শুধু সোনাদানা, টাকাপয়সাই নয়, চোরেদের নজর ছিল কম্বলের দিকেও! শীতের রাতে গৃহস্থের বাড়িতে চুরি করতে গিয়ে বিছানা থেকে কম্বলও তুলে নিয়ে গেল তারা। পূর্ব বর্ধমানের গুসকরার ঘটনা।
গুসকরা পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের আলুটিয়া সৎসঙ্গ মন্দির সংলগ্ন এলাকায় পোস্টঅফিসের কর্মী রানা বিশ্বাসের বাড়িতে চুরি হয়েছে। তাই নিয়ে সোমবার সকাল থেকে শোরগোল এলাকায়। পরিবারের দাবি, স্বর্ণালঙ্কার ও নগদের পাশাপাশি চোরের দল কম্বল পর্যন্ত নিয়ে পালিয়েছে।
রানা স্ত্রীকে নিয়ে দিন কয়েক আগে শ্বশুরবাড়ি গিয়েছেন। আগামী মঙ্গলবার তাঁদের বাড়ি ফেরার কথা। অন্য দিকে, গত শনিবার বিকেলে রানার মা সীমা বিশ্বাস বাড়িতে তালা দিয়ে গুসকরার শান্তিপুরে বাপের বাড়ি বেড়াতে গিয়েছিলেন। বাড়ি ফাঁকা থাকার সুযোগ কাজে লাগিয়ে চোরের দল বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢুকেছিল। দু’টি ঘরের দু’টি আলমারি ভেঙে সোনার গয়না, হাজার ৪০ টাকা নিয়ে চম্পট দেয়। রবিবার বাড়িতে ফিরে ভাঙা দরজা, লন্ডভন্ড ঘর দেখে হতবাক হয়ে যান সীমা। তিনি জানান, লক্ষাধিক টাকার জিনিসপত্র লুট হয়েছে। তবে তিনি বেশি অবাক হয়েছেন, ঘরে কম্বল নেই দেখে।
আরও পড়ুন:
দিন কয়েক আগেই ওই এলাকার একটি মন্দিরে চুরির ঘটনা ঘটেছিল। পরপর চুরির ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। আবার চুরির খবর পেয়ে গুসকরা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে যায়। শুরু হয়েছে তদন্ত। চোরেদের শনাক্ত করতে তল্লাশি চালানো হচ্ছে। কিন্তু, স্থানীয়দের দাবি, রাতে পুলিশি টহলদারি-সহ নিরাপত্তার যাবতীয় পদক্ষেপ করুক পুলিশ। এই ভাবে আতঙ্কের মধ্যে শীতের রাত কাটানো মুশকিল।