কিশোরীকে অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৫৮ বছরের এক প্রৌঢ়কে গ্রেফতার করেছে বর্ধমান থানার পুলিশ। ধৃতের নাম সুশান্ত রায়। খণ্ডঘোষ থানার চরমানা এলাকায় তাঁর বাড়ি। বৃহস্পতিবার সকালে বর্ধমান শহরের কাঞ্চননগর বাজার এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। ধৃতকে বৃহস্পতিবারই বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। অপহৃতা এবং ঘটনায় মূল অভিযুক্তের হদিস পেতে ধৃতকে পাঁচ দিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিশ। ধৃতের চার দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেন সিজেএম।
পুলিশ জানিয়েছে, বর্ধমান থানার উদয়পল্লি কাঞ্চননগর এলাকায় বছর সতেরোর ওই কিশোরীর বাড়ি। দিন কয়েক আগে বাড়ি থেকে সে বার হয়। তার পর থেকে তার হদিস পাওয়া যাচ্ছে না। বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে পরিবারের লোকজন জানতে পারেন, কিশোরীকে চরমানা গৈতানপুরের বাসিন্দা ইন্দ্রজিৎ রায় অপহরণ করে কোথাও আটকে রেখেছেন। ঘটনায় ইন্দ্রজিতের দাদু সুশান্ত জড়িত বলে জানতে পারেন অপহৃতার পরিবারের লোকজন। এর পরেই অপহৃতার মা ঘটনার কথা জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেন।