Advertisement
১১ মে ২০২৪
শের-ই-বাংলা পারল, পারবে কি ইডেন

নতুন মাঠে চ্যালেঞ্জ সামলাতে তৈরি সিএবি

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় তথা শেষ যুদ্ধ। গোটা দিনে বৃষ্টি মাত্র আধ ঘণ্টার। তা-ও সকালে এবং ইডেনে রাতের ম্যাচে একটা বলও পড়ল না। আম্পায়ারদের ম্যাচ বাতিল ঘোষণা করে দিতে হল।


শের-ই-বাংলা পারল, পারবে কি ইডেন

শের-ই-বাংলা পারল, পারবে কি ইডেন

নিজস্ব সংবাদদাতা:
ইডেন: শেষ আপডেট: ০৭ মার্চ ২০১৬ ০৩:৫৮
Share: Save:

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় তথা শেষ যুদ্ধ। গোটা দিনে বৃষ্টি মাত্র আধ ঘণ্টার। তা-ও সকালে এবং ইডেনে রাতের ম্যাচে একটা বলও পড়ল না। আম্পায়ারদের ম্যাচ বাতিল ঘোষণা করে দিতে হল।

৬ মার্চ, ২০১৬, শের-ই-বাংলা: এশিয়া কাপ ফাইনালে ভারত বনাম বাংলাদেশ। বিকেল সাড়ে পাঁচটা থেকে আকাশ কালো, তার পর বজ্রবিদ্যুৎ সহ-বৃষ্টি। যা চলল এক ঘণ্টা ঠিকই, কিন্তু ম্যাচ শুরু করতে কোনও অসুবিধে হল না।

দুই বাংলা, দুই গর্বের মাঠ, দুই ছবি। পদ্মাপারের শের-ই-বাংলা এবং গঙ্গাপারের ইডেন। প্রথম মাঠ তুমুল বর্ষণকে বুড়ো আঙুল দেখিয়ে ম্যাচ শুরু করে দিতে পারে। দ্বিতীয় মাঠ সেখানে অসহায় ভাবে দেখে কী ভাবে ম্যাচ কেড়ে নিয়ে যাচ্ছে মাত্র আধ ঘণ্টার বৃষ্টি!

সোজা কথায়, রবিবার বাংলাদেশের এশিয়া কাপ ফাইনাল কড়া চ্যালেঞ্জের মুখে ঠেলে দিল কলকাতার বিশ্বকাপের ইডেন গার্ডেন্সকে।

২০১৫-র ইডেন (ডান দিকে) যা পারেনি

আর দিন তিন-চারের মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের দামামা বেজে উঠবে শহরে। বিশ্বকাপ ফাইনাল এখানে, গ্রুপ লিগের ম্যাচও আছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হল, ইডেন তার মহাযজ্ঞের জন্য কতটা তৈরি? বৃষ্টি এলে সে এ বার কী করবে? ইডেনের পক্ষে শের-ই-বাংলা হওয়া সম্ভব হবে তো?

ঘটনা হল, চলতি বা তার পরের মাসে কলকাতায় ঝড়-বৃষ্টি হওয়ার আশঙ্কা ভাল রকমই আছে। এ সময় কালবৈশাখী হওয়া খুব স্বাভাবিক ব্যাপার। আর সেটা হলে ইডেনে ম্যাচ ভেস্তে যাওয়াও এত দিন স্বাভাবিক ব্যাপার ছিল। প্রায় প্রত্যেক বারই আইপিএলে একটা করে ইডেন ম্যাচ বৃষ্টি কেড়ে নেয়। আর বৃষ্টিতে দফারফা ম্যাচের শেষ উদাহরণ— গত অক্টোবরের ভারত-দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি। যার পর ইডেনের চারিত্রিক বৈশিষ্ট্য বদল আনা হয়েছে প্রচুর, কিন্তু তা এখনও পরীক্ষার মুখে পড়েনি।

রবিবার সন্ধেয় ইডেন কিউরেটর সুজন মুখোপধ্যায় বলছিলেন, ‘‘ইডেন আর আগের মতো নেই। নতুন গ্রাউন্ড কভার এসেছে। গোটা মাঠ কোরিং করা হয়েছে। আজ তো প্রস্তুতির একটা ডেমো রানও হল। আমরাও তৈরি।’’ শের-ই-বাংলা থেকে ইডেন কী শিক্ষা পেল জিজ্ঞেস করা হলে সিএবি কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে বললেন, ‘‘কোনও মাঠের সঙ্গে কোনও মাঠের তুলনায় আমি বিশ্বাসী নই। আমি বলব, ইডেনের অবস্থা এখন অনেক ভাল। আর এটাও মনে রাখতে হবে, ইডেন কিন্তু গঙ্গার একদম পাশে। জল বার করা অত সহজ তাই সব সময় হয় না।’’ সিএবি কর্তারা প্রবল বিশ্বাসের সঙ্গে বুঝিয়ে দিচ্ছেন, কেন প্রবীর মুখোপাধ্যায় জমানার ইডেনের প্রত্যাবর্তনের আর কোনও সম্ভাবনা নেই। বোঝাচ্ছেন, উদাহরণ দিয়ে।

এক) কোরিং এবং ডিপ কোরিং: যার অর্থ ইডেনের মাটি খুঁড়ে তার মধ্যে বালি গুঁজে দেওয়া। যা উপরের জমা জল শুষে নেবে দ্রুত। আগের মতো উপরে জল দাঁড়াবে না।

দুই) গ্রাউন্ড কভার: বহু কাঞ্চনমূল্য খরচ করে যা আনা হয়েছে ইংল্যান্ড থেকে। যে কভার থাকবে বেলুন-আকৃতির এক বস্তুর মধ্যে। বেলুন টেনে মাঠে এনে কভার দিয়ে দিতে হবে। সব মিলিয়ে গোটা মাঠ জুড়ে থাকবে তেরোটা বেলুন। বৃষ্টির সম্ভাবনা দেখলেই যা নামিয়ে দেওয়া হবে। এবং পুরো ইডেন ঢাকতে লাগবে নাকি বড়জোর কুড়ি মিনিট।

তিন) সুপার সপার: এত দিন পর্যন্ত সিএবির কাছে ছিল চারটে। বিশ্বকাপের কথা ভেবে অস্ট্রেলিয়া থেকে আরও একটা আনা হচ্ছে। মাঠ শুকোবে আরও তাড়াতাড়ি।

শোনা গেল সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে তো বটেই সংস্থার সহকর্মীদেরও বলে দিয়েছেন যে, বিশ্বকাপ নিয়ে কোনও ঝুঁকি তিনি নিতে চান না। সেই কারণে নতুন সুপার-সপার। সেই কারণে গ্রাউন্ড কভার পরিচালনা করার দক্ষ লোক। যিনি ইংল্যান্ড থেকে ঢুকে পড়ছেন বিশ্বকাপের আগে, বেরোবেন কাপ ফাইনালের পর। সিএবির গ্রাউন্ডস কমিটি চেয়ারম্যান দেবব্রত দাসের মতো কেউ কেউ আরও জুড়ে দিলেন যে, মাঠকর্মীও বাড়ানো হচ্ছে। ষাট-সত্তর জন করে থাকবেন প্রত্যেক ম্যাচে। বলা হল, বৃষ্টি যদি মারাত্মক হয় তাতেও অসুবিধে নেই। থামার পর আধ ঘণ্টা পেলেও চলবে। পরিবর্তনের ইডেনে ম্যাচ শুরু করতে ওটাই যথেষ্ট। শুধু দু’টো খচখচানি। ইডেনের নিকাশি ব্যবস্থা এখনও ‘ফুলপ্রুফ’ নয়। যা আগে ছিল, তা-ই আছে। ‘কোরিং’ করায় অবস্থার উন্নতি হয়েছে, বিশ্বকাপ উতরে দেওয়া যাবে। কিন্তু নিকাশিব্যবস্থার আমূল সংস্কারে হাত দেওয়া যাবে আইপিএলের পর। আর দ্বিতীয়ত, কভারের একটা ত্রুটি। যা হালকা এবং ঝড় হলে ঝামেলা আছে। ইডেন মাঠের কাজকর্মের সঙ্গে যুক্ত এক গুরুত্বপূর্ণ সদস্যই দু’টো ব্যাপার বললেন। বললেন যে, ঝড়ে নাকি কভার উড়েও যেতে পারে।

কালবৈশাখীতে যে আবার ঝড়টাও হয়!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

eden sher-e-bangla
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE