Advertisement
E-Paper

রোহিতের ২০,০০০ রান! সচিন, কোহলি, দ্রাবিড়ের ক্লাবে ঢুকে পড়লেন শর্মা

বিশাখাপত্তনমে নজির গড়লেন রোহিত শর্মা। আন্তর্জাতিক ক্রিকেটে ২০,০০০ রান পূর্ণ করলেন তিনি। ভারতের চতুর্থ ব্যাটার হিসাবে এই কীর্তি করেছেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৫ ২৩:০৮
cricket

বিশাখাপত্তনমে অর্ধশতরানের পর রোহিত শর্মা। ছবি: পিটিআই।

শতরান হাতছাড়া হলেও বিশাখাপত্তনমে নজির গড়লেন রোহিত শর্মা। আন্তর্জাতিক ক্রিকেটে ২০,০০০ রান পূর্ণ করলেন তিনি। ভারতের চতুর্থ ব্যাটার হিসাবে এই কীর্তি করেছেন তিনি। সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি ও রাহুল দ্রাবিড়দের ক্লাবে ঢুকে পড়লেন রোহিত।

বিশাখাপত্তনমে ৭৫ রান করেছেন রোহিত। ২৭ রান করার সঙ্গে সঙ্গে ২০,০০০ আন্তর্জাতিক রান পূর্ণ হয়েছে তাঁর। ৫০৫ ম্যাচে এই কীর্তি করেছেন তিনি। এখন রোহিতের রান ২০,০৪৮। তিন ফরম্যাট মিলিয়ে তাঁর গড় ৪২.৪৭। স্ট্রাইক রেট ৮৭.৩৮। আন্তর্জাতিক কেরিয়ারে মোট ৫০টি শতরান ও ১১১টি অর্ধশতরান করেছেন রোহিত।

তিন ফরম্যাটের মধ্যে এক দিনের ক্রিকেটেই সবচেয়ে বেশি রান রোহিতের। ২৭৮ ম্যাচে ১১,৪৪১ রান করেছেন তিনি। এক দিনের ক্রিকেটে ৪৯.১০ গড় ও ৯২.৭৯ স্ট্রাইক রেটে রান করেছেন তিনি। ৩৩টি শতরান ও ৬০টি অর্ধশতরান এসেছে তাঁর ব্যাট থেকে। ৬৭ টেস্টে ৪৩০১ রান রোহিতের। ৪০.৫৭ গড়ে ১২টি শতরান ও ১৮টি অর্ধশতরান করেছেন তিনি। ১৫৯ টি-টোয়েন্টি ম্যাচে রোহিতের রান ৪২৩১। তাঁর গড় ৩২.০৫ ও স্ট্রাইক রেট ১৪০.৮৯। টি-টোয়েন্টিতে পাঁচটি শতরান ও ৩২টি অর্ধশতরানের মালিক রোহিত।

এই তালিকায় শীর্ষে সচিন। ৬৬৪ ম্যাচে ৩৪,৩৫৭ রান করেছেন তিনি। আন্তর্জাতিক কেরিয়ারে ১০০ শতরান ও ১৬৪ অর্ধশতরান করেছেন সচিন। দ্বিতীয় স্থানে রয়েছেন কোহলি। ৫৫৬ ম্যাচে তিনি করেছেন ২৭,৯১০ রান। ৮৪ শতরান ও ১৪৪ অর্ধশতরান করেছেন কোহলি। তিন নম্বরে দ্রাবিড়। ৫০৪ ম্যাচে তাঁর রান ২৪,০৬৪। কেরিয়ারে ৪৮ শতরান ও ১৪৫ অর্ধশতরান করেছেন দ্রাবিড়। তাঁদের পরেই ২০ হাজারের ক্লাবে ঢুকলেন রোহিত।

India vs South Africa 2025 Rohit Sharma
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy