Advertisement
০৭ মে ২০২৪

মেসির চোট নিয়ে ধোঁয়াশা

চার জনকে কাটিয়ে গোল করা হোক। বা ডিফেন্ডারদের মাটিতে ফেলে লব করা। অতিমানবীয় লিওনেল মেসির কীর্তি কে না জানে। সেই তালিকায় নতুন সংযোজন ‘দৃষ্টিহীন ফুটবলে’ গোল করা।

চোখ বেঁধেও অব্যর্থ।

চোখ বেঁধেও অব্যর্থ।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৬ ০৩:৪৩
Share: Save:

চার জনকে কাটিয়ে গোল করা হোক। বা ডিফেন্ডারদের মাটিতে ফেলে লব করা। অতিমানবীয় লিওনেল মেসির কীর্তি কে না জানে। সেই তালিকায় নতুন সংযোজন ‘দৃষ্টিহীন ফুটবলে’ গোল করা।

বার্সেলোনার ট্রেনিং গ্রাউন্ডে ছিল ফাইভ আ সাইড ম্যাচ। বিপক্ষে স্পেনের প্যারালিম্পিক্স দলের দৃষ্টিহীন ফুটবলাররা। শর্ত ছিল, মেসিদের চোখে ফেট্টি পরে পেনাল্টি শ্যুটআউটে নামতে হবে। চোখে ফেট্টি লাগিয়ে সঠিক জায়গায় পেনাল্টি রাখতে পারেননি বার্সা ফুটবলাররা। মেসি পেনাল্টি নিতে আসার আগেও সবাই ভেবেছিল তাঁরও একই দশা হবে। কিন্তু চোখ ঢাকা অবস্থাতেও মেসি গোল করে গেলেন।

এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে স্পেনের প্যারালিম্পিক্স দলকে উৎসাহ দিতে মাঠে নেমেছিলেন মেসি। যাঁর চোট নিয়ে ধোঁয়াশা রয়েই যাচ্ছে। নিজের ছবি টুইট করে মেসি আশ্বস্ত করেছিলেন ভক্তদের, শীঘ্রই তিনি ফিরবেন দলে। কিন্তু ক্লাব এখনও ধন্দে তাঁর ফিটনেস নিয়ে। ক্লাব কর্তারা মেসির প্রত্যাবর্তনের কোনও নির্দিষ্ট তারিখ বলতে পারছেন না। ক্লাব ডাক্তাররাও এখনও পরীক্ষা চালাচ্ছেন মেসির চোট নিয়ে।

দৃষ্টিহীনদের সঙ্গে ফুটবল ম্যাচে চোখে ফেট্টি বেঁধে খেললেন লিওনেল মেসি। এবং পেনাল্টি থেকে গোলও করলেন।
এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এই অভিনব ম্যাচ খেলেন মেসিরা।

এ দিন ট্রেনিংয়ে হাল্কা স্ট্রেচিং করলেও বল নিয়ে প্র্যাকটিস করেননি মেসি। পরিস্থিতি যা তাতে পরের লা লিগা ম্যাচে মেসি খেলবেন কি না, সন্দেহ থেকেই যাচ্ছে। ক্লাবের এক সূত্রের মতে, এনরিকে কোনও রকম ঝুঁকি নিতে চাইছেন না এলএম টেনকে নিয়ে। চোট সারার জন্য সময় দিতে চান তাঁকে। কারণ এনরিকে জানেন খুব বেশি তাড়াহুড়ো করলে বড় রকমের চোট পেতে পারেন এলএম টেন। আলাভেস ম্যাচের আগে মেসিকে ছেড়েই প্ল্যানিং সারছেন বার্সা কোচ। মেসি ছাড়া অবশ্য আন্দ্রে ইনিয়েস্তাও চোটে অনিশ্চিত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Messi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE