Advertisement
১১ মে ২০২৪

লোঢা বৈঠকে বোর্ড কর্তাদের আজ থাকা নিয়ে ধোঁয়াশা

লোঢা কমিশনের সঙ্গে মহা আলোচিত বৈঠকের চব্বিশ ঘণ্টা আগেও নিশ্চিত হওয়া গেল না তাতে বোর্ড কর্তাদের উপস্থিতি নিয়ে। বরং বৈঠকে বোর্ড প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুর এবং সচিব অজয় শিরকের উপস্থিতি নিয়ে প্রবল ধোঁয়াশা থাকছে।

.

.

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৯ অগস্ট ২০১৬ ০৩:৩৩
Share: Save:

লোঢা কমিশনের সঙ্গে মহা আলোচিত বৈঠকের চব্বিশ ঘণ্টা আগেও নিশ্চিত হওয়া গেল না তাতে বোর্ড কর্তাদের উপস্থিতি নিয়ে। বরং‌ বৈঠকে বোর্ড প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুর এবং সচিব অজয় শিরকের উপস্থিতি নিয়ে প্রবল ধোঁয়াশা থাকছে।

আজ, মঙ্গলবার নয়াদিল্লির কনট প্লেসের কাছে হোটেলে লোঢা কমিশনের সঙ্গে বোর্ড কর্তাদের বসার কথা। কিন্তু ঠাকুর-শিরকে থাকছেন কি না, নিশ্চিত নয়। বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর এ দিন লোকসভাতে গোটা দিন ব্যস্ত ছিলেন। বোর্ড সচিব শিরকে— সোমবার রাত পর্যন্ত তাঁর নয়াদিল্লি ঢোকার খবর নেই। আপাতত তিনি মুম্বইয়ে। বোর্ডের আইনি সেনাপতি মার্কণ্ডেয় কাটজুকে ফোনে ধরার চেষ্টা করেও পাওয়া গেল না।

ঘটনা হল, যদি কাটজুর পরামর্শ মেনে বোর্ড কর্তারা লোঢা কমিশনের সঙ্গে বৈঠকে না যান, তা হলে কপালে দুঃখ অপেক্ষা করে থাকতে পারে। লোঢার ঘনিষ্ঠমহল থেকে জানা গেল, বোর্ড কর্তারা যদি শেষ পর্যন্ত বৈঠক উপেক্ষা করেন, তা হলে তাঁদের বিরুদ্ধে সোজা আদালত অবমাননার চার্জ আনা হবে। সেক্ষেত্রে বোর্ড প্রেসিডেন্ট ও সচিবকে সরিয়ে সোজা অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে দিতে পারে সুপ্রিম কোর্ট।

লোঢা কমিশনের সঙ্গে যুক্ত কেউ কেউ বললেন যে, বৈঠক পিছনোর আবেদন সোমবার কমিশনের কাছে করেছিল বোর্ড। কিন্তু তা ফিরিয়ে দেওয়া হয়েছে। এটাও বলা হল যে, লোঢা কমিশন নির্ধারিত সময় অনুযায়ী বৈঠকের জায়গায় উপস্থিত থাকবে। কারণ কমিশনের দিক থেকে বৈঠক হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rajendra Lodha Lodha Commission BCCI
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE