চাপের মুখে দলকে ভরসা দিতে পারল না কোহলির ব্যাট। ফাইল ছবি।
বিশাখাপত্তনমে হারল ভারত। সহজেই জয়ের রান তুলে নিল অস্ট্রেলিয়া। ১১৮ রানের লক্ষ্যে পৌঁছতে অস্ট্রেলিয়া নিল মাত্র ১১ ওভার।
মিচেল মার্শ এবং ট্রেভিস হেড ওপেন করছেন। তাঁরা সহজেই মহম্মদ শামি এবং মহম্মদ সিরাজকে সামলাচ্ছেন। প্রথম তিন ওভারে ২৪ রান তুলল অস্ট্রেলিয়া।
ভারতের ইনিংস শেষ হয়ে গেল ১১৭ রানে। বিশাখাপত্তনমে ভারতের ব্যাটিং বিপর্যয়ের কারণে ৫০ ওভারের ক্রিকেটে সহজ লক্ষ্যের সামনে অস্ট্রেলিয়া।
শামিকে (শূন্য) আউট করলেন অ্যাবট। ভারত ১০৩/৯। অ্যাবটের সামনে হ্যাটট্রিকের সুযোগ।
রাহুলকেও (৯) আউট করলেন স্টার্ক। ভারতের প্রথম ৪ উইকেটই তুলে নিলেন অস্ট্রেলিয়ার বাঁহাতি জোরে বোলার। ভারত ৮.৪ ওভারের ৪৮/৪।
সূর্যকুমারকে (শূন্য) প্রথম বলেই আউট করলেন স্টার্ক। হ্যাটট্রিকের সামনে অস্ট্রেলীয় জোরে বোলার। ভারত ৩২/৩।