Bumrah always gets big names as his first international wickets dgtl
URL Copied
খেলা
শুধু ডেভিলিয়ার্সই নয়, আন্তর্জাতিক ক্রিকেটে বুমরার প্রথম শিকারদের নাম শুনলে চমকে যাবেন
নিজস্ব প্রতিবেদন
০৭ জানুয়ারি ২০১৮ ১২:৫০
Advertisement
১ / ৫
শুধু টেস্টই নয়, ওয়ান ডে বা টি ২০-তেও বুমরার প্রথম শিকারদের নাম শুনলে চমকে যাবেন। এক ঝলকে দেখে নেওয়া যাক ওডিআই, টেস্ট, টি২০ এবং আইপিএলে তাঁর প্রথম শিকার কারা।
২ / ৫
২০১৩ সালে আইপিএল অভিষেক হয় এই তরুণ ক্রিকেটারের। অভিষেকেই বিরাট কোহালিকে আউট করেন বুমরা।
Advertisement
Advertisement
৩ / ৫
ওয়ান ডে-তে বুমরার প্রথম শিকার অস্ট্রেলীয় অধিনায়ক স্টিভ স্মিথ।
৪ / ৫
আন্তর্জাতিক টি২০ ক্রিকেটেও বুমরার প্রথম শিকার এক জন অস্ট্রেলীয়। নিজের আন্তর্জাতিক টি২০ অভিষেকে বিধ্বংসী অজি ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারকে আউট করেন জসপ্রীত বুমরা।
Advertisement
৫ / ৫
টি২০ এবং ওডিআই ক্রিকেটে ধারাবাহিক ভাল পরফরম্যান্সের সুবাদে টেস্ট দলে সুযোগ দেওয়া হয় বুমরাকে। টেস্ট অভিষেকে বুমরার প্রথম শিকার এবি ডেভিলিয়ার্স।