Advertisement
১০ জুন ২০২৪

ছবি: টুইটার থেকে

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২২ ২১:৩৬
Share: Save:
শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২২ ২১:৩৬ key status

আউট এলগার

বুমরা ফেরালেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ককে। আশা রইল ভারতের। চতুর্থ দিনে আরও ৮ উইকেটের জন্য ঝাঁপাবে ভারত।

timer শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২২ ২১:২৪ key status

১০০ রানের গণ্ডি পার করল দক্ষিণ আফ্রিকা

ভারত লক্ষ্য রেখেছে ২১২ রানের। তৃতীয় দিনে ইতিমধ্যেই ১০১ রান তুলে ফেলল দক্ষিণ আফ্রিকা। বাকি ১১১ রান।

Advertisement
timer শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২২ ২০:৫৩ key status

রিভিউ নিয়ে টিকে থাকলেন এলগার

অশ্বিনের বলে এলবিডব্লিউ হন এলগার। মাঠের আম্পায়ার আউটের সিদ্ধান্ত জানান। রিভিউ নেন এলগার। সেখানে দেখা যায় বল উইকেটের উপরে যেতে পারত। আক্ষেপ স্পষ্ট কোহলীর মুখে। তিনি মানতেই পারছেন না বলটা উপরে যেত।

timer শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২২ ২০:২২

দ্রুত রান তুলছে দক্ষিণ আফ্রিকা

এলগার এবং পিটারসেন দ্রুত রান তুলছেন। মার্করামকে ফেরালেও ভারতীয় পেসাররা এখনও অবধি দক্ষিণ আফ্রিকাকে চাপে ফেলতে পারছে না।

timer শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২২ ১৯:৪৪ key status

প্রথম ধাক্কা দিলেন শামি

মার্করামকে ফিরিয়ে দিলেন শামি। ভারতকে প্রথম সাফল্য এনে দিলেন তিনি।

timer শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২২ ১৮:৫৬ key status

দক্ষিণ আফ্রিকার সামনে ২১২ রানের লক্ষ্য

১০০ রানে অপরাজিত রইলেন পন্থ। মারতে গিয়ে আউট হলেন বুমরা। তৃতীয় টেস্ট জিততে ২১২ রান প্রয়োজন দক্ষিণ আফ্রিকার। বুমরা, শামিদের লক্ষ্য দশ উইকেট। ভারতের দুই ইনিংসের মিলিয়ে ২০টি উইকেটই ক্যাচ আউট।

Advertisement
timer শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২২ ১৮:৪৩ key status

শতরান পন্থের

ভারতের তরুণ উইকেটরক্ষকের ব্যাটে শতরান। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম শতরান করলেন তিনি। দলের প্রয়োজনে গুরুত্বপূর্ণ ইনিংস খেললেন পন্থ। রাবাডাদের বিরুদ্ধে এই ইনিংস স্মরণীয় হয়ে থাকবে।

timer শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২২ ১৮:৩৪ key status

ফিরলেন শামিও

জানসেনের বলে পুল করতে গিয়ে আউট হলেন শামি। শতরান থেকে ৬ রান দূরে পন্থ।

timer শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২২ ১৮:০৬ key status

আউট উমেশ

এ বার রাবাডা। উল্টো দিকে দাঁড়িয়ে রয়েছেন পন্থ। ধীরে ধীরে সঙ্গীহীন হয়ে পড়ছেন তিনি।

timer শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২২ ১৭:৫০ key status

আউট শার্দূল

মধ্যাহ্নভোজের পর থেকে ভারতের ত্রাস হয়ে উঠেছেন এনগিডি। শার্দূলকেও ফেরালেন তিনি। সাত উইকেট হারাল ভারত।

timer শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২২ ১৭:২৭ key status

আউট অশ্বিন

অফস্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে উইকেট দিলেন অশ্বিন। গালিতে ক্যাচ নিলেন জানসেন।

timer শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২২ ১৭:১২ key status

আউট কোহলী

ভাঙল কোহলী-পন্থ জুটি। এনগিডি-র বলে দ্বিতীয় স্লিপে ক্যাচ দিলেন কোহলী। ভারত এগিয়ে ১৬৯ রানে।

timer শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২২ ১৬:১১ key status

মধ্যাহ্নভোজে ভারত ১৩০/৪

শুরুতেই পুজারা এবং রহাণেকে হারিয়ে কিছুটা চাপে পরে গিয়েছিল ভারত। সেখান থেকে দলকে বার করে আনলেন বিরাট কোহলী এবং ঋষভ পন্থ। আক্রমণাত্মক ইনিংস খেলছেন পন্থ। প্রথম ইনিংসের মতো এ বারেও অফস্টাম্পের বাইরের বল খেলছেন না কোহলী। বেশ কিছুটা দেখে খেলছেন ভারত অধিনায়ক।

timer শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২২ ১৬:০২ key status

অর্ধশতরান পন্থের

৫৮ বলে ৫০ রান করলেন পন্থ। টেস্টে অষ্টম অর্ধশতরান পন্থের। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম।

timer শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২২ ১৫:৪০

৫০ রানের জুটি গড়লেন পন্থ, কোহলী

পুজারা, রহাণেকে হারিয়ে চাপে পড়েছিল ভারত। সেই চাপ কাটিয়ে ৫০ রানের জুটি গড়লেন কোহলী এবং পন্থ।

timer শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২২ ১৫:০০

১০০ রানের লিড ভারতের

কেপ টাউনে ১০০ রানের লিড পেয়ে গিয়েছে ভারত। ক্রিজে কোহলী এবং পন্থ। 

timer শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২২ ১৪:৪৪

দক্ষিণ আফ্রিকার পেসারদের দাপট

প্রথম ৪০ মিনিটে দক্ষিণ আফ্রিকার পেসারদের দাপট দেখল কেপ টাউন। দুই উইকেট হারাল ভারত, উঠল ১৯ রান। কোহলীর বিরুদ্ধে আক্রমণাত্মক ফিল্ডিং সাজাচ্ছে দক্ষিণ আফ্রিকা। পাল্টা আক্রমণ করার চেষ্টা করছেন পন্থ। এখনও সেই ভাবে সফল হতে পারেননি।

timer শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২২ ১৪:১৭ key status

আউট রহাণে

রাবাডা ফেরালেন রহাণেকে। দক্ষিণ আফ্রিকার পেসারদের দাপট কেপ টাউনে। ফিরলেন ভারতের দুই অভিজ্ঞ ব্যাটার।

timer শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২২ ১৪:০৬ key status

আউট পুজারা

দিনের দ্বিতীয় বলেই পুজারাকে ফিরিয়ে দিলেন জানসেন। 

timer শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২২ ১৩:৪৩ key status

দ্বিতীয় দিনের শেষে

বুমরার দাপটে দক্ষিণ আফ্রিকা শেষ হয়ে যায় ২১০ রানে। ১৩ রানে লিড পায় ভারত। দুই ওপেনারকে হারিয়ে ইতিমধ্যেই ৭০ রানের লিড তুলে নিয়েছে ভারত। কোহলীদের চেষ্টা থাকবে দক্ষিণ আফ্রিকাকে বড় রানের লক্ষ্য দেওয়ার। সেই চেষ্টাই করবেন পুজারা, কোহলী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE