স্পেশ্যাল অলিম্পিকে জাতীয় স্তরে ইউনিফায়েড ফুটবলে চ্যম্পিয়ন হল রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করা বীরভূমের মেয়েদের ফুটবল দল। মঙ্গলবার ওড়িশার ভূবনেশ্বরে কলিঙ্গ স্টেডিয়ামে অন্ধ্রপ্রদেশকে হারিয়ে বীরভূমের মেয়েরা দেশের সেরা হওয়ায় উচ্ছ্বসিত জেলা প্রশাসন।
প্রশাসনের কর্তারা বলছেন— গত বার ছেলেদের দল দেশের সেরা হয়ে গর্বিত করেছে জেলাকে। এ বার মেয়েদের দল একই সাফল্য পাওয়া রীতিমত গর্বের বিষয়। সর্বশিক্ষা মিশনের জেলা প্রকল্প আধিকারিক বাপ্পা গোস্বামী বলছেন, ‘‘দারুণ খবর। রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করাই বড় বিষয়। প্রতিবন্ধকতার সঙ্গে লড়ে দেশের সেরা হওয়া তো নিঃসন্দেহে বড় প্রাপ্তি। জেলায় মেয়েদের খেলাধূলা এগোচ্ছে, এতে তারই প্রমাণ মিলল।’’ ‘বাংলার মেয়েরা খুব ভাল খেলেছে’— বলছেন আয়োজক স্পেশ্যাল অলিম্পিক কমিটির এরিয়া ডাইরেক্টর প্রকাশ রথও।
সর্বশিক্ষা মিশন ও জেলা শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে,রবিবারই জাতীয় স্তরে প্রতিযোগিতায় অংশ নিতে ভূবনেশ্বরে রওনা হয়েছিল ৮ সদস্যের ছাত্রীদের দলটি। সেই দলে ৪ জন করে বিশেষ চাহিদাসম্পন্ন ও সাধারণ ছাত্রী ছিল। সেভেন এ-সাইড প্রতিযোগিতায় মাঠে অবশ্যে লড়াইয়ে ছিল ৪ জন বিশেষ চাহিদাসম্পন্ন ছাত্রী ও ৩ জন সাধারণ ছাত্রী। ফুটবল দলে দেবী মুর্মু, পারুল বেঁশরা, রুপি টুডু, নিবেদিতা সরেন আদিবাসী ছাত্রী। জয়ের পরে তারা জানাচ্ছে, ‘‘খুব খুশি হয়েছি। এতটা আশা করিনি।’’