Advertisement
০৭ মে ২০২৪

—ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৩ ২২:৪২
Share: Save:
শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৩ ২২:৪২ key status

হার ভারতের

১৬ রানে হারল ভারত। 

timer শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৩ ২২:২৯ key status

আউট সূর্যকুমার

অর্ধশতরান করেই আউট সূর্যকুমার।  ১৬ ওভার শেষে ভারত ৬ উইকেট হারিয়ে তুলল ১৪৯ রান। জয়ের জন্য প্রয়োজন আর ৫৮ রান।

Advertisement
timer শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৩ ২২:১৫ key status

অর্ধশতরান অক্ষরের

২০ বলে অর্ধশতরান করলেন অক্ষর। ভারতকে ম্যাচে ফেরালেন তিনি। ১০ ওভারে ভারতের ছিল মাত্র ৬৪ রান। সেখান থেকে অক্ষর এবং সূর্যকুমারের দাপটে ১৫ ওভার শেষে ভারত ৫ উইকেট হারিয়ে তুলেছে ১৩৯ রান। জয়ের জন্য প্রয়োজন ৫ ওভারে ৬৮ রান।

timer শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৩ ২১:৪৩ key status

আউট দীপক হুডা

৯ রান করে ওয়ানিন্দু হাসরঙ্গের বলে আউট হলেন দীপক হুডা। পঞ্চম উইকেট হারাল ভারত। 

timer শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৩ ২১:২২ key status

এ বার আউট হার্দিক

উইকেটরক্ষকের হাতে ক্যাচ তুলে দিলেন হার্দিক। ১২ রান করে সাজঘরে ভারত অধিনায়ক।

timer শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৩ ২১:১০ key status

তিন উইকেট হারাল ভারত

ঈশান কিশান ২ রান করে সাজঘরে ফেরেন। শুভমন গিল করেন ৫ রান। অভিষেক ম্যাচে রাহুল ত্রিপাঠী করেন ৫ রান। কাসুন রাজিতা নেন ২ উইকেট। ত্রিপাঠীর উইকেট নেন মদুশঙ্ক।

Advertisement
timer শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৩ ২০:৫০ key status

ভারতের সামনে ২০৭ রানের লক্ষ্য

শিবম মাভি দিলেন ৫৩ রান। তিন উইকেট নিলেও উমরান মালিক দিলেন ৪৮ রান। আরশদীপ মাত্র ২ ওভার বল করে দিলেন ৩৭ রান। অক্ষর পটেল নিলেন ২ উইকেট। ৪ ওভারে তিনি ২৪ রান দিয়েছেন। চহাল ৩০ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন। তিনিই শ্রীলঙ্কার প্রথম উইকেটটি নিয়েছিলেন। শ্রীলঙ্কার হয়ে শুরুটা ভাল করেন দুই ওপেনার। কুশল মেন্ডিস ৫২ রান করেন। অন্য ওপেনার নিশঙ্কা করেন ৩৩ রান। আশালঙ্ক করেন ৩৭ রান। শেষ বেলায় ৫৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন অধিনায়ক দাসুন শনকা। শ্রীলঙ্কার হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম অর্ধশতরান করলেন তিনি।

timer শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৩ ২০:৪০

১৮ ওভার শেষে ১৮৬ রান

উইকেট হারালেও রান কমেনি শ্রীলঙ্কার। অধিনায়ক দাসুন শনাকা ১৭ বলে ৩৭ রান করে ফেলেছেন। আরশদীপ ২ ওভারে ৩৭ রান দিয়েছেন। তিন উইকেট নিলেও উমরান দিলেন ৪৮ রান। ১৮ ওভারে ১৮৬ রান করে ফেলেছে শ্রীলঙ্কা।

timer শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৩ ২০:২৫

হ্যাটট্রিক হল না উমরানের

নিজের শেষ ওভারের প্রথম বলে হ্যাটট্রিক করার সুযোগ ছিল উমরানের। কিন্তু সেই বলে চার রান দিলেন তিনি।

timer শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৩ ২০:১৮ key status

পর পর উইকেট নিলেন উমরান

তৃতীয় উইকেট নিলেন উমরান। পর পর দু'বলে দু'টি উইকেট নিলেন ভারতীয় পেসার। তাঁর বলে বোল্ড হাসরঙ্গ। ১৬ ওভার শেষে ১৩৮ রান তুলেছে শ্রীলঙ্কা। ৬ উইকেট হারিয়েছে তারা। পরের ওভারে হ্যাটট্রিকের সুযোগ রয়েছে উমরানের।

timer শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৩ ২০:১৭ key status

আউট আশালঙ্ক

উমরান ফেরালেন আশালঙ্ককে। ছক্কা মারতে গিয়ে আউট হলেন আশালঙ্ক। ক্যাচ দিলেন শুভমন গিল।

timer শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৩ ২০:১৪

১৫ ওভার শেষে শ্রীলঙ্কা তুলল ১২৯ রান

শ্রীলঙ্কার চার ব্যাটার সাজঘরে। চরিত আশালঙ্ক এর মধ্যেই লড়াই করে চলেছেন। ১৫ বলে ৩০ রান করে অপরাজিত তিনি। ১৫ ওভারে ১২৯ রান তুলে ফেলেছে শ্রীলঙ্কা।

timer শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৩ ২০:০৪ key status

আবার উইকেট নিলেন অক্ষর

অক্ষরের বলে এ বার আউট ধনঞ্জয় ডি সিলভা। ৩ রান করে আউট তিনি। দ্বিতীয় উইকেট পেলেন অক্ষর। ক্যাচ নিলেন দীপক হুডা।

timer শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৩ ১৯:৫৬ key status

তৃতীয় উইকেট হারাল শ্রীলঙ্কা

পাতুম নিশঙ্কের উইকেট নিলেন অক্ষর। বাউন্ডারিতে ক্যাচ নিলেন রাহুল ত্রিপাঠী। ৩৩ রান করে সাজঘরে ফিরলেন শ্রীলঙ্কার ওপেনার। বেশ কিছুটা দৌড়ে এসে ক্যাচ নিলেন ত্রিপাঠী। ক্যাচটি নেওয়ার সময় পিছন দিকে পড়ে যান তিনি। যদিও বল হাত থেকে ফেলেননি।

timer শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৩ ১৯:৫৪

১০ ওভার শেষে ৮৯ রান

২ উইকেট হারালেও রানের গতি কমেনি। ১০ ওভারে ৮৯ রান তুলে নিল শ্রীলঙ্কা। পুণের ছোট মাঠে উমরানের গতি কাজে লাগিয়ে বাউন্ডারি মারছেন শ্রীলঙ্কার বোলাররা। চহাল কিছুটা হলেও কম রান দিচ্ছেন।

timer শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৩ ১৯:৫০ key status

উইকেট নিলেন উমরান

উমরানের বলের গতিতে হার মানলেন ভানুকা রাজাপক্ষ। ২ রান করে সাজঘরে তিনি। বোল্ড হলেন রাজাপক্ষ।

timer শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৩ ১৯:৪৮ key status

জুটি ভাঙলেন চহাল

শ্রীলঙ্কার ওপেনিং জুটি অবশেষে ভাঙল। যুজবেন্দ্র চহাল উইকেট এনে দিল ভারতকে। কুশল মেন্ডিস ৫২ রান করে সাজঘরে ফিরলেন। এলবিডব্লিউ হন তিনি। মাঠের আম্পায়ার নটআউট দিলে রিভিউ নেয় ভারত। তাতেই উইকেট পেয়ে যান চহাল।

timer শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৩ ১৯:৩২

পাওয়ার প্লে শেষে

৬ ওভারে ৫৫ রান তুলে নিল শ্রীলঙ্কা। স্পিনার এনে রানের গতি আটকানোর চেষ্টা করছেন হার্দিক। অক্ষর ২ রান দিলেন। চহাল দিলেন ৬ রান।

timer শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৩ ১৯:২৩

৪ ওভারে শেষে শ্রীলঙ্কা তুলল ৪৭ রান

প্রথম ৪ ওভারে ৪৭ রান তুলে নিল শ্রীলঙ্কা। পুণের পিচে প্রথমে ব্যাট করা দলের জয়ের সংখ্যা বেশি। এমন মাঠে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়ে কি ভুল করলেন হার্দিক? প্রথম ৪ ওভার দেখে সেটা মনে হতেই পারে। শ্রীলঙ্কার দুই ওপেনার ভারতের বোলারদের শুরুটা ভাল করতে দেননি। 

timer শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৩ ১৯:২১

আরশদীপের নো বলের বন্যা

টানা তিনটি নো বল করলেন আরশদীপ। চোট সারিয়ে মাঠে ফিরে প্রথম ওভারেই তিনটি নো বল করলেন বাঁহাতি পেসার। দিলেন ১৯ রান। ২ ওভার শেষে শ্রীলঙ্কা তুলে নিল ২১ রান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement
Advertisement

Share this article

CLOSE