‘অপারেশন সিঁদুর’-এ মার খাওয়া পাকিস্তানের পাশে গণপ্রজাতন্ত্রী চিন (পিপল্স রিপাবলিক অফ চায়না)। ইসলামাবাদের হাত শক্ত করতে ক্রমাগত হাতিয়ার সরবরাহ করে যাচ্ছে বেজিং। সেই তালিকায় এ বার যুক্ত হল পঞ্চম প্রজন্মের স্টেলথ শ্রেণির জে-৩৫ লড়াকু জেট। পাক সেনা সর্বাধিনায়ক বা সিডিএফ (চিফ অফ ডিফেন্স ফোর্স) ফিল্ড মার্শাল আসিম মুনিরের হাতে ৪০টি এই যুদ্ধবিমান তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে ড্রাগনের। নতুন বছরের মুখে এই খবরে জাতীয় নিরাপত্তার প্রশ্নে নয়াদিল্লির চিন্তা যে কয়েক গুণ বাড়ল, তাতে কোনও সন্দেহ নেই।
পাক বিমানবাহিনীর ৪০টি চিনা জে-৩৫ লড়াকু জেট পাওয়ার খবর সম্প্রতি নিশ্চিত করে মার্কিন যুদ্ধ দফতরের (ডিপার্টমেন্ট অফ ওয়ার) সদর কার্যালয় পেন্টাগন। চলতি বছরের ডিসেম্বরে ‘গণপ্রজাতন্ত্রী চিনের সঙ্গে সম্পর্কিত সামরিক ও নিরাপত্তা উন্নয়ন’ শীর্ষক একটি রিপোর্ট প্রকাশ করে তারা। সেখানেই বেজিং-ইসলামাবাদের প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে একাধিক বিস্ফোরক দাবি করেছে যুক্তরাষ্ট্র। রিপোর্ট অনুযায়ী, আঞ্চলিক সামরিক ভারসাম্যকে নতুন করে সাজাতে চাইছে ড্রাগন। সেই কারণেই রাওয়ালপিন্ডির ফৌজি জেনারেলদের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে মান্দারিনভাষী সরকার।