
দক্ষিণ আফ্রিকার উল্লাস
দক্ষিণ আফ্রিকার উল্লাস
ফেলুকায়োর বলে ফিরে গেলেন অশ্বিন।
পুল করতে গিয়ে আউট বেঙ্কটেশ।
মারমুখী হতে গিয়ে ফিরলেন পন্থ। স্টাম্পড হলেন তিনি।
ভুল শট খেলে আউট শ্রেয়স। ১৭ রান করে এনগিডির বলে ফিরলেন তিনি।
অর্ধশতরান করেই আউট কোহলী।
নেতৃত্ব না থাকলেও ব্যাটার কোহলী ছন্দেই রয়েছেন। ৬০ বলে অর্ধশতরান পূরণ করলেন।
ভাঙল জুটি। মহারাজ ফিরিয়ে দিলেন ধবনকে।
দলে ফিরেই অর্ধশতরান করলেন শিখর ধবন। ৫১ বলে অর্ধশতরান পূরণ করলেন তিনি।
মার্করামের বলে উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়ে ১২ রানে ফিরলেন রাহুল।
রান তাড়া করতে নেমে ধীরে শুরু রাহুল এবং ধবনের।
বাভুমা, ডুসেনের অনবদ্য শতরানের জেরে ২৯৬-৪ তুলল দক্ষিণ আফ্রিকা। ভারতের দরকার ২৯৭।
বাভুমাকে ফেরালেন বুমরা। তাঁর বলে ক্যাচ নিলেন রাহুল। ১১০ করেছেন বাভুমা।
ভারতীয় বোলারদের উপর দাপট দেখিয়ে শতরান ডুসেনের। ৮৩ বলে শতরান করলেন তিনি।
অধিনায়কোচিত ইনিংস বাভুমার। একদিনের ক্রিকেটে দ্বিতীয় শতরান হল তাঁর।
মারকুটে মনোভাব নিয়ে খেলে অর্ধশতরান ডুসেনের।
দক্ষিণ আফ্রিকার অধিনায়ক দায়িত্বশীল ইনিংস খেলছেন। যোগ্য সঙ্গত দিচ্ছেন ডুসেনও।
বেঙ্কটেশ আয়ারের সরাসরি থ্রোয়ে ফিরলেন মার্করাম। মাত্র ৪ রান করেছেন তিনি।
উইকেটে ক্রমশ জমে যাচ্ছিলেন ডি’কক। দুর্দান্ত গুগলিতে তাঁকে ফেরালেন অশ্বিন।
বাভুমা এবং ডি’ককের জুটি এখনও ভাঙতে পারলেন না ভারতীয় বোলাররা।
মালানকে আউট করলেন বুমরা। ৫ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা ১ উইকেটে ২৩।