২ ম্যাচে ২৭ বার পাঁচ উইকেট নিয়েছেন নাইট উপাধিতে ভূষিত প্রাক্তন ব্রিটিশ অলরাউন্ডার বোথাম। ছবি: এএফপি।

০৮ ০৮
রবিচন্দ্রন অশ্বিন: মাত্র ৫১টি টেস্টে খেলেই পাঁচ উইকেট শিকারিদের তালিকার চলে এলেন রবিচন্দ্রন অশ্বিন। সেরার তালিকায় অষ্টম স্থানে আছেন ভারতীয় এই অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ছবি: এএফপি।

রবিচন্দ্রন অশ্বিন: মাত্র ৫১টি টেস্টে খেলেই পাঁচ উইকেট শিকারিদের তালিকার চলে এলেন রবিচন্দ্রন অশ্বিন। সেরার তালিকায় অষ্টম স্থানে আছেন ভারতীয় এই অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ছবি: এএফপি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE