Advertisement
২০ এপ্রিল ২০২৪
Kuldeep yadav

সারা দিনে পড়ল ৬ উইকেট, তবুও ম্যাচ বাঁচানো মুশকিল অস্ট্রেলিয়ার

সিডনি টেস্টের তৃতীয় দিনের শেষে অ্যাডভান্টেজ ভারত। বর্ডার-গাওস্কর ট্রফিতে ২-১ এগিয়ে থাকা ভারত চতুর্থ টেস্টেও চালকের আসনে। অবিশ্বাস্য কিছু না হলে এই টেস্ট বাঁচানো মুশকিল অস্ট্রেলিয়ার। প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জেতার দিকে এগোচ্ছেন বিরাট কোহালি।

নিজস্ব প্রতিবেদন
সিডনি শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০১৯ ১৫:৩০
Share: Save:
০১ ১৩
সিডনি টেস্টের তৃতীয় দিনের শেষে অ্যাডভান্টেজ ভারত। বর্ডার-গাওস্কর ট্রফিতে ২-১ এগিয়ে থাকা ভারত চতুর্থ টেস্টেও চালকের আসনে। অবিশ্বাস্য কিছু না হলে এই টেস্ট বাঁচানো মুশকিল অস্ট্রেলিয়ার। প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জেতার দিকে এগোচ্ছেন বিরাট কোহালি।

সিডনি টেস্টের তৃতীয় দিনের শেষে অ্যাডভান্টেজ ভারত। বর্ডার-গাওস্কর ট্রফিতে ২-১ এগিয়ে থাকা ভারত চতুর্থ টেস্টেও চালকের আসনে। অবিশ্বাস্য কিছু না হলে এই টেস্ট বাঁচানো মুশকিল অস্ট্রেলিয়ার। প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জেতার দিকে এগোচ্ছেন বিরাট কোহালি।

০২ ১৩
বিনা উইকেটে ২৪ নিয়ে শুরু করেছিল অস্ট্রেলিয়া। দুই ওপেনার মার্কাস হ্যারিস ও উসমান খাওয়াজা ইতিবাচক ভাবে শুরু করেছিলেন। প্রথম উইকেট পড়ে ৭২ রানে। কুলদীপের বলে ক্যাচ দেন খাওয়াজা।

বিনা উইকেটে ২৪ নিয়ে শুরু করেছিল অস্ট্রেলিয়া। দুই ওপেনার মার্কাস হ্যারিস ও উসমান খাওয়াজা ইতিবাচক ভাবে শুরু করেছিলেন। প্রথম উইকেট পড়ে ৭২ রানে। কুলদীপের বলে ক্যাচ দেন খাওয়াজা।

০৩ ১৩
লাঞ্চের সময় ৪০ ওভারে এক উইকেটে ১২২ তুলে ফেলেছিল অস্ট্রেলিয়া। মার্কাস হ্যারিস ব্যাট করছিলেন ৭৭ রানে। ১৮ রানে অপরাজিত ছিলেন মার্নাস লাবুশানে ।

লাঞ্চের সময় ৪০ ওভারে এক উইকেটে ১২২ তুলে ফেলেছিল অস্ট্রেলিয়া। মার্কাস হ্যারিস ব্যাট করছিলেন ৭৭ রানে। ১৮ রানে অপরাজিত ছিলেন মার্নাস লাবুশানে ।

০৪ ১৩
অস্ট্রেলিয়ার দ্বিতীয় উইকেট পড়ে ১২৮ রানে। রবীন্দ্র জাডেজাকে মারতে গিয়ে ব্যাটের কানায় বল লাগিয়ে তা স্টাম্পে টেনে এনে বোল্ড হন হ্যারিস। ৭৯ রানে ফেরেন তিনি।

অস্ট্রেলিয়ার দ্বিতীয় উইকেট পড়ে ১২৮ রানে। রবীন্দ্র জাডেজাকে মারতে গিয়ে ব্যাটের কানায় বল লাগিয়ে তা স্টাম্পে টেনে এনে বোল্ড হন হ্যারিস। ৭৯ রানে ফেরেন তিনি।

০৫ ১৩
১৪৪ রানে পড়ে অস্ট্রেলিয়ার তৃতীয় উইকেট। চার নম্বরে নামা শন মার্শ ফেরেন জাডেজার বলে। প্রথম স্লিপে সহজ ক্যাচ নেন অজিঙ্ক রাহানে। শন করেন মাত্র আট রান।

১৪৪ রানে পড়ে অস্ট্রেলিয়ার তৃতীয় উইকেট। চার নম্বরে নামা শন মার্শ ফেরেন জাডেজার বলে। প্রথম স্লিপে সহজ ক্যাচ নেন অজিঙ্ক রাহানে। শন করেন মাত্র আট রান।

০৬ ১৩
অস্ট্রেলিয়ার ১৫২ রানে ফিরলেন মার্নাস লাবুশানে। তিন নম্বরে নেমে করলেন ৩৮ রান। তাঁকে ফেরালেন মহম্মদ শামি। শর্ট মিডউইকেটে দুর্দান্ত ক্যাচ নেন রাহানে।

অস্ট্রেলিয়ার ১৫২ রানে ফিরলেন মার্নাস লাবুশানে। তিন নম্বরে নেমে করলেন ৩৮ রান। তাঁকে ফেরালেন মহম্মদ শামি। শর্ট মিডউইকেটে দুর্দান্ত ক্যাচ নেন রাহানে।

০৭ ১৩
পঞ্চম উইকেটে ৪০ রান যোগ করেন ট্র্যাভিস হেড ও পিটার হ্যান্ডসকম্ব। কুলদীপকে ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন ট্র্যাভিস হেড। তিনি করলেন ২০। অস্ট্রেলিয়ার পঞ্চম উইকেট পড়ল ১৯২ রানে।

পঞ্চম উইকেটে ৪০ রান যোগ করেন ট্র্যাভিস হেড ও পিটার হ্যান্ডসকম্ব। কুলদীপকে ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন ট্র্যাভিস হেড। তিনি করলেন ২০। অস্ট্রেলিয়ার পঞ্চম উইকেট পড়ল ১৯২ রানে।

০৮ ১৩
লাঞ্চ থেকে টি ব্রেক, এই দু’ঘন্টাতেই ভারত চেপে ধরে অস্ট্রেলিয়াকে। এই সময়ের মধ্যে চার উইকেট হারায় টিম পেনের দল। ওঠে ৭৬ রান। চায়ের বিরতিতে অস্ট্রেলিয়ার স্কোর ছিল পাঁচ উইকেটে ১৯৮।

লাঞ্চ থেকে টি ব্রেক, এই দু’ঘন্টাতেই ভারত চেপে ধরে অস্ট্রেলিয়াকে। এই সময়ের মধ্যে চার উইকেট হারায় টিম পেনের দল। ওঠে ৭৬ রান। চায়ের বিরতিতে অস্ট্রেলিয়ার স্কোর ছিল পাঁচ উইকেটে ১৯৮।

০৯ ১৩
চায়ের বিরতির পরে প্রথম ওভারেই টিম পেনকে বোল্ড করেন কুলদীপ। ফ্লাইট বুঝতেই পারেননি অজি অধিনায়ক। ১৯৮ রানে পড়ল অস্ট্রেলিয়ার ষষ্ঠ উইকেট।

চায়ের বিরতির পরে প্রথম ওভারেই টিম পেনকে বোল্ড করেন কুলদীপ। ফ্লাইট বুঝতেই পারেননি অজি অধিনায়ক। ১৯৮ রানে পড়ল অস্ট্রেলিয়ার ষষ্ঠ উইকেট।

১০ ১৩
আর উইকেট হারায়নি অস্ট্রেলিয়া। অবিচ্ছিন্ন সপ্তম উইকেটে ৩৮ রান যোগ করেন পিটার হ্যান্ডসকম্ব (২৮) ও প্যাট কামিংস (২৫)। তবে দ্বিতীয় নতুন বল এখনও নেয়নি ভারত। রবিবার সকালে বুমরা-শামি কিন্তু নতুন বলেই আক্রমণ করবেন।

আর উইকেট হারায়নি অস্ট্রেলিয়া। অবিচ্ছিন্ন সপ্তম উইকেটে ৩৮ রান যোগ করেন পিটার হ্যান্ডসকম্ব (২৮) ও প্যাট কামিংস (২৫)। তবে দ্বিতীয় নতুন বল এখনও নেয়নি ভারত। রবিবার সকালে বুমরা-শামি কিন্তু নতুন বলেই আক্রমণ করবেন।

১১ ১৩
দিনের শেষ ঘন্টার খেলা বৃষ্টিতে ধুয়ে গেল। এদিন নষ্ট হল ১৬.৩ ওভার। কম আলো ও বৃষ্টি সাময়িক স্বস্তি দিল অস্ট্রেলিয়াকে। ছয় উইকেটে তারা তুলেছে ২৩৬ রান।

দিনের শেষ ঘন্টার খেলা বৃষ্টিতে ধুয়ে গেল। এদিন নষ্ট হল ১৬.৩ ওভার। কম আলো ও বৃষ্টি সাময়িক স্বস্তি দিল অস্ট্রেলিয়াকে। ছয় উইকেটে তারা তুলেছে ২৩৬ রান।

১২ ১৩
ভারতের লিড এখনও ৩৮৬ রানের। ফলো-অন বাঁচাতে অস্ট্রেলিয়ার দরকার আরও ১৮৭ রান। হাতে রয়েছে চার উইকেট। কঠিন লড়াই অপেক্ষা করছে হোম টিমের সামনে।

ভারতের লিড এখনও ৩৮৬ রানের। ফলো-অন বাঁচাতে অস্ট্রেলিয়ার দরকার আরও ১৮৭ রান। হাতে রয়েছে চার উইকেট। কঠিন লড়াই অপেক্ষা করছে হোম টিমের সামনে।

১৩ ১৩
সিডনির পিচ এমনিতেই স্পিন সহায়ক। আর সেখানে বিপজ্জনক হয়ে উঠছেন তিন উইকেট নেওয়া  কুলদীপ যাদব। চায়নাম্যানকে খেলতে সমস্যায় পড়ছেন অজি ব্যাটসম্যানরা।

সিডনির পিচ এমনিতেই স্পিন সহায়ক। আর সেখানে বিপজ্জনক হয়ে উঠছেন তিন উইকেট নেওয়া কুলদীপ যাদব। চায়নাম্যানকে খেলতে সমস্যায় পড়ছেন অজি ব্যাটসম্যানরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE