Advertisement
৩০ ডিসেম্বর ২০২৫
The Great Indian Kapil Show Season 4 Cast Fees

কারও আয় লাখে, কারও কোটিতে! ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’য়ের নতুন সিজ়নে কত পাচ্ছেন কপিল, অর্চনা, সিধু, সুনীলেরা?

২০ ডিসেম্বর থেকে শুরু হয়েছে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’য়ের চতুর্থ সিজ়ন। প্রথম পর্বে অতিথি হিসাবে ছিলেন অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া জোনাস। দর্শকের মধ্যে সাড়া ফেলেছে সেই পর্ব।

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৫ ১৪:৪৩
Share: Save:
০১ ১৬
The Great Indian Kapil Show Season 4

সম্প্রচার শুরু হয়েছে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’য়ের নতুন সিজ়নের। ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে কপিলের শোয়ের সম্প্রচার শুরুর পর থেকে ইতিমধ্যেই তা দর্শকের মন জয় করে নিয়েছে।

০২ ১৬
The Great Indian Kapil Show Season 4

২০ ডিসেম্বর থেকে শুরু হয়েছে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’য়ের চতুর্থ সিজ়ন। প্রথম পর্বে অতিথি হিসাবে ছিলেন অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া জোনাস। দর্শকের মধ্যে সাড়া ফেলেছে সেই পর্ব। দ্বিতীয় পর্বে অতিথি হিসাবে উপস্থিত হয়েছিলেন বিশ্বজয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলের খেলোয়াড়েরা।

০৩ ১৬
The Great Indian Kapil Show Season 4

নির্মাতাদের তরফে জানানো হয়েছে, কৌতুকে ভরা এই রিয়্যালিটি শোয়ে এ বার রয়েছে নতুন চমক। উপস্থাপকের ভূমিকায় কপিল তো রয়েছেনই, পাশাপাশি বিচারকের আসনে ফিরেছেন নভজ্যোত সিংহ সিধু এবং অর্চনাপূরণ সিংহ। সঙ্গে রয়েছে বহু চেনা মুখ।

০৪ ১৬
The Great Indian Kapil Show Season 4

সুনীল গ্রোভার আবার ‘ডায়মন্ড রাজা’ এবং ‘ডফলি’র চরিত্রে ফিরেছেন। অন্য দিকে, কৃষ্ণ অভিষেক, কিকু শারদা এবং রাজীব ঠাকুর তাঁদের জনপ্রিয় চরিত্রে অভিনয় করে শোয়ে নতুন মাত্রা যোগ করেছেন।

০৫ ১৬
The Great Indian Kapil Show Season 4

শোয়ের প্রথম পর্ব মুক্তির পর থেকেই অনুষ্ঠানের সঙ্গে জুড়ে থাকা তারকাদের পারিশ্রমিক নিয়ে আলোচনা শুরু হয়েছে। দেখা গিয়েছে সেই টাকার অঙ্কে রয়েছে বিস্তর ফারাক। কেউ উপার্জন করছেন লাখে, কেউ আবার এই শোয়ে কাজ করে কোটি কোটি টাকা পারিশ্রমিক ঘরে তুলছেন।

০৬ ১৬
The Great Indian Kapil Show Season 4

‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’য়ের মুখ কপিলই। সংবাদমাধ্যম সূত্রে খবর, অনুষ্ঠানটির চতুর্থ সিজ়ন সঞ্চালনা করে প্রতি পর্বের জন্য পাঁচ কোটি টাকা করে উপার্জন করছেন কপিল।

০৭ ১৬
The Great Indian Kapil Show Season 4

অনুষ্ঠানটির আগের সিজ়নগুলিতে ১৩টি করে পর্ব ছিল। সঞ্চালনা করে সেই সিজ়নগুলিতে প্রতিটি পর্বে পাঁচ কোটি টাকা করেই আয় করেছিলেন কপিল। অর্থাৎ, চতুর্থ সিজ়নেও কপিলের পারিশ্রমিকে কোনও পরিবর্তন হচ্ছে না।

০৮ ১৬
The Great Indian Kapil Show Season 4

প্রথম থেকেই কপিলের শোয়ের বিচারকের আসনে দেখা যেত নভজ্যোত সিংহ সিধুকে। ছোট ছোট মজাদার সংলাপ এবং মনখোলা হাসি দিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি।

০৯ ১৬
The Great Indian Kapil Show Season 4

কিন্তু ২০১৯ সালে পুলওয়ামার জঙ্গি হামলা নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন ক্রিকেটার থেকে রাজনীতিবিদ হওয়া নভজ্যোত। তার পরেই কপিল শর্মার শো থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়। নভজ্যোতের পরিবর্তে আসেন অর্চনাপূরণ সিংহ। ছ’বছর পর সিধুর কামব্যাক হয়েছে আগের সিজ়ন থেকে।

১০ ১৬
The Great Indian Kapil Show Season 4

‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’য়ের তৃতীয় সিজ়ন থেকে অর্চনার সঙ্গে দেখা যাচ্ছে সিধুকে। নতুন সিজ়নেও তার নড়চড় হয়নি। শোনা যাচ্ছে, নতুন সিজ়নে পর্বপিছু ৩০ থেকে ৪০ লক্ষ টাকা আয় করছেন নভজ্যোত।

১১ ১৬
The Great Indian Kapil Show Season 4

রয়েছেন অর্চনাও। ২০১৯ সাল থেকে কপিলের অনুষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন অর্চনা। ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’য়ের চতুর্থ সিজ়নেও দেখা যাচ্ছে তাঁকে। শোনা যাচ্ছে, এই সিজ়নের প্রতি পর্বে বিচারকের আসনে বসার জন্য নাকি ১০ থেকে ১২ লক্ষ টাকা করে পারিশ্রমিক পাচ্ছেন তিনি।

১২ ১৬
The Great Indian Kapil Show Season 4

‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’য়ের পর্বের মাঝে বিনোদন জোগাতে দেখা যায় সুনীল গ্রোভার, কৃষ্ণ অভিষেক, কিকু শারদার মতো কৌতুকাভিনেতাদের। তবে তাঁদের সকলের পারিশ্রমিকই আলাদা আলাদা।

১৩ ১৬
The Great Indian Kapil Show Season 4

সুনীল গ্রোভার তাঁর অনবদ্য কৌতুকরসের জন্য পরিচিত। চলতি সিজ়নেও কপিলের শোয়ের গুরুত্বপূর্ণ অংশ তিনি। সূত্রের খবর, ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’য়ের প্রতি পর্বে পারফর্ম করার জন্য ২৫ লক্ষ টাকা করে নিচ্ছেন সুনীল। এই শোয়ের পার্শ্বচরিত্রাভিনেতাদের মধ্যে পারিশ্রমিকের দিক থেকে তিনিই এগিয়ে।

১৪ ১৬
The Great Indian Kapil Show Season 4

কপিলের অনুষ্ঠানে কৌতুকাভিনেতা হিসাবে যাঁর পারফরম্যান্স নজর কাড়ে, তিনি হলেন কৃষ্ণ। কানাঘুষো শোনা যাচ্ছে, ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’য়ের চতুর্থ সিজ়নে পারফর্ম করার জন্য প্রতি পর্বে ১০ লক্ষ টাকা করে পারিশ্রমিক পাচ্ছেন তিনি।

১৫ ১৬
The Great Indian Kapil Show Season 4

‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’য়ের দীর্ঘ দিনের অভিনেতা কিকু। বলিউড সূত্রে খবর, অনুষ্ঠানটির নতুন সিজ়নে কৌতুকরস পরিবেশনের জন্য পর্বপিছু সাত লক্ষ টাকা আয় করছেন তিনি।

১৬ ১৬
The Great Indian Kapil Show Season 4

কপিল শর্মার আগের শোয়ে কৌতুকাভিনেতা হিসাবে উপস্থিত ছিলেন রাজীব ঠাকুর। ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’য়ের চতুর্থ সিজ়নেও রয়েছেন তিনি। বলিপাড়া সূত্রে খবর, প্রতি পর্বে অভিনয় করে ৫ থেকে ৬ লক্ষ টাকা উপার্জন করবেন রাজীব।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy