Advertisement
০১ জুন ২০২৪
রঞ্জিতে বাংলা

যুদ্ধ মাঠে, মাঠের বাইরে

ক্রিকেট মাঠে ও মাঠের বাইরে একই দিনে যুদ্ধ শুরু বঙ্গ ক্রিকেটের। মাঠের বাইরে বাংলা-গুজরাত রিপ্লে ফিরে পাওয়ার যুদ্ধ সৌরভ গঙ্গোপাধ্যায়,অভিষেক ডালমিয়াদের।

পালামে বাংলা অধিনায়কের সঙ্গে সৌরভ।-রমাকান্ত কুশওয়া

পালামে বাংলা অধিনায়কের সঙ্গে সৌরভ।-রমাকান্ত কুশওয়া

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৬ ০৩:০৭
Share: Save:

ক্রিকেট মাঠে ও মাঠের বাইরে একই দিনে যুদ্ধ শুরু বঙ্গ ক্রিকেটের।

মাঠের বাইরে বাংলা-গুজরাত রিপ্লে ফিরে পাওয়ার যুদ্ধ সৌরভ গঙ্গোপাধ্যায়,অভিষেক ডালমিয়াদের।

আর মাঠে মধ্যপ্রদেশের বিরুদ্ধে বাংলাকে লড়াইয়ে রাখলেন অভিমন্যু ঈশ্বরন ও শ্রীবৎস গোস্বামী।

বোর্ডের সঙ্গে ম্যাচে সিএবি অ্যাডভান্টেজ পেলেও বুধবার মাঠের লড়াইয়ে কিন্তু তেমন অ্যাডভান্টেজ পাওয়া হল না বাংলার। সেখানে যে প্রতিপক্ষ শুধু মধ্যপ্রদেশ নয়, দিল্লির আবহাওয়াও, যার জেরে আজ রিপ্লে-বিতর্ক তুঙ্গে। মাঠের বাইরের যুদ্ধ সিএবি যতক্ষণ না জিতছে, ততক্ষণ মনোজ তিওয়ারিদের কাছে রঞ্জি ট্রফির এই ম্যাচই মরা-বাঁচার লড়াই। সেই লড়াইয়ে শুরুতেই বাংলা হোঁচট খেলেও অভিমন্যু (৬৮ নআ) ও শ্রীবৎসের (৫২ নআ) ৯৭-এর পার্টনারশিপ বাংলাকে সর্বনাশের মুখ থেকে উদ্ধার করল।

সকালের ঘন কুয়াশা ও দুপুরে কমে আসা আলোয় প্রায় সওয়া দু’ঘণ্টায় ৩০ ওভার খেলা নষ্ট হওয়ার পর বাংলা দিনের শেষে ১৮৫-৪। একটা সময় যা ছিল ৮৮-৪। দুই ওপেনার এবং মনোজ তিওয়ারি (১৫) ও সুদীপ চট্টোপাধ্যায় (০) তখন ফিরে গিয়েছেন প্যাভিলিয়নে।

কুয়াশার জন্য দেড় ঘণ্টা দেরিতে হওয়া টস জিতে ব্যাট করতে নেমে বাংলার ব্যাটসম্যানরা যখন লড়ছেন, তখন বোর্ডকে জোড়া চিঠির চ্যালেঞ্জ ছুড়ে দেন সিএবি-র দুই শীর্ষকর্তা। প্রথম চিঠিতে বোর্ডের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান হিসেবে সৌরভ জবাবদিহি চান সিনিয়র টুর্নামেন্ট কমিটির কাছে। অন্য এক চিঠিতে সিএবি যুগ্মসচিবরাও বোর্ডকে চ্যালেঞ্জ ছুড়ে জানতে চান, কেন গঠনতন্ত্রে থাকা আইনের বাইরে গিয়ে বাংলাকে রিপ্লে থেকে বঞ্চিত করা হচ্ছে?

বোর্ডের গঠনতন্ত্রে ১৮ মে সংশোধিত ‘বাই ল’-র ২৭-এফ ধারায় যেখানে লেখা আছে যে কোনও সিনিয়র টুর্নামেন্টের সূচি বা ফরম্যাট নিয়ে প্রশ্ন উঠলে সিনিয়র টুর্নামেন্ট কমিটি তা টেকনিক্যাল কমিটির কাছে শুধু সুপারিশ করবে। এখন বোর্ডের এই সংশোধিত ধারাই সিএবি-র প্রধান অস্ত্র ও একমাত্র সম্বল। মঙ্গলবার মুম্বইয়ে অনুরাগ ঠাকুরের সঙ্গে দেখা করে যা বলেওছিলেন সৌরভ। বোর্ড প্রেসিডেন্ট চিঠি দিয়ে তা জানাতে বলেন। পরের দিনই তাই জোড়া চিঠির অস্ত্র ছুড়ে দেওয়া হল বোর্ডের উদ্দেশ্যে।

সারা দিন এই পর্ব সেরে বিকেলে পালাম গ্রাউন্ডে হাজির স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায়। বাংলার ছেলেদের খেলা দেখতে। তাঁদের ভরসা জোগাতে। বলে গেলেন, ‘‘মাঠের লড়াই তোমরা জেতো। বাইরেরটা আমি সামলাচ্ছি। সবারই কঠিন পরীক্ষা। পাশ করতেই হবে।’’

সংক্ষিপ্ত স্কোর: বাংলা ১৮৫-৪ (ঈশ্বরন নআ ৬৮, শ্রীবৎস ৫২ নআ, সাকুরে ২-৩৩)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bengal Ranji Trophy
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE