Advertisement
১৭ মে ২০২৪

দুরন্ত লড়াই করে শ্রীলঙ্কাকে ২৩ রানে হারিয়ে দিল বাংলাদেশ

এ এক দুরন্ত লড়াই। যেটা এদিন শের-এ-বাংলা ল্টেজিয়ামে বসে দেখল হাজার হাজার মানুষ। দেখল ১১জন বাঙালির অপ্রতিরোধ্য লড়াই। সব হুঙ্কার, গর্জন ভেঙে খানখান হয়ে গেল ব্যাঘ্র বাহিনীর দাপটে। শ্রীলঙ্কা যতই হুঙ্কার দিক না কেন বাংলাদেশের সামনে মীরপুরের মাটিতে গুটিয়েই থাকলেন মালিঙ্গারা। ১৪৮ রানের লক্ষ্যে পৌঁছতে গিয়ে ১২৪ রানেই শেষ হয়ে গেল শ্রীলঙ্কার ইনিংস। শুরুটা বেশ ভালই করেছিল। অন্যান্য ম্যাচের মত প্রথমেই উইকেট দিয়ে প্যাভেলিয়নে ফেরেননি দলের ওপেনাররা। কিন্তু শেষ হাসি হাসল বাংলাদেশই

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০১৬ ১৯:০৭
Share: Save:

এ এক দুরন্ত লড়াই। যেটা এদিন শের-এ-বাংলা ল্টেজিয়ামে বসে দেখল হাজার হাজার মানুষ। দেখল ১১জন বাঙালির অপ্রতিরোধ্য লড়াই। সব হুঙ্কার, গর্জন ভেঙে খানখান হয়ে গেল ব্যাঘ্র বাহিনীর দাপটে। শ্রীলঙ্কা যতই হুঙ্কার দিক না কেন বাংলাদেশের সামনে মীরপুরের মাটিতে গুটিয়েই থাকলেন মালিঙ্গারা। ১৪৮ রানের লক্ষ্যে পৌঁছতে গিয়ে ১২৪ রানেই শেষ হয়ে গেল শ্রীলঙ্কার ইনিংস। শুরুটা বেশ ভালই করেছিল। অন্যান্য ম্যাচের মত প্রথমেই উইকেট দিয়ে প্যাভেলিয়নে ফেরেননি দলের ওপেনাররা। কিন্তু শেষ হাসি হাসল বাংলাদেশই। ২৩ রানে শ্রীলঙ্কাকে হারিয়ে দিলেন সাকিবরা। ব্যাট হাতে শুরুটা কিছুটা দূর্বল হলেও সাব্বির রহমানের ব্যাটে ভর করে ১৪৭ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ। সাব্বিরের সঙ্গে ব্যাটে সহযোগিতা সাকিবের ৩২ ও মাহমুদুল্লাহর অপরাতিজ ২৩ রান। শ্রীলঙ্কার হয়ে তিনটি উইকেট নেন চামিরা। জবাবের ব্যাট করতে নেমে শুরুতে আশা জাগালেও জয় তুলে নিতে ব্যর্থ দিলশান, হেরাথরা। বাংলাদেশের হয়ে তিনটি উইকেট নেন আল আমিন হোসেন। জোড়া উইকেট সাকিব আল হাসানের।

• ২৩ রানে শ্রীলঙ্কাকে হারিয়ে দিল বাংলাদেশ।

• ২০ ওভারে শ্রীলঙ্কা ১২৪/৮।

• ১৯.৩ ওভারে শ্রীলঙ্কা ১১৭/৮।

• কোনও রান না করেই আল-আমিনের বলে সৌম্য সরকারের হাতে ক্যাচ তুলে দিলেন কুলাসেকরা।

• আল-আমিনের বলে মুশফিকুরকে ক্যাচ দিয়ে আউট হলেন দাসুন শাঙ্কা। করলেন ১৪ রান।

• সপ্তম উইকেট শ্রীলঙ্কার।

• ১৮ ওভারে শ্রীলঙ্কা ১১১/৬।

• ১২ রান করে আল আমিন হোসেনের বলে সাকিবকে ক্যাচ তুলে দিয়ে ফিরলেন ম্যাথিউস।

• ষষ্ঠ উইকেট শ্রীলঙ্কার।

• ১৮ বলে ৪৬ রান করতে হবে শ্রীলঙ্কাকে। হাতে রয়েছে ৫ উইকেট।

• ১৭ ওভারে শ্রীলঙ্কা ১০২/৫।

• ১০০ রান শ্রীলঙ্কার।

• ১৬ ওভারে শ্রীলঙ্কা ৯৮/৫।

• মোর্তাজার বলে সাব্বিরকে ক্যাচ দিয়ে মাত্র ৩ রান করে প্যাভেলিয়নে ফিরলেন সিরিবর্ধনে।

• পঞ্চম উইকেট শ্রীলঙ্কার।

• ১৩.২ ওভারে শ্রীলঙ্কা ৮৫/৪।

৪ রান করে মুস্তাফিজুরের বলে এলবিডব্লু হয়ে ফিরলেন পেরেরা।

• চতুর্থ উইকেট শ্রীলঙ্কার।

• ৪০ বলে ৬৩ রান করতে হবে শ্রীলঙ্কাকে। হাতে রয়েছে ৬ উইকেট।

• সাকিবের বলে ২৬ রান করে স্টাম্প হলে জয়সূর্য।

• তৃতীয় উইকেট পতন শ্রীলঙ্কার।

• ১১ ওভারে শ্রীলঙ্কা ৭৬/২।

• ৩৭ বলে ৩৭ রান করে আউট হলেন চান্দিমাল। মাহমুদুল্লাহর বলে তাসকিনকে ক্যাচ দিয়ে ফিরলেন তিনি।

• দ্বিতীয় উইকেট শ্রীলঙ্কার।

• ৮ ওভারে শ্রীলঙ্কা ৫৬/১।

• বাংলাদেশের পেস আক্রমণ এ যাত্রায় তেমনভাবে এখনও পর্যন্ত সমস্যায় ফেলতে পারেনি শ্রীলঙ্কাকে।

• ২৬ রানে ব্যাট করছেন চান্দিমাল ও ১৬ রানে ব্যাট করছেন শেহান জয়সূর্য।

• ৫০ রান শ্রীলঙ্কার।

• ৬ ওভারে শ্রীলঙ্কা ৪৪/১।

• ৪ ওভারে শ্রীলঙ্কা ২৬/১।

• সাকিবের বলে দিলশানের ক্যাচ নিলেন সৌম্য। করলেন ১২ রান।

• প্রথম উইকেট শ্রীলঙ্কার। আউট হলেন দিলশান।

• ১২ রানে ব্যাট করছেন দিলশান ও ৮ রানে ব্যাট করছেন চান্দিমাল।

• ৩ ওভারে শ্রীলঙ্কা ২০/০।

• ২ ওভারে শ্রীলঙ্কা ৯/০।

• ১ ওভারে শ্রীলঙ্কা ৪/০।

• শ্রীলঙ্কার ব্যাটিং শুরু।

শ্রীলঙ্কার সামনে ১৪৮ রানের লক্ষ্যমাত্রা রাখল বাংলাদেশ। শুরুতে ধাক্কা খেলেও ঘরের মাঠে পরের দিকে নিজেদের ভালই সামলে নিল ব্যাঘ্র বাহিনী। প্রথম দুই ওপেনার মহম্মদ মিঠুন ও সৌম্য সরকার কোনও রান না করেই প্যাভেলিয়নে ফিরে গেলে সাময়িক সমস্যায় পরে যায় বাংলাদেশ। কিন্তু তিন নম্বরে ব্যাট করতে এসে দলের ব্যাটিংয়ের হাল ধরেন সাব্বির রহমান। আউট হওয়ার আগে ৫৪ বলে ৮০ রানের ইনিংস খেলেন তিনি। ৩২ রান করে তাঁকে যোগ্য সঙ্গত সাকিবের। ২৩ রান করে অপরাজিত থাকলেন মাহমুদুল্লাহ। শ্রীলঙ্কার হয়ে ৩টি উইকেট নিলেন পিভিডি চামিরা। নির্ধারিত ওভারের শেষে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশের রান ১৪৭।

• ২০ ওভারের শেষে বাংলাদেশ ১৪৭/৭।

• শেষ বলে রান আউট হলেন মাশরাফি মোর্তাজা। করলেন মাত্র ২ রান।

• সপ্তম উইকেট বাংলাদেশের।

• ১৯.৩ ওভারে বাংলাদেশ ১৪২/৬

• ষষ্ঠ উইকেট বাংলাদেশের। চামিরার বলে ম্যাথিউসকে ক্যাচ দিয়ে মাত্র ২ রান করে আউট হলেন নুরুল হাসান।

• মাহমুদুল্লাহর সঙ্গে ব্যাট করতে এলেন নুরুল হাসান।

• ১৮ ওভারে বাংলাদেশ ১২৫/৫।

• ১৭.২ ওভারে চামিরার বলে চান্দিমালকে ক্যাচ দিয়ে ৩২ রান করে আউট হলেন সাকিব।

• পঞ্চম উইকেট বাংলাদেশের।

• এই মুহূর্তে ক্রিজে রয়েছেন সাকিব ও মাহমুদুল্লাহ। সাকিব ব্যাট করছেন ২৮ রানে ও মাহমুদুল্লাহ ৫ রানে।

• ১৭ ওভারে বাংলাদেশ ১১৭/৪।

• সাব্বিরের ৮০ রানের ইনিংসে ১০টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারি ছিল।

• ৫৪ বলে ৮০ রান করলেন সাব্বির রহমান।

• ৮০ রানে চামিরার বলে জয়সূর্যকে ক্যাচ দিয়ে ফিরলেন সাব্বির রহমান।

• চতুর্থ উইকেট বাংলাদেশের।

• ১৬ ওভারে বাংলাদেশ ১০৮/৩।

• ১০০ রান বাংলাদেশের।

• ৬৭ রানে ব্যাট করছেন সাব্বির রহমান। সঙ্গে রয়েছেন সাকিব আল হাসান। ব্যাট করছেন ১৭ রানে।

• ১৩ ওভারে বাংলাদেশ ৮৪/৩।

• ৭.৫ ওভারে ৩৮ বলে ৫০ রান করলেন সাব্বির। এই ইনিংসে ছ’টি বাউন্ডারি ও দু’টি ওভার বাউন্ডারিও হাঁকালেন তিনি।

• হাফ সেঞ্চুরি সাব্বির রহমানের।

• ৪১ রানে ব্যাট করছেন সাব্বির রহমান।

১০ ওভারে বাংলাদেশ ৬০/৩।

• ৮ ওভারের শেষে ৫২ রান বাংলাদেশের।

• ৭ ওভারে বাংলাদেশ ৪৪/৩।

• ৩৭ রানে ব্যাট করছেন সাব্বির রহমান।

• ৫ ওভারে বাংলাদেশ ২৭/৩।

• মাত্র ৪ রান করে রান আউট হলেন মুশফিকুর রহিম।

• তৃতীয় উইকেট বাংলাদেশের।

• ২১ রানে ব্যাট করছেন সাব্বির রহমান।

• ৪ ওভারে বাংলাদেশ ২৪/৪।

• ২ ওভারে বাংলাদেশ ২/২।

• এবার কুলাসেকারা বলে ম্যাথিউসকে ক্যাচ দিলেন তিনি।

• কোনও রান করে আউট আর এক ওপেনার সৌম্য সরকার।

• আবার আউট।

• ১.২ ওভারে বাংলাদেশ ২/১।

• ম্যাথিউসের বলে কোনও রান না করেই এলবিডব্লু হয়ে প্যাভেলিয়নে ফিরলেন মহম্মদ মিঠুন।

• প্রথম উইকেট বাংলাদেশের।

• খেলা শুরু।

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিল বাংলাদেশ। মাশরাফি, তাসকিন, আল-আমিনের সঙ্গে হালের সেনশেসন মুস্তাফিজুর। বৈচিত্রপূর্ন পেস অ্যাটাক বলতে যা বোঝায় সে সব রসদই যেন পেয়ে রয়েছে বাংলাদেশ দলে। এশিয়া কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়েও বাংলাদেশের এমন পেস অ্যাটাক কাঁপুনি ধরিয়ে দিয়েছে শ্রীলঙ্কা অধিনায়ক লাসিথ মালিঙ্গাকে। অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে সেই আতঙ্কের কথাই শুনিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

bangladesh srilanka cricket asiacup
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE