Advertisement
০৭ মে ২০২৪
হেডকে আউট করার পর জাডেজাকে অভিনন্দন রোহিতদের।

হেডকে আউট করার পর জাডেজাকে অভিনন্দন রোহিতদের। ছবি: আইসিসি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৯ জুন ২০২৩ ২২:৪৫
Share: Save:
শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ০৯ জুন ২০২৩ ২২:৩৫ key status

টেস্ট বিশ্বকাপ ফাইনালের তৃতীয় দিনের খেলা শেষ

অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ১২৩/৪। উইকেটে রয়েছেন লাবুশেন (৪১) এবং গ্রিন (৭)।

timer শেষ আপডেট: ০৯ জুন ২০২৩ ২২:০৬ key status

আউট হেড

হেডকে (১৮) আউট করলেন জাডেজা। অস্ট্রেলিয়া ১১১/৪। প্রথম ইনিংসের দুই শতরানকারীই দ্বিতীয় ইনিংসে রান পেলেন না।

Advertisement
timer শেষ আপডেট: ০৯ জুন ২০২৩ ২১:৩১ key status

আউট স্মিথ

স্মিথকে (৩৪) আউট করলেন জাডেজা। অস্ট্রেলিয়া ৮৬/৩। কামিন্সরা এগিয়ে ২৫৯ রানে।

timer শেষ আপডেট: ০৯ জুন ২০২৩ ২১:২৪ key status

অস্ট্রেলিয়া ৮৬/২

ব্যাট করছেন লাবুশেন (৩৫) এবং স্মিথ (৩৪)। অস্ট্রেলিয়া এগিয়ে ২৫৯ রানে।

timer শেষ আপডেট: ০৯ জুন ২০২৩ ২০:১৮ key status

আউট খোয়াজা

খোয়াজাকে (১৩) আউট করলেন উমেশ। অস্ট্রেলিয়া ২৪/২। ভারতের থেকে এগিয়ে ১৯৭ রানে।

timer শেষ আপডেট: ০৯ জুন ২০২৩ ২০:১৪ key status

অস্ট্রেলিয়া ২৪/১

ব্যাট করছেন খোয়াজা (১৩) এবং লাবুশেন (৮)। ১৯৭ রানে এগিয়ে কামিন্সরা।

Advertisement
timer শেষ আপডেট: ০৯ জুন ২০২৩ ১৯:৪৮ key status

তৃতীয় দিনের চা পানের বিরতি

অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ২৩/১। উইকেটে আছেন খোয়াজা (১৩) এবং লাবুশেন (৮)। রোহিতদের থেকে ১৯৬ রানে এগিয়ে কামিন্সরা।

timer শেষ আপডেট: ০৯ জুন ২০২৩ ১৯:০৮ key status

ওয়ার্নার আউট

ওয়ার্নারকে শুরুতেই ফিরিয়ে দিলেন সিরাজ। ভারতের ধাক্কা।

timer শেষ আপডেট: ০৯ জুন ২০২৩ ১৮:৩৩ key status

আউট শামি

শামিকে (১৩) আউট করলেন স্টার্ক। ভারতের ইনিংস শেষ হল ২৯৬ রানে। রোহিতরা প্রথম ইনিংসে পিছিয়ে থাকলেন ১৭৩ রানে।

timer শেষ আপডেট: ০৯ জুন ২০২৩ ১৮:২৫ key status

আউট শার্দূল

শার্দূলকে (৫১) আউট করলেন গ্রিন। ভারত ২৯৪/৯। রোহিতরা পিছিয়ে রয়েছেন ১৭৫ রানে।

timer শেষ আপডেট: ০৯ জুন ২০২৩ ১৮:২১ key status

অর্ধশতরান শার্দূলের

১০৮ বলে ৫১ রান করে খেলছেন শার্দূল। তাঁর সঙ্গে ২২ গজে রয়েছেন শামি (১০)। ভারত ২৯২/৮। রোহিতরা এখনও পিছিয়ে ১৭৭ রানে।

timer শেষ আপডেট: ০৯ জুন ২০২৩ ১৮:০৯ key status

আউট উমেশ

উমেশকে (৫) আউট করলেন কামিন্স। ভারত ২৭১/৮।

timer শেষ আপডেট: ০৯ জুন ২০২৩ ১৮:০৭ key status

ফলোঅন বাঁচাল ভারত

ব্যাট করছেন শার্দূল (৪০) এবং উমেশ (৫)। ভারত ২৭১/৯। রোহিতরা পিছিয়ে ১৯৮ রানে।

timer শেষ আপডেট: ০৯ জুন ২০২৩ ১৭:৫০ key status

আউট রাহানে

মধ্যাহ্নভোজের পর প্রথম ওভারেই ৮৯ রান করে আউট রাহানে। কামিন্সের বলে আউট হলেন তিনি। ভারত ২৬১/৭। অস্ট্রেলিয়ার থেকে পিছিয়ে ২০৮ রানে। ৮৩ তম টেস্টে ৫০০০ রান পূর্ণ করলেন রাহানে।

timer শেষ আপডেট: ০৯ জুন ২০২৩ ১৭:০২ key status

মধ্যাহ্নভোজের বিরতি

ভারত ২৬০/৬। ২২ গজে রয়েছেন রাহানে (৮৯) এবং শার্দূল (৩৬)। ভারত এখনও ২০৯ রানে পিছিয়ে।

timer শেষ আপডেট: ০৯ জুন ২০২৩ ১৬:৫৯ key status

ভারত ২৬০/৬

ব্যাট করছেন রাহানে (৮৯) এবং শার্দূল (৩৬)। 

timer শেষ আপডেট: ০৯ জুন ২০২৩ ১৬:৫৯ key status

ভারত ২৬০/৬

ব্যাট করছেন রাহানে (৮৯) এবং শার্দূল (৩৬)। 

timer শেষ আপডেট: ০৯ জুন ২০২৩ ১৬:২৬ key status

ভারত ২২৪/৬

ব্যাট করছেন রাহানে (৬৮) এবং শার্দূল (২৪)। ভারত পিছিয়ে ২৪৫ রানে।

timer শেষ আপডেট: ০৯ জুন ২০২৩ ১৫:৫৯ key status

ভারত ২০০/৬

ব্যাট করছেন রাহানে (৫৩) এবং শার্দূল (১৬)। ২৬৯ রানে পিছিয়ে ভারত।

timer শেষ আপডেট: ০৯ জুন ২০২৩ ১৫:৪৭ key status

রাহানের অর্ধশতরান

কামিন্সের পর পর দু’বলে চার এবং ছয় মেরে অর্ধশতরান করলেন রাহানে (৫২)। তাঁর সঙ্গে ২২ গজে রয়েছেন শার্দূল (১২)। ভারত ১৯১/৬। ভারত পিছিয়ে ২৭৮ রানে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement
Advertisement

Share this article

CLOSE