Advertisement
E-Paper

কুলদীপের ঘূর্ণিতে টলমল অস্ট্রেলিয়া, সিডনিতে বৃষ্টিতে পণ্ড শেষ ঘণ্টার খেলা

শুক্রবার সাত উইকেটে ৬২২ তুলে প্রথম ইনিংস ছেড়ে দিয়েছে ভারত। ফলো-অন বাঁচানোর জন্যও তাই চারশোর উপরে তুলতে হবে অস্ট্রেলিয়াকে। বর্ডার-গাওস্কর ট্রফিতে ২-১ এগিয়ে থাকা ভারতের নিয়ন্ত্রণেই এখন সিডনি টেস্ট।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০১৯ ১০:০১
কুলদীপকে জড়িয়ে ধরলেন কোহালি। শনিবার সিডনিতে। ছবি: এপি।

কুলদীপকে জড়িয়ে ধরলেন কোহালি। শনিবার সিডনিতে। ছবি: এপি।

অস্ট্রেলিয়াকে সাময়িক বাঁচাল বৃষ্টি। চায়ের বিরতির ঘণ্টাখানেক পরে আলোর অভাবে থামল খেলা। তার পর নামল ঝেঁপে বৃষ্টি। ফলে শনিবার চতুর্থ টেস্টের তৃতীয় দিনে পণ্ড হল শেষ ঘন্টার খেলা। নষ্ট হল ১৬.৩ ওভার। রবিবার সকালে যদিও আধ ঘন্টা আগে খেলা শুরু হবে। কিন্তু, এদিন টিম পেনের দলকে প্রবল চাপ থেকে আপাতত উদ্ধার করল আবহাওয়াই। তবে টেস্টের আরও দিন দুয়েক বাকি।

সিডনির পিচে ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছেন কুলদীপ যাদব। অস্ট্রেলিয়ার ছয় উইকেটের অর্ধেকই তাঁর। মন্দ আলোর জন্য খেলা বন্ধের সময় ছয় উইকেটে ২৩৬ তুলেছিল অস্ট্রেলিয়া। যার মধ্যে তিন উইকেটই নিয়েছেন কুলদীপ। সঙ্গ দিচ্ছেন রবীন্দ্র জাডেজাও। তিনি নিয়েছেন দুই উইকেট। দুই স্পিনারের মিলিত শিকার পাঁচ।স্পিনের যুগলবন্দিতে রীতিমতো হাঁসফাঁস করছে অস্ট্রেলিয়া। যে ভাবে বল করছিলেন কুলদীপ, তাতে এদিন আরও উইকেট পড়তে পারত হোমটিমের। কিন্তু, প্রকৃতি কিছুটা স্বস্তি দিল অস্ট্রেলিয়াকে।

চায়ের বিরতির মধ্যেই অস্ট্রেলিয়া হারিয়েছিল পাঁচ উইকেট। তখন দুই স্পিনার নিয়েছিলেন দুটো করে উইকেট। চায়ের বিরতির পরে প্রথম ওভারেই অজি অধিনায়ক টিম পেনকে (৫) বোল্ড করেন কুলদীপ। ১৯৮ রানে ছয় উইকেট পড়ে গিয়েছিল। সেখান থেকে অবিচ্ছিন্ন সপ্তম উইকেটে ৩৮ রান যোগ করেন পিটার হ্যান্ডসকম্ব (২৮) ও প্যাট কামিংস (২৫)।ভারতের থেকে এখনও ৩৮৬ রানে পিছিয়ে অস্ট্রেলিয়া। হাতে রয়েছে চার উইকেট।

আরও পড়ুন: দ্রাবিড়কে যদি দেওয়াল বলা হয়, পূজারার কী নাম দেব!​

আরও পড়ুন: লাবুশানের নাম উচ্চারণ নিয়ে খোঁচা গাওস্করের​

শুক্রবার সাত উইকেটে ৬২২ তুলে প্রথম ইনিংস ছেড়ে দিয়েছে ভারত। ফলো-অন বাঁচানোর জন্যও তাই চারশোর উপরে তুলতে হবে অস্ট্রেলিয়াকে। তার জন্য অস্ট্রেলিয়ার এখনও প্রয়োজন ১৮৭ রান। বর্ডার-গাওস্কর ট্রফিতে ২-১ এগিয়ে থাকা ভারতের নিয়ন্ত্রণেই এখন সিডনি টেস্ট। যদি এই টেস্ট অস্ট্রেলিয়া ড্র করেও ফেলে, তাহলেও সিরিজ জিতবেন কোহালিরা। অস্ট্রেলিয়ায় সেটা হবে ভারতের প্রথম টেস্ট সিরিজ জয়। অবশ্য সিডনি টেস্টের যা গতিপ্রকৃতি, তাতে এই টেস্ট বাঁচানো মোটেই সহজ হবে না অস্ট্রেলিয়ার। ভারতের ৩-১ করার সম্ভাবনাই তাই দেখছে ক্রিকেটমহল।

লাবুশানে আউট। পড়ল অস্ট্রেলিয়ার চতুর্থ উইকেট। সিডনিতে উচ্ছ্বসিত ভারতীয়রা। ছবি:এপি।

শনিবার সকালে বিনা উইকেটে ২৪ নিয়ে শুরু করেছিল অস্ট্রেলিয়া। সকালের সেশনে অস্ট্রেলিয়ার দুই ওপেনার মার্কাস হ্যারিস ও উসমান খাওয়াজা ইতিবাচক ভাবে শুরু করেছিলেন। প্রথম উইকেট পড়ে ৭২ রানে। চায়নাম্যান কুলদীপ যাদবের বলে চেতেশ্বর পূজারাকে ক্যাচ দেন খাওয়াজা (২৭)। লাঞ্চের সময় ৪০ ওভারে এক উইকেটে ১২২ তুলে ফেলেছিল তারা। মার্কাস হ্যারিস ব্যাট করছিলেন ৭৭ রানে। সঙ্গে ছিলেন তিন নম্বরে নামা মার্নাস লাবুশানে (১৮)।

মধ্যাহ্নভোজের বিরতির পর দ্রুত তিন উইকেট হারায় অস্ট্রেলিয়া। বাঁ-হাতি স্পিনার জাডেজার বলে মারতে গিয়ে ব্যাটের কাণায় লাগিয়ে বোল্ড হন হ্যারিস (৭৯)। অস্ট্রেলিয়ার দ্বিতীয় উইকেট পড়ে ১২৮ রানে। ১৪৪ রানে পড়ে তৃতীয় উইকেট। চার নম্বরে নামা শন মার্শ (৮) ফেরেন জাডেজার বলে। প্রথম স্লিপে ক্যাচ নেন অজিঙ্ক রাহানে। আট রানের মধ্যে ফের ঝটকা। দলীয় ১৫২ রানে ফিরলেন মার্নাস লাবুশানে (৩৮)। তিন নম্বরে নামা ডানহাতিকে ফেরালেন মহম্মদ শামি। শর্ট মিডউইকেটে দুর্দান্ত ক্যাচ নেন রাহানে। ১৫২ রানে পড়ে অস্ট্রেলিয়ার চতুর্থ উইকেট। এরপর পঞ্চম উইকেটে ৪০ রান যোগ করেন ট্র্যাভিস হেড ও পিটার হ্যান্ডসকম্ব।কুলদীপকে ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন ট্র্যাভিস হেড (২০)।

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল ,টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

Cricket Cricketer India-Australia Sydney Test Kuldeep Yadav Ravindra Jadeja Border-Gavaskar Trophy 2018 Marnus Labuschagne
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy